-
ফরেক্স মার্কেট এর সুবিধার কারনে এই বিজনেসে অনেকেই আগ্রহী হন। কিন্তু সব ট্রেডার এই বিজনেসে সফল হতে পারে না। ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হতে হলে একজন নতুন ট্রেদার কে অনেক পরিশ্রম করতে হবে। নিজেকে ট্রেডিং এ দক্ষ করে তুলতে হবে। মার্কেটে নিয়ে অভিজ্ঞতা বাড়াতে হবে।
-
আপনি যখন সেল দেন তখন ইউরো সেল দেন । আপনি যেসব পেয়ার এ ট্রেড করবেন সেসব পেয়ার এ আপনার ব্যালেন্স থাকা লাগবে না । আপনার ব্রোকার আপনার ব্যালেন্স কে বিভিন্ন কারেন্সিতে কনভার্ট করে নিবে । এজন্যই আপনি বিভিন্ন পেয়ার এ কমন একটি প্রাইস দেখেন । তাই সব পেয়ার এ ট্রেড করতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে আমরা ডলার দিয়ে ট্রেড করে থাকি কারন ডলার হল আন্তর্জাতিক মুদ্রা যা দিয়ে সারা বিশ্বে দেনা পাওনা মিটানো হয়। আপনি একটি কারেন্সিতে ট্রেড দিলে একটার বিপরীতে আরেকটা বাই বা সেল করলেন।প্রথম টাকে বলা হয় বেস কারেন্সি ২য় টিকে বলা হয় কাউন্টার কারেন্সি। আমরা eur/usd বাই করা মানে ডলারের বিপরীতে ইউরো বাই করা আর সেল করা মানে ডলার বাই করা।
-
ফরেক্সে লাভলসের হিসাবটা নতুন অবস্থায় ভাববেন না। কারন নতুন অবস্থায় এসব বোঝা কঠিন হবে। তবে বুঝতে পারলে সমস্যা নাই।সাধারনত আপনি যখন Eurousd পেয়ারে বাই অর্ডার করলেনন তখন আপনি euro দিয়ে usd কিনলেন।আর যখন আপনি Eurousd সেল করলেন তখনusd দিয়ে ইউরো কিনলেন। আপনি ভাবতে পারেন আমিতো usd ডিপোজিট করেছি euro কোথায় পাব? আসলে এসব ট্রান্সফারের মাধ্যমে ব্রোকারের কায়দায় হয়ে থাকে।
-
ডেমো অ্যাকাউন্ট এ ভাল ভাবে ট্রেড করেন তাহলে আপনি সব বুঝতে পারবেন । ডেমো অ্যাকাউন্ট ছাড়া আপনি এটি ভাল ভাবে বুঝতে পারবেন না । এ ছাড়া আপনি যে কাজটি করতে পারেন তা হল আপনি এক জন ভাল ট্রেড আর সাথে আলচনা করতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে নতুনদের জন্য যে দুইটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে তা হচ্ছে লোভকে সামলে রাখতে হবে এবং অধ্যবসায় বা ধৈর্য রাখতে হবে । না হলে এই মার্কেটে টিকে থাকা সম্ভবপর হবে না । আর এই ফরেক্স শেখার সবচেয়ে বড় উপায় হচ্ছে একটা ডেমো এ্যাকাউন্ট খুলে সেখানে ট্রেড করে ট্রেড শেখা এবং বিভিন্ন টিউটোরিয়াল দেখা । এভাবে কিছুদিন শিখে রিয়াল ফরেক্স এ ট্রেড করা যাবে ।
-
আপনি নতুন ট্রেডার আপনাকে।বলি আপনি প্রথমে বাই করতে ব্যাবহার করেছেন উএসডি কিন্তু আপনি কিভাবে সেল করলেন আমি বলি আপনার উএসডি সেল করলেন ইউরোর এগেইনেস্টে,তাই আমি বুঝে থাকি,আমাদের এত বেশি বুঝার দরকার নেই কিভাভে প্রফিট করা যায় তা জানতে পারলে ভাল হয়।
-
আমি মনে করি আপনি যদি নতুন হন আর আপনি যদি ভাল ট্রেডার হতে চান। তা হলে আমার মতে আপনি প্রথমে ইন্টারনেট থেকে ফরেক্স সম্পর্কে অনেক ভাবে তথ্য দেওয়া আছে সেখান থেকে আপনি যে ভাবে ইচ্ছা আপনি শিখতে পারবেন।আর আপনাকে ভাল করে ট্রেড সম্পর্কে গ্ঞ্যান অর্জন করতে হবে। তা হলে আপনি ফরেক্স বিষয়ে কাজ করতে পারবেন।
-
আপনি যখন EURUSD তে BUY করলেন তখন আপনার একাউন্ট Balance থেকে EUR sell করে USD Buy করলেন আবার SELL Order করলে USD sell করে EUR Buy করলেন । আরও বিস্তারিত জানতে অনলাইনে বিভিন্ন ধরনের বই পাবেন । পড়ে দেখেন ।
-
ভাই আপনি যেহেতু নতুন তাই হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। eur/usd সেল বা বাই আসলে নতুন দের জন্য গানিতিক ব্যপার টা বুজতে বড়ই কঠিন। আমার মতে আপনি এটা এখনেই বুঝার দরকার নেই। আপনি শুধু ঠিক করবেন বাজার বাড়বে নাকি কমবে। যদি বাড়ে তাহলে বাই দিবেন আর যদি কমে তাহোল সেল দিবেন। কি দিয়ে কি কিনলাম বা বেচলাম এটা ভাবার দরকার নেই। শুধু ভাল মানের পেয়ার এ ব্যাবসা করুন।