এটা তেমন কঠিন কিছু না।আপনি মেটাট্রডারটা ব্রোকারের সাইট থেকে ডাউনলোড করে সেখানে ফাইল মেনু থেকে ওপেন নিউ ডেমো একাউন্টে যেতে হবে।তারপর আপনার ইনফরমেশনগুলো দিয়ে সঠিক তথ্য দিয়ে আপনাকে ফরম পূরণ করে একাউন্ট করতে হবে।
Printable View
এটা তেমন কঠিন কিছু না।আপনি মেটাট্রডারটা ব্রোকারের সাইট থেকে ডাউনলোড করে সেখানে ফাইল মেনু থেকে ওপেন নিউ ডেমো একাউন্টে যেতে হবে।তারপর আপনার ইনফরমেশনগুলো দিয়ে সঠিক তথ্য দিয়ে আপনাকে ফরম পূরণ করে একাউন্ট করতে হবে।
আপনি ফরেক্স করতে চান কিনা সে বিষয়ে মনস্থির করতে হবে।প্রথমে আমি মনে করতাম ফরেক্স মার্কেটে এক বছর ডেমো প্রাক্টিস করাই যতেষ্ঠ।কিন্তু না আমার ধারনা ভুল কমপক্ষে পাচ বছর ডেমো প্রাক্টিস করে ফরেক্স মার্কেটে প্রবেশ করা অত্যান্ত বুদ্ধি মানের কাজ হবে।
ভাই আমার মনে হয় আপনি আপনার কোণ বর ভাই এর কাছ থেকে ভাল করে শিখেন তবে আপনার জন্য ভাল হবে | ফরেক্স মাকেট শিখতে হলে যদি কারও কাছ থেকে শেখা যায় তাহলে আপনি ভাল করে শিখতে পারবেন | ফরেক্স মাকেটে সম্পরকে জানতে হলে ডেমো পারতিস করতে হবে তারপর আপনি জানতে পারবেন |
আপনি ইন্সটাফরেক্স গিয়ে আপনি ডেমো একাউন্ট খুলুন তারপর আপনি মেটা ট্রেডার ৪ নামিয়ে আপনি আপনার একাউন্ট আর পাসওওয়াড দিয়ে আপনি ডেমো পারতিস করেন | আপনাকে ডেমো পাড়টীশ করতে হলে আমি মনে করি ডেমো পারতিস করতে হবে |
আমরা ফরেক্স মার্কেটে লাভবান হতে চাইলে মেটাট্রেডার টার্মিনাল ব্যবহার করতে হবে । আমাদেরকেও একটি মেটাট্রেডার টার্মিনাল ডাউনলোড করতে হবে । তারপর আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে কাজ করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা মেটা চার ব্যবহার করব ।
ফরেক্স মার্কেটে কাজ করার একটি অন্যতম মাধ্যম হলো ডেমো ট্রেড আপনি যখন এই মার্কেট সম্পর্কে কিছু জানবেন তখন থেকেই ইপনি ডেমো একা্উন্টে কাজ শুরু করে দিবেন । আপনি ডেমো একাউন্ট খুরবেন কি করে ? আপনাকে প্রথমে একটা সফটার ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে মেটাট্রেডার ৪ । বাংলাদেশিরা এই সফটারে বেশি কাজ করে থাকে । ওখান থেকে আপনি একাউন্ট খুলে তার পরে প্রাক্টিস শুরু করতে পারেন ।
আপনি ইন্সতাফরেক্স এর ওয়েব সাইট এ জান তারপর নতুন একটা ডেমো অ্যাকাউন্ট খুলুন তারপর ইন্সতাফরেক্স থেকে এমটি ৪ ডাউনলোড করুন তারপর সেটাতে আপনার ডেমো অ্যাকাউন্ট লগিন করুন তারপর গুগল এ ভাল একটা ট্রেডিং সিস্টেম খুজে তারপর সেই ট্রেডিং সিস্টেম এ আপনি ডেমো ট্রেড করতে থাকুন ডেমো ট্রেড করে ভাল লাভ করতে পারলে তারপর আপনি রিয়েল ট্রেড করতে পারেন এই ভাবে ট্রেড করলে ভাল লাভ করতে পারবেন
MT4 টার্মিনাল ডাউনলোড করে ওপেন করার পর ভালো করে ক্যান্ডেলস্টীক সাজিয়ে নিবেন৷তারপর মেজর কারেন্সী পেয়ারগুলো যেমন-eurusd,usdjpy,gbpusd,audusd....ইত্যাদি সিলেক্ট করে window গুলো সেটাপ করে নিন৷D1 টাইম ফ্রেম সিলেক্ট করবেন৷ইচ্ছামত ব্যালেন্স বা পুজিঁ নিয়ে দীর্ঘদিন ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিন৷
মেটাট্রেডার সফটওয়্যার ইনস্টল করার পর করনিয় কাজ হলো -আপনার রিয়েল ট্রেডে টার্গেট যদি হয় ১০০ ডলার। তাহলে ডেমো একাউন্টে ১০০ ডলার দিয়ে প্র্যাকটিস করুন। আর লিভারেজ নিন ১:২৫। এই লিভারেজ কম নেয়ার কারনে মানিম্যানেজমেন্ট এবং রিস্ক রেশিও নিয়ে ভাবতে হবে না। আলাদাভাবে অংক করার প্রয়োজন নেই। আপনি অন্য কারো সিগন্যাল ফলো না করে নিজস্ব মেধা দিয়ে ট্রেড করুন। সফলতা আসবেই। যত বেশি ডেমো চর্চা করবেন তত অভিজ্ঞতা হবে। ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার মূল্য অনেক। ততদিন ডেমো চর্চা করবেন যতদিন আপনার মনের ভিতর থেকে তাগিদ আসে আপনি সফলভাবে রিয়েল ট্রেড করতে পারবেন।ডেমো একাউন্ট করা একজন আদর্শ ট্রেডার হওয়ার জন্য প্রথম শর্ত। নিজস্ব ট্রেডের কৌশল যাচাই বাছ্ইা করতে । কোন ইন্ডিকেটরের ব্যবহার পরিক্ষা করতে ডেমো একাউন্টের প্রয়োজন পরে। ডেমোতে সফল না হলে রিয়েল একাউন্টে ট্রেড করা ঠিক না। দীর্ঘদিন ডেমো চর্চার ফলে আপনার অর্জিত অভিজ্ঞতাই পরবর্তীতে সফল হতে সাহায্য করবে। কারন ফরেক্সে ইতিহাস বার বার ফিরে আসে।
আমার জানামতে ডেমোতে ট্রেড করার জন্য তেমন কিছুই করতে হয় না। আপনি শুধুমাত্র একটি ডেমো একাউন্ট খুলে তা টার্মিনাল এ লগ ইন করে ট্রেড শুরু করে দিতে পারেন। আসলে এখানে ডেমো ট্রেড আর রিয়েল ট্রেড প্রায় একই জিনিস। আর আপনি যদি আরও এই বিষয়ে বিস্তারিত কিছু জানতে চান তাহলে ইউটিব দেখতে পারেন সেখানে ভালভাবে দেখে বুঝে শুরু করতে পারবেন।