-
যেকোন অনলাইন ইন্টার ন্যাশনাল অনলাইন মাষ্টার বা ভিসা কার্ড থেকে এই টাকা তোলা যায়। দেশের যেকোন বুথ থেকে। এটা খুব সহজ ব্যাপার। আর এটা কোন সমস্যা হলে। হাতে হাতেও টাকা নিয়ে ভার্চুয়াল ডলার ছেল করা যায়। সুতরাং ডলার উইথড্র নিয়ে চিন্তা করার কোন করান ই নাই। আমার আশে পাশের বড় ভাইদের কাছ থেক আমার এতটুকু যানা ছিল।
-
ফরেক্স মাকেটে ইন কাম করার পর তা আপনি বিভিন্ন ভাবে উওোলন করতে পারেন । যেমন মাস্টার কার্ড দিয়ে । এটা দিয়ে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে গেলে ১% চার্জ কাটে । অথবা atm বুট , skrill , neteller, payonner এগুলো থেকে টাকা সহজে উঠাতে পারবেন,
-
ইন্সটা ফরেক্স মাষ্টার কার্ড ব্যাবহার করে ফরেক্স থেকে আমি কখনই ফরেক্সের প্রফিট উত্তেলন করিনি তবে আমার মনে হয় অবশ্যই কম করে হলেও একটি চার্য আপনাকে দিতে হবে টাকা বুর্থ থেকে উত্তেলনের সময় আমি ফরেক্সের প্রফিট সব সময় স্কিল বা মানিবুকার্স অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করে থাকি।
-
আমি টাকা উত্তোলন করি নেটলার হতে তাই আমি জানি না মাস্টর কার্ডের এটিএম চার্জ কত।আমি এখনও পযন্ত মাষ্টার কার্ড দিয়ে টাকা উত্তরোন করিনি , আমি এই পযন্ত দুইটি ভাবে টাকা উঠাইছি একটি নেটালর এর মাধ্যমে আর একটি মানি-বুকার এর মাধ্যমে , আপনি ইচ্ছা করলে নেটালর এর মা্যেমে টাকা তুলতে পারেন সব থেকে সহজ এবং সহজ পদ্ধতি মনে হয় আমার কাছে ।
-
আমি কখোনো মাস্টার কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করি নাই তাই সঠিকভাবে এর সম্পর্কে জানিনা। আমি স্ক্রিল থেকে স্ক্রিলে ডলার বিক্রি করে দেই আর স্ক্রিলে ১% চার্জ কর্তন করে।
-
আমি টাকা উত্তলনের ব্যপারে যত দুর জানি তা হল ইন্সতা ফরেক্স ফরমে টটকা উঠতা গেলে অবশ্যই ১% চার্জ প্রয়োজয্য। আর এর সম্পর্কে ইন্সতা ফরেক্সসাইডে এ ব্যপারে দেওয়া আছে।
-
ফরেক্স মাকেটে ইন কাম করার পর তা আপনি বিভিন্ন ভাবে উওোলন করতে পারেন । যেমন মাস্টার কার্ড দিয়ে । এটা দিয়ে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে গেলে ১% চার্জ কাটে । অথবা atm বুট , skrill , neteller, payonner এগুলো থেকে টাকা সহজে উঠাতে পারবেন,
-
ফরেক্স মার্কেট থেকে টাকা উঠানোর বিভিন্ন মাধ্যম আছে,যে ভাবে ডিপোজিট ককরবেন সেই একই ভাবে উত্তোলন করতে পারবেন,আপনি ইনিস্ট্রা ফরেক্স ব্রোকারের এটিএম কার্ড নিয়ে টাকা উঠাতে চান তাহলে আপনাকে প্রতি ট্রানজেকশন করর সময় ৩ ডলার চার্জ দিতে হবে।
-
ইন্সটাফরেক্স এর মাস্টার কার্ড দিয়ে আপনি যদি টাকা উঠাতে চান তাহলে আপনার ১% চার্জ লাগবে যেটা ইন্সটাফরেক্স এর ওয়েবসাইট এ দেয়া আছে । কিন্তু বুথ থেকে টাকা উঠানোর সময় আবার আপনার টাকা কাটবে কিনা একথা আমার ঠিক জানা নাই । যদি আপনাদের কারও জানা থাকে তাহলে অবশ্যই অনুগ্রহ করে জানাবেন । কারন আমি মাস্টার কার্ড দিয়ে কখনোও বুথ থেকে টাকা উঠাই নি । সকলের জন্য অনেক শুভকামনা আপনারা আপনার টাকা নিরাপদে তুলুন ।
-
ইন্সটাফরেক্স থেকে টাকা উত্তোলন করতে হলে মাস্টারকার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে চাইলে কিছু চার্জ কর্তন করতে পারে। চার্জের পরিমান টা ৯% হতে পারে। অর্থাৎ আপনি যদি ১০০ ডলার উত্তোলন করেন তবে ডলার প্রতি ৭৪ টাকা করে পেতে পারেন।