-
আমরা ফরেক্স ট্রেডিং শুরু করেই, এটাকে চাকরীর সমতুল্য মনে করি। মানে এটাকে ই একমাত্র পেশা হিসেবে নেয়ার চেষ্টা করি। আমি এটাকে কখনই সঠিক মনে করি না। কারন হল, চাকরী থেকে যে পরিমাণ বেতন আপনি আশা করেন, সেই পরিমাণ টাকাই কিন্তু এখান থেকে বের করার চেষ্টা করে থাকবেন। যেটা আপনার জন্য চাপ হয়ে দাঁড়াবে। আর যদি কোন ক্রমে লসেই থাকেন, তাহলে সমস্যার শেষ ই নেই। তাই যতদিনে দক্ষ না হচ্ছেন, ততদিন পাশাপাশি কিছু একটা করেন।
-
আপনি যদি একজন ভাল ট্রেডার হন তাহলে আপনি খুব ভালভাবেই আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন। এতে আপনাকে প্রথমে খুব ভাল এনালাইসিস করতে হবে, ঠিক সময়ে সঠিক ট্রেড অপেন করতে হনে, নিউজ খেয়াল রাখতে হবে ইত্যাদি। এগুলো যদি সঠিক ভাবে করতে পারেন তবেই আপনি ফরেক্স থেকে প্রফিট আশা করতে পারেন। ধন্যবাদ
-
ফরেক্স দিয়ে ফ্যামিলি সাপোর্ট দিব এরকম চিন্তা না করাই ভাল । এটা একটা অতিরিক্ত আয় হিসেবে নেওয়াই ভাল কারন যখন আপনি ফ্যামিলি সাপোর্ট দিতে জাবেন তখন অর্থনীতিক টানপড়েনে আপনার ট্রেড এ অনেক ঝামেলা হবে। তবে আপনি যখন অভিজ্ঞ হয়ে ভাল কাজ করতে পারবেন তখন এই চিন্তা করা ভাল বা তখন ফ্যামিলিকে সাহায্য করতে পারবেন।
-
ফরেক্স হলো অনলাইন মাধ্যমের সবচেয়ে বড়ো প্লাটফরম,,,, যার মাধ্যমে অনেক কিছু শিখা এবং অর্থ কামানো যায়,,,,অনেক কাজে ফরেক্স এর অর্থ দিয়ে পরিবার কে সাহায্যে করা যায়,,,,
-
ফরেক্স একটি লাভ জনক ব্যবসা তাই ফরেক্স থেকে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। আর সেই টাকা দিয়ে পরিবারকে ভালো ভাবে সাপোর্ট দিওয়া যাবে। ফরেক্স থেকে ভালো প্রফিত লাভ করতে পারলে তার কোন দিন টাকার সমস্যা হবে না। তাই তার পরিবার তাকে অনেক ভালো বাসবে।
-
ফোরেক্স দিয়ে যারা ব্যবসা করছেন তাদের এই মার্কেট থেকে অতিরিক্ত এর চিন্তা করতে পারেন কিন্তু শুধু মাত্র ফোরেক্স দিয়ে যে লাইফ টা লিড করতে হবে এটা নাভাবাই ভালো। ফোরেক্স মার্কেটে অনেক লোক আসে এটাকে তাদের প্রধান ব্যবসা হিসাবে নিতে কিন্তু আমার মনে হয় ফোরেক্স মার্কেট টা আসলে যাদের অনেক বেশি ক্যাপিটাল তাদের জন্য। আর যারা পার্ট টাইম চাকরি করতে চান তারা অবশ্যই চাকরির পাশাপাশি এটা করতে পারেন এতে টেনশন ও ঝুকি বাড়বে...
-
হ্যা অবশ্যয় আপনি ফরেক্স ট্রেডিং হতে আয় দ্বারা আপনার ফ্যামিলি সাপোর্ট করতে পারবেন কারন ফরেক্স হতে আনলিমিটেড আয় করা সম্ভব আর সেজন্য আপনাকে আপনার ট্রেডিং মানসতত্ব গুলো বশে এনে আপনাকে ট্রেডিং সংক্রান্ত প্রচুর জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে এবং এরুপ আয় করার জন্য দরকারি ডিপোজিট করতে হবে । ধন্যবাদ।
-
ফরেক্স নিয়ে যদি ভালোভাবে লাগা যায় তবে এখানে বিজনেস করে বেশ ভালো এমাউন্ট পাওয়াই সম্ভব। আর একটা ভালো এমাউন্ট পেলে ফ্যামিলি কে সাপোর্ট দেয়াও সম্ভব হয়। তবে এজন্য একজন কে কঠোর অনুশীলন করতে হবে। কঠোর অনুশীলনের মাধ্যমে ফরেক্সের ব্যপার গুলো আয়ত্তে আনতে হবে। আমার জানামতে অনেকেই ফরেক্স ট্রেড করে ফ্যামিলি কে সাপোর্ট দিচ্ছে।
-
ফরেক্স এমন ব্যবসা যেখানে শুধুই $ এর হিসাবনিকাশ বলা যায়।গতিশীল এই মার্কেটে খুবই দ্রুতই বড়লোক হওয়া যায় আবার খুব দ্রুতই জিরো ব্যালেন্স করা যায়।আপনি যদি প্রচুর সাধনা এবং স্বীয় প্রচেষ্টাবলে ভালো দক্ষতা অর্জন করে ট্রেড করেন তবে ভালো প্রফিট করতে পারেন।তখন আপনি ফ্যামিলিকে তো অবশ্যই সাপোর্ট দিতে পারবেন।
-
মইনুদ্দিন আহ্মেদ
ফরক্স এ শুরু করার সাথে সাথে এ ই চিন্তা না করাই ভাল। কারন এক্টা ফেমিলি সাপোর্ট দিতে হলে তার একটা ফিক্সড আয় দরকার যা ফরেক্স ত্রেয়াদ করে প্রথম দিকে হবে না। তবে এক্ সময় আপনি যখন বেশ অভিজ্ঞ ত্রাদের হয়ে উতবেন এবং মার্কেট সম্পরকে ভাল করে বুজতে সিকবেন তখন আপনি নিজে ই বুজতে পারবেন জা আয় করছেন তা দিয়ে ফামিলি সাপ্রত দেয়া যাবে কি না । তবে আমার মতে ফরেক্স যে এক্সত্রা বিজনেস হিসাবে নেওা ভাল কারন করে ত্রেদ করতে হলে টেনশন ফ্রী থাকতে হয়। ফামিলি চিন্তা থাকলে সেতা না ও হতে পারে।