-
ভাই আপনার লেখাটা পরে আমি বুঝতে পারলাম ফরেক্স জ্বর কি।আপনার বন্ধু লোভের ফাদে পরে রাতারাতি বড় লোক হওয়ার চেষ্টা করেছিল।আর তাই আপনার বন্ধু ফরেক্স জরে আক্রান্ত হয়ে ছিল।আপনার বন্ধু ফরেক্স মার্কেট সম্পর্কে কোনকিছু ভালোভাবে না জেনে শুনে এই ভুলটি করেছিল।এবং পরিনিতি সরূপ ২০০ ডালাবের একাউন্ট ৫ ডলার হয়েছিল।
-
ফরেক্স জ্বরযার বলতে বুঝায় যারা দীর্ঘদিন করেছে সেটা কাজ করে এবং কাজ পড়ে আছে যারা ফরেক্স সম্পর্কে ভাল বোঝে না কেমন করে প্রেম করে যারা করেছেন তাদের একজন আরেকজনকে এটাকে বুঝায় যে পড়েছেনঅতীতে যারা ফরেক্স থেকে এখনো লাভ করতে পারে না এবং দীর্ঘদিন ফরেক্স করে এখনো লস করতেছে তাই তারা নিজেরাও ফরেক্স সম্পর্কে না জেনে করতেছে তাই তারা চেঞ্জ করতে চাই কথা বলতেছে যে এটাকে মাধ্যমে ঝুঁকি নিয়ে সফলতা অর্জন করতে পারে নাই তাদেরকে বোঝানো হয়েছে।
-
যদি ফরেক্স করে একবার মজা পেয়ে যায় তাইলে সে যে কোন ভাবেই হোক না কেন ফরেক্স করার জন্য উঠে পরে লাগবে। তবে হ্যা ভাইরা ফরেক্স করতে হলে অবশ্যই আপনাকে আগে ভালভাবে ফরেক্স শিখতে হবে তা না হলে আপনার ফরেক্স থেকে লাভ এর চেয়ে লস ই অনেক বেশি হবে।আসলে ফরেক্স ট্রেডিং প্রতিদিন ট্রেড করতে করতে একসময় ট্রেডিং টা নেশার মত মনে হয় । ফরেক্স ট্রেডিং টা আমাদের প্রফেশনালি নেয়া উচিত ।
-
জ্বর থেকে যদি ভালো কিছু পাওয়ার আশা থাকে তাহলে সে জ্বরকে আমন্ত্রন জানাতে দ্বিধা নেই। কোন কিছু শেখান জন্য আসক্তি থাকা ভালো যদি আসক্তি আমার জন্য মঙ্গল নিয়ে আসে। ফরেক্সে অনেকেই আসক্ত হয়, তবে সেটা লোভের আসক্ত। লোভে আসক্ত হলে ফরেক্স আপনাকে ধ্বংস করে ছাড়বে। ফরেক্সে অতিরিক্ত লোভ কোনক্রমেই কাম্য নয়। সেটা আপনাকে নিঃশ্ব করে ছাড়বে।
বিশেষ করে নতুন ট্রেডাররা ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন না করেই বেশি মুনফা লাভের আশায়, রাতারাতি বড়লোক হওয়ার নেশায় বড় লটে ট্রেড নিয়ে বসে। কোন ধরনের মার্কেট এনালাইসিস না করেই ট্রেড নিয়ে বসে, ফলে লসের সম্মুক্ষীন হতে হয়। তাই ফরেক্সে অতিরিক্ত লোভ করা যাবে না। ফরেক্সের স্লোগান হতে পারে, “ফরেক্সে লোভকে না বলি”।
-
আসলে একজন দক্ষ ট্রেডারের কাছে ফরেক্স জ্বর অনেক বেশী আনন্দদায়ক। কেননা আপনি যদি ফরেক্স এর খুঁটিনাটি সম্পর্কে জেনে যান,এবং বুঝে যান যে,আপনার কখন কি করলে প্রফিট উপার্জন করা সম্ভব, তাহলে আপনি বারবার চাইবেন যে, ফরেক্স জ্বরে আক্রান্ত হতে।কিন্তু যখন আপনি ফরেক্স সম্পর্কে অনভিজ্ঞ থাকবেন, তখন ফরেক্স জ্বর আপনার কাছে অসহনীয় মনে হবে এবং খুব বিরক্ত লাগবে।তাই আমাদের সকলের উচিত একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হয়ে, ফরেক্স জ্বরে আক্রান্ত হওয়া। কেননা তা হলেই আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হব।
