ফরেক্স ব্যবসা করার উপযুক্ত সময় হল রাতে । রাত যখন ১১ টা বাজে তারপর দেখতে হয় মার্কেট কোনদিকে সারাদিন মুভমেন্ট করেছে । সে দিকে খেয়াল করে আমরা যদি ট্রেড করি তাহলেই আমরা সফলকাম হতে পারবেন ।
Printable View
ফরেক্স ব্যবসা করার উপযুক্ত সময় হল রাতে । রাত যখন ১১ টা বাজে তারপর দেখতে হয় মার্কেট কোনদিকে সারাদিন মুভমেন্ট করেছে । সে দিকে খেয়াল করে আমরা যদি ট্রেড করি তাহলেই আমরা সফলকাম হতে পারবেন ।
ফরেক্স মার্কেটে ট্রেড করে ভাল প্রফিট লাভের বিশেষ কোন সময় কারর পক্ষেই নিদিষ্ট করে বলা সম্ভাব না কারন মার্কেট ট্রেন্ড কারন মনের উপর নির্ভর করে হয় না এটি অর্থনৈত্তিক অবস্থার পরিবর্তনের ফলেই পরিবর্তিত হয়ে থাকে।আমি মনে করি ভাল প্রফিটের জন্য ফরেক্সে সেই সময়গুলোই ট্রেড করার জন্য উপযুক্ত যখন মার্কেট মুভমেন্ট অনেক বেশি উঠা নামা করবে।
ফরেক্স ট্রেডিং যে কোন সময় করা যায় সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা করা যায় তবে আপনি যে কারেন্সি নিয়ে কাজ করছেন তা কখন বেশি আপডাউন করে তা অপনাকে লক্ষ রাখতে হবে ঠিক সেই সময় আপনাকে ট্রেডিং করতে হব। আমার হিসাবে মার্কেট দুপর ২ টা থেকে রাত ২ টা পর্যন্ত বেশি অপডাউন করো এই সময় উইরোপ দেশের ব্যানিজ্য বেশি সচল থাকে।
ফরেক্স মার্কেট এ সপ্তাহের শনিবার ও রবিবার ছাড়া বাকি ৫ দিনগুলোর মধ্যে যেকোনো দিন যেকোনো সময় ট্রেড করা যায়। তবে সপ্তাহের মাঝামাঝি সময় ট্রেড করা ভালো। কারণ এই সময় মার্কেটে ওভার লেপ বেশি থাকে। তাই লাভ করার সম্ভাবনাও বেশি থাকে।
ফরেক্স মার্কেট সাপ্তাহে পাচঁ দিন খোলা থাকে আপনি যে কোন সময়ে ট্রেড করতে পারেন। তবে আপনাকে বের করতে হবে কোন সময়ে মার্কেট বেশি ভোলাটিলিটি বেশি থাকে সে সময়ে আপনাকে ট্রেড করতে হবে। আমার জানা মতে ইউরোপ আমেরিকা স্টক মার্কেট যখন চালু হয় তখন মার্কেট বেশি মুভ করে।
আমার মতে ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল করে ট্রেড করতে চান তাহলে আপনি রাতের বেলায় ট্রেড করতে পারলে অনেক ভাল হবে বলে আমি মনে করি। কারন এই সদ্ধা থেকে রাতের দশটা পর্যন্ত আপনি যদি ভাল করে ট্রেড করতে পারেন তবে আপনি ভালই ইনকাম করতে পারবেন।
সন্ধ্যা ৬ থেকে রাত ১০ টা পর্যন্ত সময়ে সব মার্কেটেই ভালো মুভমেন্ট হয় । তাই এই সময়টা ট্রেড করার উপযুক্ত সময়। তবে কিছু কিছু দেশের ট্রেড দুপুরেও ভাল মুভ করে। যারা জব করে তারা সন্ধ্যার সময়টাই তাদের জন্য উপযুক্ত সময়।তবে অন্য সময় ফ্রি থাকলে আপনি সেই সময়টাই কাজ এ লাগান।
দিন রাত ২৪ ঘণ্টাই ফরেক্স মার্কেট এ ট্রেড করা যায়, তবে রাত দিন ২৪ ঘন্টা বসে ত্থাকার চেয়ে একটা নির্দিষ্ট সময়ে করা ভালো।। বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে ৮ টা পর্যন্ত অস্ট্রেলিয়ান সেশন। দুপুর ১ টা থেকে ৪টা ইউরো জিবিপি, আর সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা নিউ ইর্যক সেশন্* ।। এই সময় গুলাতে মূলত কারেন্সী পেয়ার ভালো উঠানামা করে।।
আমি একজন নতুন ও বিগিনার লেবেলের ট্রেডার হিসেবে যেটা বুঝি সেটা হল ফরেক্স যেহেতু সপ্তাহে পাঁচদিন করে খোলা থাকে সেহেতু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে চব্বিশ ঘন্টার এই মার্কেটগুলোতে সেশন যা আছে সেখানে কিছু সুবিধা নিয়ে নিতে হবে । গুরুত্বপুর্ণ নিউজ পাবলিশ হওয়ার সময়টাও ট্রেডিং এর গুরত্বপুর্ণ একটা সময় ।
ফরেক্স ট্রেডিংয়ের উপযুক্ত সময় হল বাংলাদেশের সময় জাপানের মার্কেট খুব ভালো নড়ে। দুপুর ১-৪ পর্যন্ত ইউরো,জিপিবি মার্কেট খুব নড়ে। সন্ধা ৬ থেকে রাত ১০ টা পযন্ত সব মাকেট ই ভালো করে নড়াচড়া করে। অএব আমার মতে সন্ধা ৬ থেকে রাত ১০ পর্যন্ত এই সময় ট্রেড করলেই সবচেয়ে ভাল সময়।