-
আমি একজন অভিজ্ঞ ভাইয়ার মাধ্যমে জানতে পারি যে ডেমো ট্রেড একজন নতুন ট্রেডারকে দক্ষ বানাতে পারে । তবে তার জন্য অবশ্যই বেশি করে প্রয়োজন হবে নিজেকে ডেমোর সাথে মানিয়ে নেওয়া । আর এখানে আমাদের নতুনদের বেশিরভাগেই এডযাস্ট করতে পারে না । কেননা আমরা অায়ের চিন্তাই বিভোর থেকে এটা ভুলে যায় যে দক্ষতা তৈরীই হল অায়ের প্রধান ধাপ ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আপনাকে মিনিমাম ছয় মাস ডেমো ট্রেড করতে হবে। সে ডেমো ট্রেড এমন ভাবে করতে হবে যে পরিমান টাকা আপনার পক্ষে ইনভেস্ট করা সম্বভ কারন আমারা অনেক বেশি টাকা দিয়ে ডেমো ট্রেড করি বড় ভলিউমে লাভ লস মিলে ভাল লাভ করি কিন্তু রিয়াল মার্কেটে লস করি।তাই আমাদের কম ডলার দিয়ে ডেমো প্রেকটিস করতে হবে।
-
কত দিন আপনি ফরেক্স ডেমো ট্রেড করবেন তা নির্বর করবে আপনার দক্ষতার উপরে আপনি যদি কম সময়ের মধ্য ভাল জ্ঞান লাভ করতে পপারেন তবে আপনি কম সময়ের মধ্য ডেমো একাউন্ট ত্যগ করে আপনি রিয়াল একাউন্টে ট্রেড করতে পারেন বলে আমি মনে করি। তাই রিয়াল টা আগে না।
-
আমি মনে করি ডেমো ট্রেডিং এর কোনো নিদৃষ্ট সময় সীমা নেই । যেই পর্যন্ত একজন ট্রেডার ফরেক্স ট্রেডিং এর দক্ষতা অর্জন করতে পারবেনা সেই পর্যন্ত তাকে ডেমো ট্রেডিং করে যাওয়া উচিত । কারন কেউ মাত্র ৩০ দিন ডেমো ট্রেডিং করেই ফরেক্স ট্রেডিং এর দক্ষতা অর্জন করতে পারে আবার কেউ ৩০০ দিন ডেমো ট্রেডিং করেও ফরেক্স ট্রেডিং এর দক্ষতা অর্জন করতে পারেনা ।
-
নতুন ট্রেডারদের কথা চিন্তা করে ডেমো একাউন্ট এর আবিস্কার । ফরেক্স একটি জটিল ব্যবসায় ।ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় এবং মার্কেট সম্পর্কে ভালভাবে পরিচিতি লাভ করার জন্য ডেমো ট্রেডের ব্যবস্থা করা । আপনি একটি ডেমো একাউন্ট ওপেন করে সেখানে প্রাকটিস করে দক্ষ হয়ে তারপর ফরেক্স রিয়েল মার্কেটে ট্রেড করতে পারবেন । আমি মনে করি কমপক্ষে ১ বছর ডেমো প্র্যাকটিস করে তারপর রিয়েল মার্কেটে ট্রেড করা উচিত ।
-
এটি এমন একটি যায়াগা যেখানে আপনি ভাল করতে হলে অবশ্যই আপনাকে অনেক ভাল আভিঙ্গ হতে হবে সেই জন্য আপনাকে ডেম করতে হলে ভাল ভাবে ,আর দেম টে ভাল ভাবে সব ভুল গুলি বুজে লাইভে আসলে আপনি অনেক ভাল ট্রেডার হতে পারবে ,আমি মনে করি কমপখে ৩ মাস ডেম করা উচিত,
-
আমি মনে করি কমপক্ষে তিন মাস ডেমো ট্রেডিং করা উচিতঅ এমন কি এরও বেশি সময় ধরেও করা যেতে পারে। বিষেশত যতদিন পযর্ন্ত সে প্রফিট কারর মত একটা অবস্থানে না পৌছে।
-
এটার কোন নিদিষ্ট সময় নেই। একজনের বুঝার ক্ষমতা একেক রকম। কেউ ২ মাসে, কেউ বা ৬ মাসে বুঝে যাবে। আমি মনে করি নিজের ভিতর থেকে যখন ক্লিলিয়ারেন্স দিবে যে আমার বুঝা হয়ে গেছে তখন ডেমো ট্রেডিং করা শেষ মনে করতে হবে। অন্য কেউ বললে কাজ হবে না।
-
কত দিন ডেমো ট্রেড কবেন তা ট্রেডারের উপর নির্ভর করে । ডেমো অনুশীলন করার উদশ্যই হল ফরেক্স শিখা এবং ট্রেডিং এ সফল হওয়া । রিয়াল ট্রেডিং এর আগে ডেমো ট্রেডিং এর মাধ্যেমে যে অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন হয় তা রিয়াল ট্রেডিং এর সফলতায় খুব দরকার ।
-
ডেমো ততদিন পর্যন্তই চালিয়ে যান। যতদিন না আপনি ফরেক্স সম্পর্কে খুব ভালো জানতে/বুঝতে পারছেন। অনেকে ডেমো করতে চায় না, তাদের ধৌর্যশক্তি খুবই কম। তাদের মতো মানুষই ফরেক্স এ আগে লসের দিকে ধাবিত হচ্ছে। তাই, আপনি ততদিনই ডেমো করেন যতদিন আপনার মনে হবে ফরেক্স সম্পর্কে আপনার আরো জানার বাকি আছে কিংবা আপনি এখনো ব্যসিক টা আয়েত্যে আনতে পারেন নাই।