-
ফরেক্স ট্রেডিং বিজনেস অন্য সকল বিজনেসের চেয়ে সম্পূর্ণ আলাদা। এই ফরেক্স মার্কেটের মজা একবার যে পেয়েছে সে অবশ্যই এই মার্কেট নিয়ে লেগে থাকতে চাইবে। এই মার্কেট সদা পরিবর্তনশীল। আমাদের লোভ করা যাবে না অল্পতেই খুশি থাকতে হবে যাতে আমরা ফরেক্সে থেকে ঝরে না পড়ি। ধৈর্যধারণের মাধ্যমে আমরা অবশ্যই ফরেক্স থেকে লাভবান হতে পারব জীবনের সফলতা দিকে এগিয়ে যেতে পারব।
-
যদি ফরেক্স করে একবার মজা পেয়ে যায় তাইলে সে যে কোন ভাবেই হোক না কেন ফরেক্স করার জন্য উঠে পরে লাগবে। তবে হ্যা ভাইরা ফরেক্স করতে হলে অবশ্যই আপনাকে আগে ভালভাবে ফরেক্স শিখতে হবে । ফরেক্স ট্রেডিং টা আমাদের প্রফেশনালি নেয়া উচিত । তাহলে ভাল প্রফিট করার সম্ভাবনা থাকে ।
-
সত্যি কথা বলতে গেলে, ফরেক্স একটি সংক্রামক জ্বরের সাথে সাদৃশ্যপূর্ণ। আপনি যখন বুঝতে পেরেছেন যে ফরেক্স থেকে নগদ এক বিশাল পরিমাণে করা অনুমেয়, আপনি এটি করবেন। আমার এক সঙ্গীও একইভাবে করেছিলেন। তিনি অপ্রত্যাশিতভাবে তার বাবার কাছ থেকে নগদ নিয়েছিলেন এবং এটি ফরেক্সে রেখেছিলেন। একদিন আমি তার বাসায় গেলাম এবং তাকে তার বাবার সাথে বসে ফরেক্স ডায়াগ্রামে জাঁকজমক নিতে দেখলাম। অন্তর্বর্তী সময়ে, তিনি বা তার বাবা কেউই ফরেক্স সম্পর্কে খুব বেশি কিছু দেখেন না।
-
ফরেক্স জ্বর অবশ্যই একথাটা সত্য । ফরেক্স মার্কেটে যদি কেহ দক্ষতা অর্জন না করে তাহলে অবশ্যই তার জন্য সেটা বিপদ স্বরুপ । সুতরাং আমরা সব সময় আগে এই ব্যবসা শিখে তারপর করার চেষ্টা করব তাহলেই সফরকাম হতে পারব ।ফরেক্সে কেউ মজা পেয়ে গেলে সে ফরেক্সের কাজ ছাড়া আর কোন কাজ করতে চায় না । ফরেক্সের কাজ সত্তিই অনেক মজার । যে মজা পাবে ফরেক্সে তার জ্বর আসতে দিতেই হবে ।
-
এটা একটা বাস্তব সম্মত শিক্ষনীয় পোস্ট। এর থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হল আসলেই অল্প বিদ্যা ভয়ংকর প্রমাণিত। ফরেক্স মার্কেটে যারাই নতুন আসে 24 দিন কাজ করার পরেই তারা মনে করে তার সব বুঝে গেছে সব পারে। আর এই ধারণার কারণে অনেক বেশি লস করে ফেলে এবং ফরেক্স সম্পর্কে অনেকেরই নেগেটিভ ধারণা তৈরি হয়। আমি বলব যারা ফরেক্স মার্কেটে নতুন আসেন তারা অবশ্যই ধৈর্য সহকারে কাজ শিখুন এবং ট্রেড করুন সফলতার জন্য পরিশ্রম অত্যাবশ্যকীয়।