ফরেক্স থেকে অবশ্যই টাকা আয় করা যায়। এজন্য আপনাকে সর্বপ্রথম ফরেক্স শেখার জন্য প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্স কি ? কিভাবে ট্রেড করতে হয় ? মার্কেট এ্যানালাইসিস,মানি ম্যানেজমেন্ট,টাইম ফ্রেম,লট/ভলিউম ,স্টপ লস,টেক প্রফিট ইত্যাদি কি ? এগুলো ভালোভাবে জানতে হবে। ডেমো এবং বোনাস বা বিনিয়োগের মাধ্যমে রিয়েল করে দীর্ঘ্যসময় ধরে দক্ষতা অর্জন করতে হবে।