-
আমরা প্রতিটি ট্রেড করি কারন ভাল মুনফা অর্জনের লক্ষ্যে। আর আমি মনে করি প্রতিটি ট্রেড না করাই ভাল কারন প্রতিটি ট্রেডই চিন্তা ভাবনা করে তারপর ট্রেড করতে হয়। আর তাই চিন্তা ভাবনার জন্য কিছু সময়ের দরকার হয় এবং বিভিন্ন ট্রেড নিয়ে বেশি বেশি এনালাইসিস করা দরকার।
-
ভালভাবে জীবন পরিচালনা করার জন্য অনেক অর্থের প্রোয়জন আছে।এজন্যআমরা প্রতিদিন ট্রেড করি। আমরা ট্রেড করব ইনভেষ্ট অনুযায়ি। আমার মতে প্রতিদিন ট্রেড করা উচিত নয়
-
মইনুদ্দিন আহ্মেদ
ফরেক্স ত তেরেদ করার ই জায়গা তেরেদ না করলে লাভ করব কি ভাবে, তবে কথা হচ্ছে তেরেদ কতখন করব, প্রতিদিন নাকি সাপ্তাহিক না কি মাসিক। এটা অনেক তা নির্ভর করে আপনি কতটা অভিগ। কারন তেরেদ করতে কিন্তু অনেক কিছু জানতে হয় যার অন্নতম হল এনালাইসিস। এক্তা তেরেদ ওপেন করার আগেয় কিছু এনালাইসিস এর দরকার হয় তা ছাড়া মনেমেনেজমেন্ত অ জানতে হয়। তবে যারা নতুন সুরু করেন তারা প্রতিদিন এ তেরেদ করেন কারন তাদের তেরেদ খোলা আর বন্ধ করার সময় থাকে ৩ / ৪ ঘনটা। তবে পরবরতিতে তারা অভিজ্ঞ হয়ে উঠলে প্রতিদিন না করে হয়ত সাপ্তাহিক করবেন। কারন প্রতিদিন তেরেদ করলে লস করার প্রবনতা থাকে।
-
ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার রয়েছেন যারা প্রতিদিন ট্রেড করে থাকেন। কিন্তু আমি মনে করি প্রতিদিন ট্রেড না করে মার্কেট এনালাইসিস করে অল্প ট্রেড করে আরও বেশি লাভ করা যায় যদি আপনি দক্ষ ট্রেডার হযে থাকেন।
-
একজন ব্যবসায়ী যে রকম প্রতিদিন তার ব্যবসা প্রতিষ্ঠান খোলে, একজন চাকুরীজিবী যেমন প্রতিদিন অফিসে যায়, ঠিক তেমনি আমরা যারা ফরেক্স করি তারাও প্রতিদিন ট্রেড করি। ব্যবসায়ী যেমন তার ব্যবসা প্রতিষ্ঠান চালু না রাখলে ব্যবসা করতে পারবে না, চাকুরীজিবী যেমন প্রতিদিন তার কর্মস্থালে যায়, তা না হলে সে বেতন পাবে না, ঠিক তেমনি আমরাও প্রতিদিন ট্রেড না করলে আমাদের মুনাফা হবে না। তাই আমরা প্রতিদিনই ট্রেড করি।
-
ফরেক্সকরতে হলে আপনাকে অবশ্যই মার্কেট আনালাইসিস করে ট্রেড করতে হবে। একটি ভুল ট্রেড এর কারনে আপানার অনেক বর লস হতে পারে। তাই ট্রেড করার সময় আপনাকে মার্কেট দেখে ঠিক করে নিতে হবে। আপনি যদি সঠিক ট্রেড নিতে পারেন তাহলে অনেক মুনাফা অর্জন করা সম্ভব হবে। তাই প্রতিদিন ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই মার্কেট আনালাইসিস করতে হব
-
আসলে প্রতিদিন ট্রেড করাটা যার যার ব্যক্তিগত ব্যাপার । কেউ যদি প্রতিদিন ট্রেড করে স্বাচ্চন্দবোধ করে তবে সে অবশ্যই করবে এবং তার ট্রেডের ফল সে নিজেই ভোগ করবে । একেক ট্রেডারের একেক ধরনের স্ট্রাটেজি থাকে যার মাধ্যমে সবাই নিজের ট্রেড পরিচালনা করে । ফরেক্স মার্কেটে প্রতিদিন ট্রেড করাটা কোন ব্যাপর নয় কারণ আপনি যদি আপনার কাজকে উপভোগ করেন তবে সে কাজটা আপনার প্রতিদিন নয় প্রতিমূহুর্তেই ভালো লাগবে ।
-
প্রতিদিন ফরেক্সে ট্রেড করি অবশ্যই প্রফিটের আশায় আর সেই আশা বাস্তবায়ন হলে আমরা সবাই আরো বেশি ট্রেডিংযের দিকে আকৃষ্ট হই আর এটিই স্বাভাবিক।তবে ফরেক্স মার্কেটের মুভমেন্ট সব সময় যে একই ভাবে হতে থাকবে তা কিন্তু নয় কারেন্সির ডিমান্ড বা চাহিদার প্রভাবেই এটি প্রভাবিত হয়ে পরিবর্তিত হতে থাকে।
-
প্রতিদিন ফরেক্সে ট্রেড করি অবশ্যই প্রফিটের আশায় আর সেই আশা বাস্তবায়ন হলে আমরা সবাই আরো বেশি ট্রেডিংযের দিকে আকৃষ্ট হই আর এটিই স্বাভাবিক।তবে ফরেক্স মার্কেটের মুভমেন্ট সব সময় যে একই ভাবে হতে থাকবে তা কিন্তু নয় কারেন্সির ডিমান্ড বা চাহিদার প্রভাবেই এটি প্রভাবিত হয়ে পরিবর্তিত হতে থাকে।
-
প্রতিদিন ফরেক্সে ট্রেড করি অবশ্যই প্রফিটের আশায় আর সেই আশা বাস্তবায়ন হলে আমরা সবাই আরো বেশি ট্রেডিংযের দিকে আকৃষ্ট হই আর এটিই স্বাভাবিক।তবে ফরেক্স মার্কেটের মুভমেন্ট সব সময় যে একই ভাবে হতে থাকবে তা কিন্তু নয় কারেন্সির ডিমান্ড বা চাহিদার প্রভাবেই এটি প্রভাবিত হয়ে পরিবর্তিত হতে থাকে।