কত দিন ডেমো তে ট্রেড করা উচিত টা বলা সম্ভব না কিন্তু আপনাকে না পর্যন্ত ফরেক্স করতে হবে বলে আমি মনে করি আর আপনি যদি ফরেক্স শিখতে না প্রেন তাহলে হয় তো অনেক সময় লাগবে তবে যদি মনোযোগ দিয়া আপনি ডেমো তে করেন তাহলে আমার মনে হয় পারবেন
Printable View
কত দিন ডেমো তে ট্রেড করা উচিত টা বলা সম্ভব না কিন্তু আপনাকে না পর্যন্ত ফরেক্স করতে হবে বলে আমি মনে করি আর আপনি যদি ফরেক্স শিখতে না প্রেন তাহলে হয় তো অনেক সময় লাগবে তবে যদি মনোযোগ দিয়া আপনি ডেমো তে করেন তাহলে আমার মনে হয় পারবেন
আসলে আমি মনে করি ডেমো করার জন্য কোন নির্ধারিত দিন ধার্জ করা হয় না এটা সম্পূর্ন নিজের উপর নির্ভর করে, ফরেক্স শিক্ষার কোন শেষ নেই যে যত বেশি শিখবে সে ততটাই সফলতা আনতে পারবে । তবে কম পক্ষে ৩-৪ মাস ডেমো করে রিয়াল অ্যাকাউন্টে আশা উচিৎ তাতে ক্ষতির সম্ভাবনা কম থাকে ।
আসলে কতদিন ডেমো প্রাক্টিস করতে হয় তার কোনো ধরাবাঁধা নিয়ম না থাকলে ও এই সময়টাকে সাধারনত ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত ধরা হয়। তবে এটা অনেকাংশে ট্রেডারদের উপর নির্ভর করে। কারন আপনাদের সবার মন মানসিকতা যেমন সমান নয় তেমনি সবার গ্রহন করার ক্ষমতাও সমান নয়। তাই ট্রেডারভেদে এই সময়টা বিভিন্ন রকম হতেই পারে।
আসলে আপনি কততা দক্ষতা সম্পন্ন সেতা আপনই ভাল জানেন এছাড়া কত দিনে আপনি শিখতে পারবেন সেতা অয়াপ্নার উপর নির্ভর করে যে আপনি কত দিন ডেমো করবেন । আপনি হয়ত দুই এক মাসেই আরও কম সময়ে শিখতে পারেন অথবা তের চেয়েও বেশি সময় ও লাগতে পারে ডেমো আয়ত্তে আনার জন্য তাই এতে সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে ।
আমার মতে একজন নতুন ট্রেডারকে কমপক্ষে ২-৪ মাস ডেমো করা উচিত। কারণ ডেমো ট্রেডিং এর মাধ্যমে আপনি শিখতে পারবেন ফরেক্স এর নতুন নতুন ধারণা এবং কৌশল মার্কেট পর্যবেক্ষণ, ফরেক্স নিউজ ইত্যাদি সম্পর্কে ধারণাগুলো শিখতে পারবেন ডেমো ট্রেডিং এর মাধ্যমে। তাইআমি যে কোন নতুন ট্রেডারকে ডেমো ট্রেডিং এর বিষয়টি বেশী গুরুত্ব দিতে বলব।
ফরেক্স ব্যবসা ভালো করে করতে চইলেআমার মনে হয় সারা জীবন ডেমো ট্রেড করা উচিত আর প্রথমতো কমপক্ষ্যে ৬ থেকে ৭ মাষ ডেমো প্রাকটিস করতে হবে তারপর যদি মনে হয় আমার ফরেক্স মার্কেট সম্র্কে ভালো একটা ধারনা আসছে তখন হয়তো রিয়াল ট্র্রডেে যওয়া উচিত তার অগে রিয়াল ট্রেডে যাওয়া উচিত না।
আমার মতে ডেমো চর্চা শেষ করার কোন নির্দিষ্ট সময় নাই , একজন মোটামুটি ভাল ট্রেডার হতে কম পক্ষে ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত ডেমো করা উচিত । যে যত ডেমো চর্চা করবে তার লসের পরিমান কম হবে । যে পর্যন্ত নিজের প্রতি কনফিডন্স আসবে না তত দিন পর্যন্ত ডেমো চর্চা করা উচিত । ফরেক্স মার্কেতে ডেমো চর্চার কোন বিকল্প নাই ।
ডেমো ট্রেড কত দিন করতে হবে সেটা নির্দিষ্ট করে বলা মুসকিল। কেননা একজন মানুষ কতদিনে নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবে সেটা নির্ভর করবে তার নিজে প্রচেষ্টার উপর। তাই কেউ যদি এক সপ্তাহেই নিজেকে সফল ভাবে গড়ে তুলতে পরে তাহলে তার জন্য একসপ্তাহই যথেষ্ট। আর কারো ক্ষেত্রে যদি ২বছর সময় লাগে তাহলে তাকে ২বছরই ডেমোতে প্রাক্টিস করা উচিৎ।
আমার মতে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত ডোমো করা উচিত। কারন যারা শুধু অনলাইন থেকে শিখে আসে তাদের জন্য ডোমো করা উচিত ২ বছর কারন ওনলাইন থেকে আপনি পুরা শিখতে নাও পারেন তাই আপনি বেশি করে ডমো করেন।
এটা আপনার নিজের উপর নির্ভর করবে।আপনি যদি কম সময় এ সবকিছু শিখে ফেলতে পারেন তাহলে আপনি তাড়াতাড়ি আসল ট্রেড শুরু করতে পারবেন।তবে পুরোপুরি না শিখে আসল ট্রেড শুরু করবেন না।আপনি ২-৩ মাস ডেমো ট্রেড করার পর রিয়েল ট্রেড শুরু করতে পারেন। তারপরেও যদি আপনার রিয়েল ট্রেড এ বেশি সমস্যা বোধ মনে করেন পাশাপাশি ডেমো ট্রেড করতে পারেন এতে কোন ধরনের সমস্যা হবে না।