নিদ্দিস্ট কোন নিয়ম আমি জানি না আমি দিনে ৩৫ টা করে পোস্ট করে থাকি এখনো একাউন্টে কোন সমস্যা দেখা দেই নাই আমার মনে হয় দিনে ৫০ তার মতো পোস্ট করা যাতে পারে।তবে পোস্ট ভাল মানের রুচিসম্পন্ন হওয়া দরকার।
Printable View
নিদ্দিস্ট কোন নিয়ম আমি জানি না আমি দিনে ৩৫ টা করে পোস্ট করে থাকি এখনো একাউন্টে কোন সমস্যা দেখা দেই নাই আমার মনে হয় দিনে ৫০ তার মতো পোস্ট করা যাতে পারে।তবে পোস্ট ভাল মানের রুচিসম্পন্ন হওয়া দরকার।
ফরেক্স হল এমন এক প্রতিষ্ঠান যা থেকে আমরা কিছু শিখতে পারি।ফরেক্স শিখতে ফোরামের গুরত্ব অনেক বেশী।ফরেক্স মার্কেটে ইনভেস্ট না করে ফরেক্স মার্কেট থেকে আয় করা যায় সেটা হোল ফোরাম পোস্ট করে যে বোনাস পয়া জায় তাই দিয়ে ট্রেড করে ফরেক্স ফরেক্স মার্কেট থেকে ইনকাম করা যায়। আমার জানা মতে দিনে সর্বোচ্চ ৩০ টা পোস্ট করা যায়।
ফোরাম পোস্টিং হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি পোস্ট করে নিজে লাভবান হতে পারবেন আবং অন্যকেউ লাভবান করতে পারবেন। কারন আপনার পোস্টটি অন্য কেউ পড়ে তার থেকে অনেক কিছু শিখতে পারবে। আর আপনিও অন্য একজনের পোস্ট পড়ে আপিনি নিজেও শিখতে পারবেন।
ফোরামের নীতিমালা ভালো করে পড়লে আপনি জানতে প[আরবেন এখানে কতটি পোস্ট করা যায়। আসলে আপনি ফোরাম থেকে মাসে সর্বোচ্চ ২৫০ ডলার নিতে পারবেন। অর্থাৎ আপনি মাসে সর্বোচ্চ ১২৫০ টি পোস্ট করতে পারবেন। এখন আপনি চাইলে দিনে ৬০ টি পোস্টও করতে পারেন।/
ফোরাম পোস্টিং দিনে কমপক্ষে ৪০ টা করা যাই। কিন্তু ৪০ টার বেশি পোস্ট না করাই ভাল। ফোরাম পোস্টিং করলে বোনাস পাওয়া যাই। বোনাস দিয়ে ট্রেড করে ফরেক্স থেকে ভালো আয় করা সম্ভব। ফরেক্স ফোরাম পোস্টিং করলে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা যাই।
বাংলাদেশ ফরেক্স ফোরামে পোস্টিং করতে হলে আমাদের অনেক কিছু মেনে ফরেক্স ফোরামে পোস্টং করতে হয়,তাই ফোরামের পোশট যতই করিনা কেন তাই আমরা মাস সেশে বোনাস ২৫০ ডলারের বেশি পাওয় যায় না তাই আমাদের সেই ভাবে ফোরাম পোস্টিং করতে হবে,তাই ভাল করে করতে হবে।
ফরেক্স ফোরামের নিয়ম অনুযায়ী আপনি এক মাসে ২৫০ ডলারের বেশি বোনাস পোস্ট পাবেন না । সেই হিসেবে প্রতি পোস্টে ২০ সেন্ট করে হলে দৈনিক ৪০ টির বেশি পোস্ট করে লাভ নেই । আমার মতে দৈনিক ২৫ থেকে ৩০ টি পোস্ট করাই উত্তম । কেননা এতে করে আপনি বোনাস শিকারি হিসেবে চিহিৃত হবেন না ।
দিনে সর্বোচ্চ ৩০টা মত পোষ্ট করা যায়,তবে তা অবশ্যয় কোয়ালিটি এবং সামজ্ঞস্যপুর্ন হতে হবে।।এখানে প্রতিটি কোয়ালিটি পোষ্টের জন্য ২০সেন্ট করে পাওয়া যায় এবং সর্বোচ্চ ২৫০ ডলার বোনাস পাওয়া যায় প্রতি মাসে।
একদিনে আপনি ৩০ টা পোষ্টও করতে পারেন । তবে একমাসে আপনাকে কোনভাবেই ২৫০ ডলার এর বেশি দিবে না । আপনি খেয়াল রাখবেন আপনার পোষ্ট পার ডে এর দিকে । আপনার প্রোফাইলে গেলে দেখবেন বোনাস ফর পোষ্ট এ পোষ্ট পার ডে আছে । সেটিকে ৩০ এর মধ্যে রাখার চেষ্টা করুন । তবে এটি কোন নিয়ম নয় । আমার ধারনা মাত্র ।
ফরেক্স মার্কেটে আমার মত নতুন ট্রেডারদের জন্য ফোরাম পোস্টিং অনেক গুরুত্বপূর্ণ। ফোরাম সাইটে অনেকেই নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে প্রশ্ন করে থাকেন এবং অভিজ্ঞ সিনিয়র ট্রেডাররা এর উত্তর দিয়ে থাকেন। এর মাধ্যমে অনেক অজানা তথ্য বের হয়ে আসে যা আগে জানা ছিল না। ফোরাম সাইটে পোস্ট করলে যে বোনাস পাওয়া যায় তা দিয়ে অনেকেই ট্রেড করে বলে ফোরাম সাইট আমাদের অনেক উপকার করে থাকে।