ফরেক্সে লসের কারণ ধৈরয সহকারে না ট্রেড করা। বেসি বেসি ট্রেড করা। কোম সেন্টে ট্রেড না করলে আমাদের অতি অল্প সময়ে বালেন্স শেষ হয়ে যেতে পারে। বোঝে ট্রেড করা। না বুঝে কখনো না ট্রেড করা। আর অল্প অল্প করে ট্রেড করা।
Printable View
ফরেক্সে লসের কারণ ধৈরয সহকারে না ট্রেড করা। বেসি বেসি ট্রেড করা। কোম সেন্টে ট্রেড না করলে আমাদের অতি অল্প সময়ে বালেন্স শেষ হয়ে যেতে পারে। বোঝে ট্রেড করা। না বুঝে কখনো না ট্রেড করা। আর অল্প অল্প করে ট্রেড করা।
ফরেক্স মার্কেটে লসের অনেক গুলো কারণ আছে যেমন ভাল ভাবে না শিখে ফরেক্স ট্রেড করা । আবেগ বশতট্রেড করা । মানি ম্যানেজমেন্ট মেনে না চলা । ধৈর্য হারা হয়ে ট্রেড করা
ফরেক্স এ লস করার কারন হল মানি ম্যানেজমেনট ফলো না করা।
লসের কারনগুলোর মধ্য না বুষে ট্রেড করা অন্যতম।
লোভ করে ট্রেড করা লসের কারণ।
মাকেট না বুঝে ট্রেড করা ।
কম পুজিতে হাই ভলিউম সিলেকট করা।
এনালাইসিস না করে ট্রেড করা ।
আসলে ফরেক্স এ লস হওয়ার হাজারটা কারণ রয়েছে। এর মাঝে প্রধান যে কারণ গুলো রয়েছে তা হল সঠিক ভাবে মার্কেট এনালাইস না করতে পারা, মানি ম্যানেজ মেন্ট ঠিক ভাবে না মানা, সাপোর্ট রেজিসটেন্স লেভেল নির্ধারণ না করতে পারা, ট্রেডিং সেন্টিমেন্ট না বুঝতে পারা ইত্যাদি। তবে সব থেকে প্রধান কারণ হল মার্কেট সম্পর্কে পড়াশুনার অভাবই হল ফরেক্স মার্কেট এ লসের কারণ।
ফরেক্স বেবশা এমনই একটা বেবশা মার্কেট সম্বন্ধে আপনার ভালো ধারনা থাকতে হবে বেশি লোভের জন্য বড় লটে ট্রেড করা যাবে না ফরেক্সে অল্প সময়ে বেশি প্রফিট করা যাবে না যারা লোভ করে অল্প সময়ে বেশি বেশি আয় করতে চায় তারাই লস করে সেজন্য ট্রেড করার সময় বেশি লোভ আপনাকে লসে ফেলে দেই তাই ট্রেডিং করতে হলে আপনাকে অবশই ফরেক্সে অনেক দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে আর লোভকে এড়িয়ে চলতে হবে।