-
মার্কেট বোঝার সবচেয়ে মোক্ষম অস্র হলো এনালাইসিস.ফান্ডামেন্টাল এনালাইসিস হলো এই দুইটি এনালাইসিস এর মধ্যে একটি.কারেন্সী দেশের মধ্যকার রাজনৈতিক,অর্থনৈতিক,সামাজিক নিউস এর উপর ভিত্তি করে এই এনালাইসিস তৈরী করা হয়.যার মাধ্যমে ভবিশ্সত ট্রেড অ্যাকশন অনুমান করা যায়.এবং ফরেক্স এ মার্কেট বোঝাটাই হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ যা ফান্ডামেন্টাল এনালাইসিস অনেকটা সহজ করে দেয়.
-
হ্যা, ভাই আপনি ঠিকই বলেছেন।কোনো দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পরিস্থিতির বিবেচনায় যে অ্যানালাইসিস করা হয় তাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে। কোনো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নিউজ বা রিপোর্ট অধিকাংশ সময়ই মার্কেটে ভালো ইফেক্ট তৈরী করেরে। তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে সবকিছু ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস লন্ডন সেশনে খুব ভাল কাজ করে।আমরা সাধারন এনালাইসিসের পাশাপাশি ফান্ডামেন্টাল এনালাইসিস করে মার্কেট ফিল্টার করতে পারি।এছাড়া টেকনিকেল স্ট্রাটেজিও ব্যবহার করতে পারি।আর ফান্ডামেন্টাল এনালাইসিসের মাধ্যমে আমরা অর্থনৈতিক দিকগুলো বিবেচনা করতে পারি।আর কোন দেশের অর্থনৈতিক অবস্থা আমরা এ পদ্ধতিতে জানতে পারি।
-
এনালাইসিস এর মধ্যে ফান্ডামেন্টাল এনালাইসসি খুবই গুরুত্বপূর্ণ।। কারন কোন কারেন্সী কখন ঊঠানামা করে তা মূলত নির্ভর করে অই দেশের চলমান পরিস্থিতির উপর। যদি দেশের চলমান পরিস্থিতি ভালো হয় এবং সামগ্রিক দিক যদি ভালো হয় তাহলে অই দেশের কারেন্সী ভালো অবস্থান এ থাকবে, আর এই গুলাকে ফান্ডামেন্টাল এনালাইসিস এর মূল বলা হয়।।
-
ফরেক্স মার্কেটে যে তিন ধরনের এনালাইসিস আছে তার মধ্য অন্যতম হল টেকনিকেল এনালাইসিস । আর টেকনিকেল এনালাইসিস এর পরেই গুরত্বপুর্ণ এনালাইসিস হল ফান্ডামেন্টাল এনালাইসিস । আর এতে শুধুমাত্র কোন দেশের রাজনৈতিক , অর্থনৈতিক অবস্থার বিবেচনা করা এবং এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে এবং তা কতদুর মার্কেটে প্রভাব ফেলতে পারে এ জাতীয় বিষয় নিয়ে বিশ্লেষন করা হয় ।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস হল অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক অবস্থা বিশ্লেষণে ভবিষ্যৎ কারেন্সি প্রাইস ভেলু নির্ধারণ বা অনুধাবন করার একটি পক্রিয়া।ফান্ডামেন্টাল এনালাইসিস ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফান্ডামেন্টাল এনালাইসিস ফরেক্স ট্রেডিংয়ে সফলতা দিতে পারে।
-
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিস অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয় । সাধারনত মার্কেটে তিন ধরনের এ্যনালাইসিস রয়েছে যথা ১। ফান্ডামেন্টাল এ্যনালাইসিস ২। টেকনিক্যাল এ্যনালাইসিস ও ৩। সেন্টিমেন্টাল এ্যনালাইসিস । এদের একটিকে বাদ দিলে আপনার মার্কেটে লস করার সম্ভাবনা থেকে যায় । ফান্ডামেন্টাল এ্যনালাইসিস হচ্ছে একটি দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি অবস্থার উপর ভিত্তি করে এনালাইসিস করা।
-
ফরেক্স মার্কেট এ আপনি ট্রেড করতে গেলে আপনার ফান্ডামেন্টাল এনালাইসিস করা খুবই জরুরি। একটি দেশের অর্থনৈতিক অবস্থা যত ভালো থাকবে আপনার তত ফরেক্স মার্কেট এ লাভ করবেন। আর অর্থনৈতিক অবস্থা খারাপ থাকলে আপনার লস এর সম্ভাবনা কম থাকে। তাই ট্রেড করার পূরবে ফান্ডামেন্টাল এনালাইসিস করা দরকার।
-
ফান্ডামেন্টাল এনালাইসিস হলো ট্রেডিং এর সাথে সম্পরকিত সব ধরনের ঘটনাবলী , যেমন আমরা সাধারনত যে সব দেশের কারেন্সি দিয়ে ট্রেড করি সেসব দেশের রাজনৈতিক , অর্থনৈতিক ঘটনাবলী ছাড়াও আলোচিত ঘটনাবলী যা কিছু ঐ দেশের অর্থনীতির উপ র প্রভাব ফেলে সেসব বিষয় নিয়ে স্টাডি করে ট্রেড করা উচিত। এতে ট্রেডিং এ লসের সম্ভাবনা অনেক কমে যায়।
এছাড়াও নিয়মিত নিওজ এনালাইসিস করাও এর অন্তরভুক্ত।
-
প্রতি মাসেই নিয়মিত কিছু নিউজ রিলিজ হয়। আমরা যেসব কারেন্সি দিয়ে ট্রেড করি সেসব দেশের সাথে সম্পর্কিত নিউজ গুলি লক্ষ রেখে আমাদের ট্রেড করা উচিত। সাধারনত নিউজ রিলিজ হওয়ার সময় ট্রেড না করাই ভাল । নিউজ রিলিজ হওয়ার পর এর প্রতিক্রিয়া বুঝে ট্রেড করা উচিত।