ফনেক্স ব্যবসা শিখার জন্য প্রথমে প্রয়োজন হয় একটি কম্পিউটার সাথে ইন্টারনেট যুক্ত। তার পর দরকার হয় একচন দক্ষ টিউটর এবং যার কাছে ভাল ধারনা নেওয়া যায়। তারপর প্রয়োজন হয় একটি ডেমু একাউন্ট।
Printable View
ফনেক্স ব্যবসা শিখার জন্য প্রথমে প্রয়োজন হয় একটি কম্পিউটার সাথে ইন্টারনেট যুক্ত। তার পর দরকার হয় একচন দক্ষ টিউটর এবং যার কাছে ভাল ধারনা নেওয়া যায়। তারপর প্রয়োজন হয় একটি ডেমু একাউন্ট।
ফরেক্স শিখতে হলে আগে আপনাকে ফরেক্স সম্পর্কে খুব ভাল ধারণা থাকতে হবে। তার পর আপনাকে ডেমো অনুশীলন করতে হবে। ডেমোতে আপনাকে নিজের ইচ্ছে মত ট্রেড করে ফরেক্স মার্কেট এনালাইসিস করতে হবে। ধন্যবাদ
ফরেক্সে ট্রেড করতে হলে নেটের স্পীড কেমন লাগে। আমার নেটের স্পীড মোটামোটি। কে কেমন স্পীডের নেট ইউজ করেন ? আমি অনেক সময় ধরে ফরেক্স সম্পর্কে জানার চেষ্টা করছি, অনেক গুলা সাইটে গিয়ে বুঝার চেষ্টা করছি কিন্তু খুব বেশি লাভ হচ্ছে না। আমি আরও ভালো ভাবে ফরেক্স সম্পর্কে জানতে চাই তারপর রিয়েল ট্রেড করব ভাবছি ।
ফরেক্স শিখতে হলে আপনাকে কিছু বিষয়ের উপর লক্ষ রাখতে হবে যে আপনি কি আপনার লোভকে নিয়ন্ত্রন করতে পারছেন,আপনি কি ডেমো ব্যবহার করতে পারছেন এবং ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করছেন তো এগুলোর উপর নজর রাখতে পারলেই আপনি ভাল ট্রেডার হতে পারেন।
ফরেক্স শিখতে হলে আপনাকে সর্বপ্রথম ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অনেক পরিশ্রমের সাথে আপনাকে ডেমো ট্রেড করে মার্কেট সম্পর্কে প্রাক্টিকাল জ্ঞান অর্জন করতে হবে। নিজের ইচ্ছে মত মার্কেট এনালাইসিস করে আপনার জ্ঞান এবং দক্ষতাকে রাঁড়াতে হবে। তাহলেই আপনি ফরেক্স শিখতে পারবেন। ধন্যবাদ
ফরেক্স এ ত্রাদ করতে হলে প্রথমত দুটা দিক আপনাকে দেখতে হবে, একটা হল থিওরিতিকাল গেয়ান, আর হোল প্রাক্তিকাল অরথাত বেভহারিক গেয়ান। থিওরিতিকাল এর জন্ন আপনাকে অনেক পড়াশুনা করতে হবে ফরেক্স নিয়ে। গুগল থেকে ফরেক্স এর উপর অনেক বই আছে, সেগুলো দেখা, বিভিন্ন জায়গা থেকে ফরেক্স সম্পরকে বই জোগাড় করে পরতে হবে, মানিমেনেজমেন্ত, এনালাইসিস কি ভাবে করে জানতে হবে। তারপর আপনাকে জানতে হবে কিভাবে তেরেদ করে, এর জন্ন ডেমো হিসাব খুলে ৭ / ৮ মাস তেরেদ করতে হবে যা রিএল তেরেদ এর মত। এতে আপনি অনেক কিছু শিখবেন এবং অনেক অভিগতা অর্জন করতে পারবেন। ধরজ ধরে সময় নিয়ে এগুলো করার পর প্রাথমিক ভাবে আপনি রিএল ত্রাদ শুরু করেতা পারেন।
ফরেক্স শিখতে হলে সর্ব প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, তা হলো ধৈর্য্য ধারন করা। কারন, ফরেক্স টেকনিক গুলো যতটা সহজ বলে মনে হয়, আসলে তা নয়। বাংলাদেশে ফরেক্স শেখানোর মতো কোনো প্রতিষ্ঠান আছে বলে আমার জানা নেই। তার আগ্রহীদের নেট ঘেটে ঘেটে এ সম্পর্কিত যা কিছুই পাওয়া যায়, তা পড়ে ফেলতে হবে। সত্যি কথা বলতে, আমাদের দেশে ফরেক্স শেখার আপাতত এটিই একমাত্র পথ। পড়াশোনা করে কিছুটা ধারনা লাভ করে আপনাকে এবার একটি ডেমো অ্যাকাউন্ট খুলে প্রেকটিস শুরু করতে হবে। আপনি যদি মনে করেন, ডেমোতে আপনি ভালো করছেন, তাহলে না হয় একটি লাইভ অ্যাকাউন্ট খুলেই ফেলুন।
ফরেক্স ট্রেডিং শিখতে হলে আপনাকে প্রথমে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরন করতে হবে, তারপর আপনাকে ডেমো ট্রেডিং করতে হবে, তারপর আপনাকে নিজের ইচ্ছে মত এনালাইসিস করে বুঝতে হবে, তারপর আপনাকে ফরেক্সে রিয়াল একাউন্ট খুলে রিয়াল ভাবে ট্রেড করতে হবে। ধন্যবাদ
ফরেক্স শিখতে গেলে আপনাকে সর্ব প্রথম কোন একটি ফরেক্স টের্নিং সেন্টারে গিয়ে ফরেক্স শিখতে হবে আর তা ছাড়া আপনি বিভিন্ন ওয়েব সাইট থেকে বিভিন্ন টিউটোরিয়াল নামিয়ে দেখতে পারেন, ফরেক্স শিকতে গেলে আপানাকে প্রচুর পরিমানে প্রাক্টিস করতে হবে ডেমো একাউন্ট এ কারন নতুন থাকা অবস্থায় কেন আপনি আপনার রিয়েল ডলা্র ব্যবাহার করবেন।
আমার মনে হয় ফরেক্স ট্রেডিং করতে হলে সর্বপ্রথম বস্তুগত উপাদানের উপস্থিতি নয় বরং মেন্টালি ভালো প্রিপেয়ার হতে হবে।এজন্য ইমোশনকে কন্ট্রোল করতে হবে।ধৈর্য্য ধারন, সাহস,ভয়-ভীতি পরিহার,পরিশ্রম করার অদম্য ইচ্ছা,প্রচুর অধ্যাবসায় করার মানসিকতা ইত্যাদি।ট্রেড করার জন্য সর্বপ্রথম এসবকিছু মেইনটেইন করে চললে ভালো হবে বলে আমি মনে করি।