-
আমি জানতে চাই instaforex broker IB কি।
এতে আমাদের লাভ কি হবে এই IB খুলে।
সুহৃদ ট্রেডার,
ইন্সটাফরেক্স আইবি হল প্রতিনিধি বা অংশীদার। এরা মুলত অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে তার অ্যাফিলিয়েট গ্রাহকেদের প্রতিটি ট্রেডের জন্য উচ্চ হারে অ্যাফিলিয়েট কমিশন গ্রহন করে।
অনুগ্রহ করে ইন্সটাফরেক্স IB বা অংশীদারগণ সম্পর্কে জানতে অংশীদার ওয়েবসাইট এর ঠিকানায় প্রবেশ করে বিস্তারিত দেখুন:সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।
-
ফরেক্স মার্কেট আইবি ব্যবসা হচ্ছে অ্যাফলিয়েট লিংক দিয়ে একাউন্ট করানো। যদি ঐ লিংক দিয়ে একাউন্ট করে তাহলে আইবি হোল্ডার তার থেকে কমিশন পেয়ে থাকে। ফরেক্স অনেক ট্রেডার রযেছেন যারা আইবি ব্যবসা করে থাকেন।
-
ইন্সটাফরেক্স আইবি হলো এই বিভাগের অংশীদারগণ বা প্রতিনিধিদের তৈরি করা নতুন একটি সুযোগ ট্রেডারদের জন্য। প্রতিটি ট্রেডার তাদের তথ্য সমূহ এই বিভাগে প্রদান করলে তারা তাদের প্রতিটি ট্রেডের পর অতিরিক্ত কমিশন আয় বা অতিরিক্ত অর্থ আয় করতে পারবেন।
-
IB এর পূর্ণরুপ হচ্ছে introducing broker। অাপনি যদি কোনো ব্রোকারের IB নেন তাহলে অাপনার IB লিংক ব্যবহার করে কেউ যদি অ্যাকাউন্ট করেন তাহলে অাপনি একটা নিদিষ্ট পরিমাণে বোনাস পাবেন । বিস্তারিত জানতে ইন্টফরেক্স এর ওয়েভসাইট চেক করে দেখতে পারেন ।
-
ইন্সটাফরেক্স আইবি হলো এই বিভাগের অংশীদারগণ বা প্রতিনিধিদের তৈরি করা নতুন একটি সুযোগ ট্রেডারদের জন্য। প্রতিটি ট্রেডার তাদের তথ্য সমূহ এই বিভাগে প্রদান করলে তারা তাদের প্রতিটি ট্রেডের পর অতিরিক্ত কমিশন আয় বা অতিরিক্ত অর্থ আয় করতে পারবেন।
-
আইবি(IB) এর অর্থ হল (Introducing Broker) অর্থাৎ কোন ব্রোকার এর স্থানীয় প্রতিনিধি। সব ব্রোকারের ব্যাপারে আমি জানিনা তবে ইন্সটাফরেক্সের আইবি সম্পর্কে জানি তা আপনাদের সাথে শেয়ার করছি। আমার জানা মতে ইন্সটাফরেক্স দুই ধারনের আইবি অফার করে থাকে। একটি হল আইবি (ইন্ট্রোডিউসিং ব্রোকার) আরেকটি হল সাব আইবি (সাব-ইন্ট্রোডিউসিং ব্রোকার)। আইবি নিতে কোন অফিস থাকা লাগে। তবে সাব (সাব-ইন্ট্রোডিউসিং ব্রোকার) নিতে কোন প্রকাশ অফিস প্রয়োজন হয় না। সাব আইবি অনেকটা রেফারেল এর মত আপনি যত ক্লাইন্টকে রেফার করবেন এবং তারা যদি ডিপোজিট করে ট্রেড করে তাহলে প্রতি ট্রেড থেকে সাব-আইবি কিছু পিপ্স কমিশন পেয়ে থাকে। আর এই পিপ্স এর পরিমাণ ১.৫ থেকে ৫.৩ হয়ে থাকে। আরেকটি বিষয় এই কমিশন কিন্তু দেয় ব্রোকার। এখানে ক্লাইন্টদের কাছ থেকে অতিরিক্ত কোন কিছু কাটা হয় না। ব্রোকার তার নিজের স্প্রেড থেকে এই কমিশন দিয়ে থাকে। আর ইন্সটাফরেক্সে বাংলাদেশে কিছু পার্টনার ম্যানেজার রয়েছে যারা আইবি বা সাব আইবি নিতে চাইলে সহযোগিতা করে থাকে।
-
ট্রেড ই নেন না কেন আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে, আপনার ট্রেড গুলো কিছুটা লস এ ওপেন হয়, এবং এই লস কে সরেদ বলা হয়, যা কিনা ব্রোকার এর লাভ, তবে ব্রোকার তার ত্রেদার কে ট্রেডিং এ উত্সাহিত করার জন্য রেবাতে দিয়ে তাহকে, ইটা আপনি ব্রোকার থেকে পেট পারেন, বা কোনো থার্ড পার্টি থেকেও পেতে পারেন, স্প্রেড এর অংশ.তাই আমি এই ব্রোকারে একাউন্ট খুলেছি। আর একটা বড় সুবিধা হলো হলো ফোরাম পোস্ট করার বোনাস দিয়ে এই ব্রোকারে রিয়েল ট্রেড করা যায়। তাই আমি সবাইকে বলবো এই ব্রোকারে যেন একাউন্ট খুলে।
-
ইন্সটাফরেক্স এআইবি সম্পর্কে আমার তেমন কোন ধারণা নাই আগে জানালে আমার উপকার হইত ধন্যবাদ।
-
ব্রোকার হাউজ তারা সাধারণত আমরা পরিচালিত হয়ে থাকে ব্রোকার হাউজ থেকে প্রতিটা ট্রেডারদের নির্দিষ্ট পরিমান একটি বোনাস দেওয়া হয় এছাড়াও ফরেক্স মার্কেটের এক একটি লিঙ্ক রয়েছে এক একজন ট্রেডার একেক ট্রেডার একেক লিংকে কাজ করে থাকে যেমন ইন্সটাফরেক্স একটি লিংক এই লিঙ্ক এ যারা কাজ করে থাকে তারা ফেব্রুয়ারি সকল ধরনের সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। এছাড়াও আরও অনেক ধরনের সুবিধা রয়েছে