-
আমি যখন ফরেক্স শুরু করি প্রথমেই আমি রিয়েল ট্রেড শুরু করি। কিন্তুু আমি লস করি। এভাবে আমি অনেক লস করেছি। পরে আমি ডেমো ট্রেড শুরু করি। অনেকদিন ডেমো ট্রেড করার পর আমি ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আমি ৮ মাস ডেমো ট্রেড করার পর আবার রিয়েল ট্রেড শুরু করি। তবে আমি এখন ফরেক্স থেকে লাভ করতে পারি। তবে আশা করি ভবিষ্যতে আমি অনেক বেশি লাভ করতে পারবো।
-
ফরেক্সে যারা লাইভ ট্রেড করে
তাদের পুর্বে ডেমো করতে হয়। কারন
ডেমো করলে ফরেক্স মার্কেট
সম্পর্কে এবং ট্রেড সম্পর্কে ধারনা
পাওয়া যায়। যার ফলে লাইভ একাউন্ট
খুব লস হই না। আমি প্রায় ৩ মাস ডেমো
ট্রেড করেছিলাম.এখন আমি একজন
ভালো ট্রেডার
-
কাউকে যদি ভাল ট্রেডার হতে হয় তা হলে তাকে প্রথমে ফরেক্স শিখতে হবে এই ব্যবসা এমন একটি ব্যবাস যেখানে আপনাকে আপনার অর্থ ইন্ভেস্ট করে এই ব্যবাসা পরিচালনা করতে হবে । কিন্তু নতুন রা এই ব্যবসাতে এসে তাদের অর্থ লস করতে পারে তাই একমা্ত্র এই ফরেক্স ব্যবসাতেই আপনি একটি ডেমো একাউন্টে প্রাক্টিস শেরে নিতে পারেন আপানর রিয়ের অর্থ ইন্ভেস্ট করার পূর্বে ।আমি গত এক বছর যাবৎ এই ব্যবসা করছি এবং আমি এখনও ডেমো একাউন্টএ প্রাক্টিস করি।
-
ফরেক্স খুব সহজ একটা বিজনেস জারা ফরেক্স মার্কেটে একবারে নতুন তারা ফরেক্স এর ডেমো অ্যাকাউন্ট এ কাজ করতে হবে মিনিমাম ৫-৬ মাস । ডেমো অ্যাকাউন্ট এ ট্রেডিং সফল ট্রেড আর দের জন্য খুব গুরুত্বপূর্ণ ডেমো অ্যাকাউন্ট এ ৮ মাস কাজ করার পর রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করা উচিৎ। ডেমো অ্যাকাউন্ট এ যত দিন কাজ করা যাবে তত ফরেক্স মার্কেট এক্সপার্ট হওয়া যাবে।
-
আমি ডেমো ট্রেড করি নাই। আমি প্রথমে ফরেক্স শুরু করি রিয়েল দিয়ে। তবে রিয়েল শুরু করার পর বিভিন্ন স্ট্রাটেজি আমি ডেমোতে মাঝে মাঝে টেস্ট করেছি। মুলত আমি খুব কম দিনে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করে ফেলি। এর প্রতি আমার খুব আগ্রহ ছিল তাই প্রথম ২ মাস আমি প্রচুর পড়াশোনা করেছি ফরেক্স সম্পর্কে। দিনের প্রায় সবসময় তখন আমি এটি নিয়ে পরে থাকতাম।
-
আশলে আমি ফরেক্স এ মাত্র সুরু করেছি তাই খুব বেশি দিন হয়নি আমি ডেমো র সাথে আছি । তবে জেনেছি যে ডেমো ট্রেড করা খুবি উত্তম । আতে আমাদের অনেক উপকার হয় । মার্কেট কে বুঝতে এবং সথিকধার না পেতে । যদি আমন হত যে আমারা ডেমো থেকে লাভ করলে লাভ উহত্তে পারতাম তবে খুব ভাল হত। আমি ডেমো করি এবং মনে করি আমার আর ১ বছর ডেমো প্রাচতিচে করা দরকার ।
-
আমি মনে করি ফরেক্স এ ডেমো অনেক দিন করা উচিত। আমি ডেমো 6 মাসের মত করেছি এবং আমি অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি এই ডেমো একাউন্টটি থেকে। রিয়াল ট্রেডের আগে ডেমো করা অব্যশক ডেমো না করে রিয়াল ট্রেড করা উচিত না।
-
আমি ফরেক্স মার্কেটে আসার পর থেকে ডেমো ট্রেড করছি আর এখন পর্যন্ত ডেমো করছি কারন ডেমো সারা জীবন করা লাগে যদি ফরেক্স ট্রেড ভাল করে করা হয় তাই ডেমো করতে হয় অনেক সময় ভাল স্টাটেজি তৈরি করলে সেটা ডেমতে দেখতে হয়।
-
ডেমু ট্রেডিং করা সকল ট্রেডার এর জন্য একটা অতি গুরুত্বপূর্ণ কাজ কারণ , ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ডেমু আপনাকে যে সাহায্য করবে তা আর কেউ করতে পারবে না ডেমু আপনার জ্ঞান এবং অভিজ্ঞতার স্তর উভয়ই বৃদ্ধি করবে ডেমুর মাধ্যমে আপনি মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ভাল ধারণা অর্জন করতে পারবেন তাই সবার কমপক্ষে ৬ মাস ডেমু করা উচিত তাই ডেমু করে আপনার জ্ঞান অভিজ্ঞতা বৃদ্ধি করুন
-
ফরেক্স মার্কেটে জানার জন্য ডেমো ট্রেড খুব গুরুত্বপুর্ণ । আমি এই মার্কেটে নতুন ট্রেডার । আমি প্রতিদিন ডেমো ট্রেড করি । ধীরে ধীরে দক্ষ্ ডেমো ট্রেড করার চেষ্টা করতেছি । আশা করি ভবিষ্যতে সফল ট্রেডার হব । ৫-৬ মাস ডেমো ট্রেড করা উচিত ।