আমি মনে করি কেন্ডেল স্টিক ব্যবহার করে একজন ট্রেডার যদি ফরেক্স ট্রেড করে তাহলে তার জন্য ফরেক্স ট্রেড করা খুব সহজ হবে। কারন আমি অনেক কিছুই ফরেক্স ট্রেড করতে চেস্ট করেছি কিন্তু কেন্ডেল স্টিকের মত ভাল কোন কিছুতেই লাগেনি।
Printable View
আমি মনে করি কেন্ডেল স্টিক ব্যবহার করে একজন ট্রেডার যদি ফরেক্স ট্রেড করে তাহলে তার জন্য ফরেক্স ট্রেড করা খুব সহজ হবে। কারন আমি অনেক কিছুই ফরেক্স ট্রেড করতে চেস্ট করেছি কিন্তু কেন্ডেল স্টিকের মত ভাল কোন কিছুতেই লাগেনি।
ক্যান্ডেস্টীক প্যাটার্ণ ফরেক্স মার্কেট এ খুবই সহায়ক । বাট শুধুমাত্র ক্যান্ডেস্টীক প্যাটার্ণ এর উপর নির্ভর করে ট্রেড করাটা চরম বোকামি । আমি মনে করে এর সাথে সাথে আরও অন্যান এনালাইসস ও কাজে লাগাতে হবে। আসলে ক্যান্ডেলীস্টিক প্যাটার্ণ ব্যবহার করারও বিশেষ কিছু নিয়ম বা শর্ত রয়েছে ।
এটা আপনি কিছুটা ঠিকই বলেছেন।তবে তারপরও ক্যান্ডেলস্টিক প্যাটার্নে সব ব্রোকারেই প্রাইসের ঁ্যালু দেখবেন একই রয়েছে।আবার আপনি যে সমস্যার কথা বলছেন সেটা বড় সমসমস্যা না। কেননা ভালো ট্রেডাররা শুধু h4 বা আরও ছোট ক্যান্ডেল দেখে ট্রেড কররেননা।বরং তারা ডেইলি বা সপ্তাহিক বা মাসিক ক্যান্ডেল বুঝে এন্প্রি নিয়ে থাকে।
হা আপনি যদি কেন্ডেল স্টিক পেটার্ন দেখে ভাল অবিজ্ঞতা অর্জন করতে পারেন তবে আমি মনে করি এটা করাই অনেক ভাল হবে বলে আসা করি। আর যদি আপনি এর ছেয়ে অন্য কোন ভাল কিছু পান তবে সেটাই করা অনেক ভাল আর এর জন্য আপনাকে ফরেক্স মার্কেটে সময় দিতে হবে।
প্যাটার্ন দেখে ট্রেড করা খুবই ভাল। যারা প্রাইস অ্যাকশন এর উপর ট্রেড করেন তারা এখানে খুব সফলতার সাথেই ট্রেড করে থাকেন। এটা জানতে ও শিখতে আমাদেরকে খুব সময় নিয়ে অভিজ্ঞতা অর্জন করতে হয়। এজন্য কঠোর পরিশ্রম করে প্রাকটিশ চালিয়ে যেতে হয়।
ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স থেকে তাকা আয় করতে হলে ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে ফরেক্স থেকে টাকা আয় করতে হয় । তাই ফরেক্সে ট্রেড করা খুব জরুরি , ফরেক্স মার্কেরটে ট্রেড করার জন্য মার্কেট আগে ভাল করে দেখে বুঝে তারপর ট্রেড করতে হয় । ফরেক্সে ভাল ক্যান্ডেল পেট্রান দেখে বোঝা যায় মার্কেট এতক্ষন কি অবস্থাই ছিল । এতে দেখার মাধ্যমে ফরেক্সে ভাল ট্রেড করা যায় আর ফরেক্স থেকে ভাল তাকা আয় করা যায় ।
ক্যান্ডেল দেখেই ট্রেড করতে হবে এছাড়া কোন উপায় নাই । কারন মারকেটের মুভমেন্ট বুঝতে হলে ক্যান্ডেলের সাহায্য অবশ্যি নিতে হবে তাই ক্যান্ডেল দেখে সাথে আরো এনালাইসেসগুলি করে তার পরে ট্রেড ওপেন করতে হবে ।
ফরেক্স মার্কেটে আমরা যে টেকনিক্যাল এনালাইসিস করে থাকি তা করা হয় ক্যান্ডেল স্টিক চার্ট ব্যাবহার করে করা হয়ে থাকে,ফরেক্স মার্কেটে আমরা যদি দেখি যে নিউজ নাই তাহলে আমরা এই পেট্রান্ট দেখে ট্রেডিং করতে পারি যার কারনে আমরা ভাল প্রফিট করতে পারি ফরেক্স থেকে প্রফিটের জন্য আমরা এনালাইসিস করে থাকি।
সব চেয়ে বহুল ব্যবহৃত সিস্টেম হল ক্যান্ডেলিস্টিক প্যটার্ন। বিশ্বের হাজার হাজার ট্রেডার এই প্যটার্ন দেখে ট্রেড করে থাকেন তাই অনেক সময় রেজাল্ট আসতে সময় লাগে। কেননা যখন অনেক বেশি ট্রেডার যে কোন এক দিকে ঝুকে তখন মার্কেট ম্যনিপুলেট হওয়ার সম্ভাবনা থাকে।
আমার মনে হয় শুধু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে ট্রেড করা আসলেই ঠিক না কারন আপনি দেখা গেল ১ ঘন্টা বা ৪ ঘন্টা যাবত বেড়ে উঠা ক্যান্ডেল স্টিক দেখে ট্রেড করলেন আসলে ঐ মোতাবেক মার্কেট মুভমেন্ট আবারও যে একই দিকে যেয়ে আপনার ট্রেডে আপনাকে প্রফিট করতে সহায়তা করবে এমনটি ভাবার কিন্তু কোন কারন নেই। আপনাকে ক্যান্ডেল স্টিকের বিগত দিন গুলোর ডাটা নিয়ে তার পর তা অ্যানালাইসিস করে ফরেক্স ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করতে হবে।