-
আসলে ফরেক্স হচ্ছে এমন একটি মার্কেট যেখানে যে কেউ বিনিয়োগের মাধ্যমে ট্রেড করে আয় করতে পারে।ফরেক্স মার্কেট এ আমরা বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা করে থাকি। ফরেক্স মার্কেট কোন একজন মানুষ বা কোন একটা দেশে সীমাবদ্ধ নয়।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য প্রাই তিন শত এর মত ব্রোকার রয়েছে।যাদের মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকি ।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমাদের কে ফরেক্স মার্কেট নিয়ে বেশি করে এনালাইসিস করা উচিত । ফরেক্স মার্কেট এ আমরা চাইলে বিনা পুঁজিতে ট্রেড করতে পারি ফোরামের পোস্টিং বোনাসের মাধ্যমে।
-
ফরেক্স মার্কেট একটিই কিন্তু অনেক ব্রোকার রয়েছে যারা ফরেক্স মার্কেটের একটি অংশ হিসেবে কাজ করে । প্রত্যেকটি ব্রোকারই যে প্লাটফর্মগুলি ব্যবহার করে থাকে তা সবই একই ধরনের ডাটা প্রদান করে থাকে । তাই এখানে অঞ্চল্ভিত্তিক কোন ভেদাভেদ নেই । আমরা ট্রেডাররা যে যেখান থেকেই ট্রেড করি না কেন আমরা একই মার্কেটে প্রবেশ করি ।
-
ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের সব থেকে বড় এবং জনপ্রিয় মার্কেটপ্লেস হল ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেটের বিস্তৃতি এখন সারা পৃথিবীব্যাপী এত বেশি বিস্তৃতি লাভ করেছে যে তা বলার অপেক্ষা রাখে না। ফরেক্স মার্কেটে প্রতিদিন কয়েক বিলিয়ন কারেন্সি লেনদেন হয়ে থাকে যা পৃথিবীর সবথেকে বৃহদায়তন এর লেনদেন বললে কোনভাবেই ভুল হবেনা। অনলাইন এক্সেস সুবিধা থাকার ফলে পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই এই মার্কেটে অংশগ্রহণ করার সুযোগ পাওয়া যায়। ফরেক্স মার্কেটের পরিধি এত বেশি বিশাল যে কোন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী চাইলেই এই মার্কেটে প্রভাব বিস্তার করতে পারে না ফলে কোন নির্দিষ্ট দেশের মুদ্রা বাজারের সঙ্গে ফরেক্স মার্কেটে তুলনা করা যাবে না লোকাল মুদ্রাবাজার গুলোকে চাইলে সে দেশের সরকার বা ক্ষমতাবান ব্যক্তিবর্গ সহজেই মেনুপুলেট করতে পারে কিন্তু ফরেক্স মার্কেট কোন ব্যক্তি গোষ্ঠী বা সরকার দ্বারা কোন ভাবেই মেনুপুলেট হয় না কেবলমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফরেক্স মার্কেট ম্যানুপুলেট হয়ে থাকে।আন্তঃজার্তি মুদ্রা ক্রয় ফরেক্স মাকের্টে পাচঁটি বিশ্ব বাজারের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়।ইউরুপ,হংকং,সিঙ্ গাপুর, ইউকে,ইউএসএ
-
অবশ্যই, এই ফোরামের প্রত্যেকেরই একটি সফল ব্যবসায়ীর নিজস্ব নিজস্ব সংজ্ঞা থাকবে, তবে আমাদের সকলেরই একটি বিষয় সম্পর্কে একমত হতে হবে যা আমার মতে একটি সফল ব্যবসায়ীর সংজ্ঞা নিয়ে কথা বলার সময় আমার মনে রাখা উচিত: সফল ব্যবসায়ী হলেন যিনি নন বা কম ড্রওয়ের সাথে ধারাবাহিকভাবে লাভ করেন।
-
ফরেক্স মার্কেট একটি। এই ব্যবসার কোন প্রতিষ্ঠান নেই । পৃথিবীর সমস্ত দেশেই এর অবস্থান । পৃথিবীতে অনেক ব্রোকার সাইট আছে । কিন্তু সবাই একই ব্যবসার অন্তর্ভুক্ত । সবাই একই সময় আপনার সামনে একই প্রাইস তুলে ধরতে বাধ্য ।
-
ফরেক্স মার্কেট হলো একটা আন্তর্জাতিক অনলাইন ব্যবসা । ফরেক্স মার্কেট একটি কিন্তু ফরেক্স মার্কেটের ব্রোকার সাইট অনেকটা । তাই অনেকে মনে করে যে ফরেক্স মার্কেট হয়তো অনেকটা এবং এক একটা এক এক রকম । কিন্তু না,,, ফরেক্স মার্কেট একটি তা হলো ইন্সটাফরেক্স মার্কেট,,, ধন্যবাদ ।
-
ফরেক্স মার্কেট একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান। এটি একটি বড়ো মার্কেট প্লেস এশিয়া মাহাদেশে। বিভিন্ন ব্রোকারের মাধ্যমে টাকা আয় করা হয় ফরেক্স মার্কেট থেকে।
-
আমি তাদের সম্পর্কে জানি (এবং তাদের মধ্যে কয়েকবার ব্যবহৃত হয়েছি) এবং আমার অনুমান যে এটি জুয়া এবং সম্পূর্ণরূপে এলোমেলো, এক ঘন্টার মতো অল্প সময়ে ফরেক্সের চলাচলের সঠিক দিকটি অনুমান করা অসম্ভব এবং আপনি 90% -100 ঝুঁকিপূর্ণ করছেন আপনার মূলধনের% কেবলমাত্র এক ক্রমে এবং সম্ভবত একটি পিপস আন্দোলন!
-
আসলে ফরেক্স মার্কেট এর কোন নির্দিষ্ট সংখ্যা নাই।কারণ প্রতিটা দেশেই ফরেক্স মার্কেট রয়েছে।তবে এটা বলতে পারি যে ফরেক্স মার্কেট এর কইটা ব্রোকার রয়েছে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য প্রাই ২৫০ টির মত ব্রোকার রয়েছে।আমি ইন্সটাফরেক্স ব্রোকার এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।এই ব্রোকার এর মাধ্যমে আমি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারি।ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট তাই ফরেক্স মার্কেট এ সবাই ট্রেড করতে পারে।ফরেক্স মার্কেট এ আমরা বিভিন্ন দেশের মুদ্রা নিয়ে ট্রেড করি।
-
ফরেক্স মূলত একটি আন্তজাতিক ব্যবসা। এর নিজস্ব কোনপ্রতিষ্ঠান নেই। সারা বিশ্বই এর মার্কেট প্লেস। আর বিভিন্ন ব্রোকার বিভিন্ন সাইট এর হয়। সবার মার্কেট এক হয় না। যেমন Instaforex market একটি মার্কেট । তেমনি আরও অনেক মার্কেট প্লেস আছে।