ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে একটা নিয়মের মাধ্যমে কাজ করতে হবে কারন আপনার সঠিক কিনা ব্রোকার কিভাবে বুঝবে তার জন্য কিছু ডুকোমেন্ট আপনাকে আপলোড করতে হবে সেটা যাচাই করে াপপনার একাউন্ট ভেরিফাই করবে। আর ভেরিফাই ছাড়া আপনি ডলার উঠাতে পারবেন না।
Printable View
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আপনাকে একটা নিয়মের মাধ্যমে কাজ করতে হবে কারন আপনার সঠিক কিনা ব্রোকার কিভাবে বুঝবে তার জন্য কিছু ডুকোমেন্ট আপনাকে আপলোড করতে হবে সেটা যাচাই করে াপপনার একাউন্ট ভেরিফাই করবে। আর ভেরিফাই ছাড়া আপনি ডলার উঠাতে পারবেন না।
ভেরিফাই করা অবশ্যই জরুরী । কারন ভেরিফাই করা ছাড়া কিছুই করা যায় না । এমনকি এখন আপনি যে বোনাস পাবেন সেটিও যোগ হবে না । তাই ভেরিফাই করতেই হবে । শুধু ভেরিফাই করলেই হবে না সেকেন্ড লেভেল পর্যন্ত ভেরিফাই থাকতে হবে । ভেরিফাই এর কাগজপত্র সংগ্রহ করুন অনেক জায়গায় কাজে লাগবে ।
হ্যা , ভেরিফাই করা খুবই জরুরী । যে এই ট্রেড করার জন্য এ্যাকাউন্টটিক ভেরিফাই করে নেবে সে অবশ্যই কোন প্রকার সমস্যায় পড়বে না । সুতরাং আমাদের সর্বদা এ্যাকাউন্টটি আগেই ভেরিফাই করে নিতে যাতে করে সমস্যায় পড়তে না হয় ।
আপনি যদি আপনার একাউন্তকে নিরাপদ রাখতে চান তাহলে অবশ্যই সেটি হাই ভেরিফাই করতে হবে ।কেন না হাই ভেরিফাই না করলে একাউন্ত যে কোন সময় ব্লক হয়ে যেতে পারে ।
আপনি ভেরিফাই ছাড়াও ট্রেড করতে পারেন। ইন্সটাফরেক্সে ট্রেড করতে ভেরিফাই বাধ্যতামূলক নয়। আপনি কোন প্রকার ভেরিফাই ছাড়াই এই ব্রোকারে ট্রেড করতে পারেন। ভেরিফাই ছাড়া একাউন্ট স্বচ্ছল বা ব্যবহারউপযোগী হয় না। ভেরিফাই করা ছাড়া আপনি অনেক ভাল ব্রোকারে ট্রেড করতে পারবেন না। এবং আপনি অনলাইনে যেই পছন্দসই ব্রোকারে ট্রেড করতে চাননা কেন, তারা ভেরিফাই চাবে। তাই ভেরিফাই এর ডকুমেন্টস জোগাড় করে রাখাটাই ভাল।আপনার যদি ভেরিফাই করার মত ডকুমেন্টস না থাকে তবে আপনি ভাল হয় একটি পাসপোর্ট ইস্যু করে নিন।
হ্যা, ভ্যারিফাই অবশ্যই করা জরুরি। কারন ভ্যারিফাই ছাড়া আপনি উইথড্র করতে পারবেন না। আপনি টাকা ডিপোজিট করে ট্রেড করলেকরলেন এবং ভালো প্রফিট করলেন কিন্তু ভ্যারিফাই না করার জন্য উইথড্র করতে পারছেন না , তখন আপনার কতটুকু খারাপ লাগবে ।তাই ডিপোজিট এর আগে একাউন্ট ভ্যারিফাই করা ভালো, তাহলে পরে আর সমস্যায় পড়তে হয় না।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারি আমরা ভেরিফাই করা ছাড়া ট্রেডিং করতে পারি,ফরেক্স মার্কেটে আমরা একাউন্ট ভেরিফাই করে নেই কারন আমাদের একাউন্ট এর সিকিউরড ভাল থাকে ফরেক্স মার্কেট থেকে ব্যালেন্স তুলতে কোন ঝামেলা হয় না ফরেক্স মার্কেটে আমরা একাউন্ট ভেরিফাই করে নিব।
হ্যা অবশ্যই ফরেক্সে ট্রেড করার পূর্বে অপাপনার ট্রেডিং অ্যাকাউন্টটি ভেরিফাই করিয়ে নিতে হবে কারন তা না হলে আপনি নানা ধরনের জটিলতার সম্মূখিন হতে পারেন যেমন আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ডলার উইথড্রো দিলেন কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন না থাকার কারনে ব্রোকার চাইলে আপনার উইথড্রো আটকিয়ে দিতে পারে।
আমরা যখন কোনো রিয়েল একাউন্ট খুলবো তখন অবশ্যই তা রিয়েল ট্রেড করার জন্যই খুলবো,ডিপোজিট করবো,প্রফিট করবো এবং সেই প্রফিট উইথড্রোও করবো-এটাই স্বাভাবিক৷রিয়েল ট্রেড করার পূর্ব শর্তই হচ্ছে প্রথমে একাউন্টটি ভেরিফাইড করে নেওয়া৷একাউন্ট ভেরিফাই করলে আপনার ডিপোজিট ও প্রফিট নিরাপদ থাকবে৷আপনি যে কোনোও সময় আপনার পুঁজি ও প্রফিট উইথড্রো করতে পারবেন৷যদি একাউন্ট ভেরিফাই না করেন তা হলে আপনার পুঁজি ও প্রফিট উইথড্রো করতে পারবেন না,সমস্যা হবে৷
ভেরিফায় না করলে তো আপনি ট্রেড ও করতে পারবেন না। সুতরাং অবশ্য করতে হবে আপনার একাউন্টটি। নচেত আপনি উথড্র এবং ট্রেডিং এ ঝামেলায় পরবেন। এমনকি আপনার একাউন্ট লক হয়ে যেতে পারে।