-
ফরেক্সে অনেক অনেক প্রকার এনালাইসিস করে থাকে যে যেটাটে এনালাইসিস করে ট্রেড করে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হয়া যায় তারা সেটাই ফ্লো করে থাকে। আমি মনে করি আমার কাছে সব চাইতে টেক্নিকেল এনালাইসিস সব ছেয়ে ভাল কারন এটা থেকে আমার খুব লাভ হয়ে থাকে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে আগে আপনাকে অনেক জ্ঞান লাভ করতে হবে বলে আমি মনে করি। তাই এনালাইসিস এর কোন বিকল্প নেই।
-
টেকনিক্যাল এ্যানালাইসিস হলো ফরেক্স শিখার একটি অংশ। অথাৎ এটিকে বাদ দিয়ে আপনার ফরেক্স শিখা সম্পূর্ণ হবে না। টেকনিক্যাল এ্যানালাইসিস এর বেসিক আপনাকে জানতেই হবে। টেকনিক্যাল এ্যানালাইসিস শিখার জন্য রয়েছে অনকে রকম হাতিয়ার এর যে কোন একটি বা দুটির সাহায্য নিয়ে আপনি শুরু করে দিতে পারেন আপনার নিজস্ব এ্যানালাইসিস।
-
টেকনিকাল এন্সলাইসিস হল আগের ঘটে যাওয়া প্রাইস মুভমেন্ট বর্ত্তমান এ আবার ঘতে পারে।টেকনিকাল এনালাইসিস ভালভাবে শিখতে হলে রেজিস্টান্ট, সাপোর্ট, পিভেট পয়েন্ট, মুভিং এভারেজ বের করা খুব ভাল করে শিখতে হবে।
-
ফরেক্স এ টেকনিক্যাল অ্যানালাইসিস আসলেই অনেক গরুত্তপুরন ফরেক্স মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া বেশি দিন টেকা সম্ভব না আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস ভাল ভাবে করতে পারেন তাহলে সাফল্যা আপনার কাছে ধরা দিবেই আজকে ফরেক্স মার্কেটে যারা যারা সফল হছে তা একাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস করেই
-
ম্ফরেক্স মার্কেট থেকে আয় করতে গেলে আপনার মার্কেট এনালাইসিস করা জানতে হবে।এনালাসিস ৩ প্রকার।যথা-
১।টেকনকাল এনালাইসিস
২।ফান্ডামেন্টাল এনালাইসিস
৩।সেন্টিমেন্টাল এনলাইসিস।
টেকনিকাল এনালাইসিস শিখতে গেলে আপনাকে প্যাটার্ন চার্ট,রেজিস্ট্যান্স, সাপোর্ট,পিভেট পয়েন্ট, মুভিং এভারেজ ইত্যাদি এই সব বিষয়ে ভাল জ্ঞান থাকা লাগবে।
-
আমরা ফরেক্স মার্কেট টেকনিক্যাল এ্যানালাইসিস বেশী বেশী করে করব । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অামরা বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । যে যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী লাভবান হতে পারবে ।
-
আমরা জানি টেকনিক্যাল আ্যানালাইসিস হল মার্কেটের গানিতিক চার্ট মূলক এনালাইসিস। এর মাধ্যমে কোন একটি মার্কেটের পূর্বে অবস্থা কেমন ছিল, বর্তমান অবস্থা কেমন আছে, আর ভবিষ্যতে কেমন হবে সে সম্পর্কে ধারনা পাওয়া যায়। একজন ট্রেডার একটি চার্টের মাধ্যেমে মার্কেটে মূদ্রার অবস্থান মূল্য সম্পর্কে সম্পূর্ণ ধারনা নিতে পারে। আর এখান থেকে ধারণা নিয়ে সে একজন সফল ট্রেডার হতে পারে।
-
অভিজ্ঞদের মতে ফরেক্স এ যে কয় রকম এ্যানালাইসিস আছে তার মধ্যে ট্যেকনিক্যাল এ্যানালাইসিস উল্লেখযোগ্য। মার্কেটের মুভমেন্ট এর উপর নির্ভর করেই ট্যেকনিক্যাল এ্যানালাইসিস করা হয়। আপনি যদি সঠিক ভাবে ট্যেকনিক্যাল এ্যানালাইসিস করতে পারেন তাহলে ফরেক্স ট্রেড আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। তাই ট্যেকনিক্যাল এ্যানালাইসিসের উপর গুরুত্ব বেশি দেয়া উচিৎ।
-
ফরেক্স মার্কেটের সফল ট্রেডার হতে হলে অবশ্যই টেকনিক্যাল এ্যানালাইসিস করতে হবে । ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এ্যানালাইসিস খুব ভালো কাজ করে । অতীত ও বর্তমান মার্কেটের মুভমেন্ট দেখে ধারনা করতে পারেন ভবিষ্যতেও মার্কেট কিভাবে মুভ করবে সেটা বুঝতে পারব ।
-
আপনি আমি ফরেক্স ব্যবসায়ে খুব দ্রুত সফল হতে চাইলে অবশ্যই ভাল করে টেকনিকাল বিষয়সমুহ বুঝতে হবে এবং সমস্যার দ্রুত সমাধান করতে হবে । চার্ট দেখে বোঝা যায় মার্কেটের পূর্বের অবস্থান, বর্তমান অবস্থান এবং সেই থেকে ধারনা করা যায় মার্কেট ভবিষ্যতে কোন অবস্থানে যেতে পারে । তার পরেও আপনাকে ভাল করে বুঝতে হবে এটা সঠিক নাও হতে পারে । তাই বেশি এনালাইসেস করতে হবে ।