-
আমরা মারকেট কে চাট এ দেখি। এই চাটে ক্যান্ডেল স্টিক থাকে। এখন মারকেট বাই নাকি সেল মুড এ আছে এটা কে সহজে বুজার জন্য আমরা বিভিন্ন ধরনের ইনডিকেটর ব্যবহার করি। এই ইনডিকেটর এর কাজ হলো মারকেট এর পাইস কোন দিকে আছে তা নিদেশ করা। বা আমাদের কে পরবতীতে মারকেট কোন দিকে যেতে পারে তাকে নিদেশ করা। তবে ইনডিকেটর এর কিছু দুভলতা আছে। সে গুলো বুজে ইনডিকেটর মেনে ট্রেড করা উচিত। তাহলেই সফল ভাবে ট্রেড করা সম্ভব।
-
ফরেক্স মার্কেট এ তিন প্রকার এর এনালাইসিস রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস।আর টেকনিক্যাল এনালাইসিস এর অন্যতম হাতিয়ার হচ্ছে ইন্ডিকেটর।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর অবস্থা সম্পর্কে জান্তে পারি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট কে এনালাইসিস করে এর ট্রেড করতে পারি।ইনডিকেটর ছাড়া ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হওয়া সম্ভব নই।কারন ফরেক্স মার্কেট এ ট্রেড করার অন্যতম হাতিয়ার হচ্ছে ইনডিকেটর।যা মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
ইনডিকেটর হল নির্দেশক ফরেক্স মার্কেট বুঝতে আপনাকে সাহায্য করে। ফরেক্স মার্কেটে সম্পর্কে অতীত বর্তমান জেনে এনালাইসিস করা। আমরা মার্কেট সম্পর্কে স্বাবাভিক ধারনা নিতে হলে বিভিন্ন রকমের ইনডিকেটরের মাধ্যমে আমাকে জানতে হয় কখন বাই বা সেল করব সেটা আমরা বিভিন্ন ইনডিকেটর দেখে করি। আমাদের ইনডিকেটর নিয়ে অনেক এনালাইসিস করতে হয়।
-
ফরেক্স বাজার প্রতিমুহূর্ত পরিবর্তনশীল। তাই এই বাজার পরিবরতন সম্পরকে আগে থেকে বুঝার জন্য কিছু ইন্ডিকেটর আছে যা আমাদের ফরেক্স বাজার আনালাইসিস করার জন অনেক সহায়তা করে। এদের মধ্যে মুভিং এভারেজ অন্যতম। এছাড়া আর আছে,
বলিংগার ব্যান্দ, জিগজ্যাগ, পিভাট পয়েন্ট, ওসিলেটর,,,এগুলো বাজার আনালাইসিস করার অনেক গুরূত্বপূর্ন ইন্ডিকেটর।
-
ফরেক্স মার্কেটে ইন্ডিকেটর বলতে আমরা বুঝে থাকি যার মাধ্যমে আমরা বাই বা সেল ট্রেডিং করে থাকি,ফরেক্স মার্কেটে অনেক ধরনের ইন্ডিকেট আছে যে ট্রেডার যেটা পছন্দ করে তা দিয়ে ট্রেডিং করে থাকে,তাই আমি ফরেক্স মার্কেটে ট্রেড করে ইন্ডিকেটর ব্যাবহার করে ভাল ট্রেডিং শিখতে পারি।
-
ফরেক্স বাজার প্রতিমুহূর্ত পরিবর্তনশীল।। ফরেক্স বাজারে কারেন্সির মুল্য প্রতিমুহূর্ত উঠানামা করে।। এই উঠানামার পরিমাণ গড়ে কতটুকু মুভ করে তা ফরেক্স ব্রোকারে ইন্ডিকেটর এর মাধ্যমে বোঝা যায়।।
-
ইন্ডিকেটর হল একধরনে প্রতীক যেগুলো দারা ফরেক্স মার্কেটের মুভমেন্ট কেমন হতে পারে তা বুঝা যায়। ইন্ডিকেটর ছাড়া ফরেক্স ট্রেডিং করা খুব কঠিন। কিছু কিছু ইন্ডিকেটর আছে যেগুলো খুব উপকারি। কিন্তু সব ইন্ডিকেটর সঠিক দিক নির্দেশনা দেয়না।
-
আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডআর আমি যতটুকু জানি ইন্ডিকেটর হল এক ধরনের নির্দেশক যা দিয়ে আপনি ফরেক্স এর মার্কেট এর উঠা নামা সমন্ধে জানতে পারবেন। ইন্ডিকেটর দিয়ে ফরেক্স মার্কেটের বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে ভালো ভাবে জানা যায়। ফরেক্স এ ইন্ডিকেটর দিয়ে ট্রেড করলে যেমন প্রফিট হবে ঠিক তেমনি লস ও হতে পারে। তাই ইন্ডিকেটর এর নির্ভর হয়ে সবসময় ট্রেড করা উচিত নয়।
-
অধিকাংশ ট্রেডার বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। আমার মতে সবসময় একমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করা উচিত না। কেননা ফান্ডামেন্টাল এনালাইসিসের কারনে অনেক সময় ইন্ডিকেটর ভূল ইন্ডিকেট প্রদান করে। যার ফলে অনেক ট্রেডার লসের সম্মূখীন হন। তাই নিজেও এনালাইসিসের মাধ্যমে ট্রেড পরিচালনা করুন।
-
ইন্ডিকেটর মানে হলো ফরেক্স মার্কেট যে ক্যান্ডেল এর ধাপ গুলো উঠানামা করে যে ধারনা করা হয় বা পাওয়া যায় তাই ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর দ্বারা বোঝা যায় যে মুদ্রার দাম কত উঠানামা করে তা ধারনা করা যায়। এ ইন্ডেকেটর দেখে আমরা ঝুকি নিয়ে ফরেক্স এ ট্টেড করে আয় করতে পারব।