ha ami jodi kaj jani thn porisrom korte pari taile amar safholota asbei.
Printable View
ha ami jodi kaj jani thn porisrom korte pari taile amar safholota asbei.
আপনি যদি সাফল্য পেতে চান আপনাকে অবশ্যই পরিশ্রমি হতে হবে। কারন পরিশ্রম হল সাফল্যের চাবিকাঠি। আর প্ররিশ্রম করতে করতেই মানুষ দক্ষ হয়। দক্ষতা আর পরিশ্রম একে অন্যের পরিপূরক। একটি ছাড়া অন্যটি সম্ভব নয়। আর দক্ষতা এবং পরিশ্রম মিলেই আসে সাফল্য।
দক্ষতা ও পরিশ্রম নিয়ে সফলতা তখনই হয় যখন সেই দক্ষতা ও পরিশ্রমের সাথে সতর্কতা ও পূর্ব পরিকল্পনা সংমিশ্রন থাকে । ফরেক্স ব্যবসা অতি সুক্ষ ব্যবসা তাই উক্ত বিষয়গুলো মাথায় রেখ ট্রেড করা সকলেরই উচিত ।
আমি মনে করি কোন কিছু থেকে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যের প্রয়োজন হবে। আর ধৈর্য না থাকলে আপনি কোন দিনই কোনো কাজে সফলতা পাবেন না।
ফরেক্স মার্কেটে সফল হতে হলে আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে এবং একইসাথে ট্রেডিং এর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে। মোটকথা, এখানে সফল হতে হলে আপনাকে আপনার দক্ষতা এবং পরিশ্রম দুটিকেই একত্রিত করতে হবে। তারপর আপনি সফল হবেন।
এটা সঠিক কথা। ফরেক্স ব্যবসা একটা লাভ জনক ব্যবসা। এটাকে ভালো করে শিখতে পারলে এটাই আপনার জীবনের একমাত্র পেশা হিসাবে আসতে পারে। ফরেক্স আপনাকে অনেক লাভ এনে দিতে পারে। সং্গে সফলতা।
প্রথম তো ধৈর্য লাগবে না হলে শুরুতেই শেষ করে বসতে হবে, দ্বীতিয়ত লাগবে মেধা আর তারপর গড়ে উঠবে দক্ষতা। কাজ প্রায় শেষ, এবার বাকি থাকবে সফলতা !! প্রথম কাজগুলো যারা যতকম সময়ে করতে পারবেন তত কম সময়ে সফলতা আসবে।
পরিশ্রমই সফলতা আনে।আপনি অনেক পরিস্রমি কিন্তু আপনার কোন অভিজ্ঞতা না থাকলে আপনি সফল হতে পারবেন না। আবার আপনি অনেক অভিজ্ঞ কিন্তু কোন পরিশ্রম করেন না তাহলে আপনি কখন সফল হতে পারবেন না।
আমরা জানি কোন কিছু পেতে হলে সে জিনিসের প্রতি ভালো জানা থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করলে তারপর সে জিনিসটি পাওয়া যায় তার আগে নয়। ফরেক্স মার্কেটে লাভবান হতে হলে প্রথমে দক্ষ ও পরিশ্রমি হলে এ ব্যাবসায় সফল হওয়া সম্ভব।
ফরেক্স হল দক্ষতা ও পরিশ্রমের খেলা। এখানে যার দক্ষতা বেশি এবং পরিশ্রম করে সে সফল হবেই ও হচ্ছে। আর যেহেতু ফরেক্স একটি ব্যাবসা, তাই আপনাদের বলছি স্বাভাবিক আর কয়টা ব্যাবসার মতই এটা চিন্তা করুন, ব্যবসার সফলতার মূলে যেমন রয়েছে কঠিন পরিশ্রম এবং অদ্ধাবসায়। তেমনি ফরেক্সেও সফলতার মুলে রয়েছে অনেক পরিশ্রম ও দক্ষতা।