-
ফরেক্স জতটা সহজ মনে করা হয় আসলে ততটা সহজ না।যাদের জানা আছে তাদের জন্য সহজ আর জারা নতুন ট্রেডিং করছে তাদের জন্য একটু কঠিন মনে হবে। আপনারা জদি নিয়মীত ট্রেডিং করেন তা
তা হলে আপার বেশি দিন লাগবেনা ফরেক্স ট্রেডিং কাজ সম্পূন করতে। আমর*া ফরেক্স ট্রেডিং এর কাজ খুভ সহজ মনে করি। সত্তি কথা বলতে কি অতটা সহজ না। সহজ ভাবে নিতে হলে প্রথমে নিজেকে গরতে হবে পরিশ্রমি হতে হবে
-
ফরেক্স ট্রেড করা সহজ কিন্তু লাভ করা এত সহজ না কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকো ফরেক্স সম্পর্কে অনেক কিছু পড়তে হয়। মার্কেট কেন বারে কেন কমে কোন সময়ে ট্রেড করলে লাভ হবে কোন সময়ে ট্রেড করলে লস হবে। ফরেক্স সম্পর্কে সঠিক ভাবে না জানলে াপপনি যত টাকা ইনভেস্ট করুন না কেন আপনাকে ফরেক্স থেকে বিদায় নিতে হবে।
-
ফরেক্স ট্রেডিং করা সহজ যদি ভাল ট্রেডিং সিস্টেম ভাল জানেন,আমার কাছে ফরেক্স ট্রেডিং অনেক কঠিন মনে হয়,মার্কেটে টিকে থাকতে পারিনা,কিছু দিন প্রফিট করার পরে কোন একদিন সব লস হয়ে যায়,তাই আমি ফরেক্স মার্কেটের ট্রেডিং করে যাচ্ছি ডেমো একাউন্টে,যদি ভাল প্রফিট করতে পারি,তাহলে লাইভ একাউন্টে ট্রেডিং করব।
-
ফরেক্স মার্কেটে যে সহজ মনে করবে আমি মনে করি সে বুকা কারন ফরেক্স মার্কেটে যারা ট্রেড করে তারাই বলতে পারবেন যে ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভ করা যে কতটা কঠিন তাই ফরেক্স মার্কেট কে সহজ না ভেবে আপনি যদি ভাল জ্ঞান লাভ করে ট্রেদ কর*্যে চান তবে আপনার লাভ হবে।
-
হ্যা ভাই অামিও আপনার সাথে একমত । ফরেক্স মার্কেটে অলসতার কোন স্থান নেই । মার্কেট থেকে আপনাকে ডলার আয় করতে হলে প্রচুর পরিমানে পরিশ্রম করতে হবে । আপনি যদি স্বপ্ন দেখেন যে মার্কেটে এসেই কয়েক দিনের মাথায় বড় লোক হয়ে যাবেন তাহলে ফরেক্স মার্কেট আপনার জন্য নয় । আপনি অন্য কোন মাধ্যম তাকলে তা বেছে নিতে পারেন ।
-
বাহির থেকে দেখে যত সোজা মনেহয় ফরেক্স আসলে তত সোজা নয়। যারা ফরেক্স সম্পর্কে অনেক জেনে বুজে ট্রেড করে তাদের কাছে ফরেক্স ট্রেড অনেক সহজ। আবার যারা না বুঝে আনুমানিকভাবে ট্রেড করে তাদের কাছে ফরেক্স ট্রেড কঠিন। ফরেক্স কে যদি সহজভাবে নিতে চান তাহলে ফরেক্স এ দক্ষতা অর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেটের মত কঠিন ারর কোন ব্যাবসা আছে কিনা আমার জানা নেই তাই আমাদের কে ফরেক্স সম্পর্কে অনেক বেশি করে পড়তে হয় কারন ফরেক্স হল আন্তর্জাতিক ব্যাবসা আপনাকে আন্তর্জাতিক মানে প্রতিযোগিতা করতে হবে।
-
ফরেক্স আপনার জন্য তখনই সহজ হবে যখন আপনি ফরেক্সে দক্ষ হবেন। ফরেক্সে যদি আপনার দক্ষতা থাকে তাহলে খুব সহজেই ফরেক্স থেকে উন্নতি করতে পারবেন। যদি ফরেক্সে দক্ষ না হন তাহলে আপনার জন্য ফরেক্স খুব কঠিন। তাই ফরেক্স এ ভাল করতে হলে আপনাকে ফরেক্স নিয়ে অনেক পরিশ্রম করতে হবে। তবেই আপনি আপনার লক্ষ্য পোছাবেন,
-
যারা ফরেক্স ট্রেডিংকে ভাল ভাবে আয়ত্ব করে নিতে পারবে তাদের জন্য সহজ। আর যারা কোন মতে শিখে মনে করে অনেক শিখেছে পরে ট্রেড করতে যায় তারা লস করে। একাউন্ট জিরো করে ফেলছে। তাই আমি বলব ভাল ভাবে শিখে ট্রেড করেন দেখেন আপনার জন্য সহজ হয়ে যাবে। আয় করতে পারছেন।
-
;)হা আপনি থিক বলেছেন ফরেক্স এত সহজ নয় আপনাকে একজন ভাল ট্রেডার হতে হলে আপনাকে আনেক পরিশুরম করতে হবে | আপনি যত শিকবেন তত আপনি ট্রেডং করতে এবং আপনাকে বুজতে সহজ হবে |তবে ফরেক্স ট্রেডিং এতই সহজ,তবে সবার কাছে নয় যারা ফরেক্স বিষয়ে অভিজ্ঞ তাদের কাছে ফরেক্স ট্রেডিং এতই সহজ।