আমি ফরেক্সে আমার বড় ভাইয়ার মাধ্যমে আসেছি। কোন একদিন আমার বড় ভাইয়া আমার সামনে ট্রেডিং করে এবং আমি তখন শিখতে চাইলে সে আমাকে অনেক যত্ন সহকারে শিখানো শুরু করেন। ধন্যবাদ
Printable View
আমি ফরেক্সে আমার বড় ভাইয়ার মাধ্যমে আসেছি। কোন একদিন আমার বড় ভাইয়া আমার সামনে ট্রেডিং করে এবং আমি তখন শিখতে চাইলে সে আমাকে অনেক যত্ন সহকারে শিখানো শুরু করেন। ধন্যবাদ
আমি অনেক দিন ধরাই অনলিনে এ আয় করতে ছেস্তা করেছি তাই এই ফরেক্স সম্পরকে আমি জানতাম । আমি সুধু কুজচিলাম এই মার্কেট এ কিভাবে আয় করা জায় । সতিক কোন পথ অনুশুন করে । এর পর আমি এক বড় ভাই এর কাছে ফরেক্স শিখতে সুরু করি ।
আমি সর্বপ্রথম কম্পিউটার magazine পড়ে এই ফরেক্স এর ধারনা পেয়েছিলাম । এরপর গুগুল এ অনুসন্ধান করে ফরেক্স এর সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পারি তখন থেকে আমি এই মার্কেটে আছি ।
আমার বেকার থাকা অবস্থাতে আমি দিশেহারা হয়ে পরেছিলাম যে আমার বেকার সমস্যা সমাধানের জন্য আমি কি করতে পারি তো সেই সময় আমি আামর এক বন্ধুর কাছ থেকে ফরেক্স সম্পর্কে জানতে পারলাম এবং সেই মোতাবেক এক দিন আমি একটি ফরেক্স এর প্রশিক্ষন কেন্দ্রে গিয়ে ফরেক্স সম্পর্কে জেনে ফরেক্স শেখা আরাম্ভ করি।
আমি আমার পাড়ার বর ভাই ও আমার আগে থেকে বস হয়ে ছিল যে তার মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানলাম। থখন আমি শুধু মারত গল্প শুনতাম কিন্তু বুজতাম না। এখন আমি তার পরামশ অনুযায়ী ফরেক্স মার্কেটে ট্রেডিং করছি । শুধু মাত্র তার কথা মতে আমি ফরেক্স শিকতে পারি। সে আমার আমক্মাত্র বস।
ভাই এই মার্কেটে আসার বিভিন্ন হিস্ট্রী আছে। আর এই কাহীনির শুরু আমার মেস থেকে । আর এখানে আমার এক বড় ভাই আছে যার নাম হলো শীমুল ভাই । প্রথম দিকে আমি তার মুথে ফরেক্স িএর খুব নাম শুনতাম তার পর আমার আগ্রহ আর তার পরিশ্রমের বিনিময়ে আমার ফরেক্স শেখা শুরু হলো। বর্তমানে আমি ট্রেড করছি। আর ট্রেড করে লভ্ও করেছি কিছু কিন্তু দুঃখের বিষয় েএই যে বর্তমানে অনেক বেশি লচে আছি। ধন্যবাদ।
ফরেক্স মার্কেটে আমি আমার এক বড় ভাই এর মাধ্যমে এসেছি। আমাকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু বলেছে সে আর অনেক কিছু শিখিয়ে দিয়েছেন তিনি। তিনিও একজন বড় ট্রেডার তার অনেক অভিজ্ঞতা আছে এই ফরেক্স সম্পর্কে তিনি প্রাই বলেন ফরেক্স শিখতে পারলে তোর আর জীবনে কিছু প্রায়োজন হবে না তুই শুধু ভাল করে একবার শিখেনে। তার পার থেকে আমি ফরেক্স এর সাথে লেগে আছি আর সারা জীবন থাকবো্।
ফরেক্স মার্কেটে আমার খুব কাছের এক বড় ভাই এর মাধমে ফরেক্স মার্কেট এর কথা জানতে পারি । ফরেক্স মার্কেট সম্পরকে তিনি আমাকে ভাল করে সব কিছু খুলে বললেন আমাকে । আমার ফরেক্স মার্কেট সমরকে আগ্রহ বারতে থাকে । ফরেক্স মার্কেট এর জন্য ইন্টারেস্ট হই তার পর সেই বড় ভাই এর কাছ থেকে ফরেক্স মার্কেট সম্পরকে ভাল করে জানতে থাকে । তার খাছ থেকে আমি ফরেক্স সিখি ।
আমি ফরেক্সে এসেছি একটি আউটসোর্সিং সংস্থার মাধ্যমে .আমি তাদের মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানি এবং তারপর এখানে যোগদান করি।
ফরেক্স মার্কেট এ আমি একদম ই নতুন। আমার এক ফ্রেন্ড ফরেক্স করে। আমি তার কাছ থেকে ফরেক্স সম্পর্কে ধারনা পাই। যা ধারনা পাই তা শুনে আমার ফরেক্স ভাল লেগে যায়। তখন থেকে আমি মনে করি যে আমি ফরেক্স করবো। তাই ফোরাম একাউন্ট করলাম ফরেক্স সম্পর্কে জানার জন্য। আমি সেই ফ্রেন্ড এর কাছে থেকে একটু একটু করে ফরেক্স শিখছি।