-
হুম আপনার কথা ঠিক আছে, ভালো ট্রেডার হতে হলে অনেক কিছু জানতে হয়, করতে হয় অনেক পরিশ্রমও। খুব সহজে বলতে হয় যে একজন ভালো ট্রেডার হতে হলে প্রথমে আপনাকে ফরেক্স মারকেট বেসিক টার্মগুলো জানতে হবে। রেগুলার অর্থাৎ ডেইলি বেসিসে আপনি আস্তে আস্তে বিষয় গুলো শিখবেন কোন রকম তাড়াহুড়ো ছাড়া। একদিনে একসাথে সব গুলো বিষয় শিখে বিশাল জ্ঞানী হওয়ার চিন্তা বাদ দিন। সময় নিন , খুব বেশি এক্সসাইটেড হবেন না। যেমনঃ
১। বেসিক থেকে শুরু করুন।
২। দ্রুত লাভ করার চিন্তা ত্যাগ করুন, অভিজ্ঞতা তৈরি করে আস্তে আস্তে লাভ করতে শিখুন।
৩। এক্সপার্ট হউন।
৪। নিজের এনালাইসিস ব্যাবহার করুন।
৫। ডেমো
৬। ভুল থেকে শিখুন
৭। ভালো মেথড তৈরি করুন।
৮। নিজের মেথডে স্ট্রিক থাকুন।
৯। সবকিছু সহজভাবে চিন্তা করুন।
১০। একটি পেয়ারে ট্রেড করুন।
১১। একটি নির্দিষ্ট টাইমফ্রেমে ট্রেড করুন।
১২। ট্রেডিং চার্ট পরিষ্কার রাখুন।
উক্ত পয়েন্টস গুলোর বিস্তারিত বিষদ আলোচনার জন্য, এখান থেকে ঘুরে আসতে পারেন; http://www.bdforexpro.com/topic/6-ভা...পস
-
ফরেক্স হল এমন একটি ব্যবসা যেখানে ট্রেড করে অনলিমিটেড অর্থ ইনকাম করা যায় আবার তেমনি লস হয়ে ব্যালেন্স শূন্য হয়ে যায়।ফরেক্সে প্রোফিটেবল ট্রেড করতে হলে ট্রেডারকে দক্ষ হতে হবে।আর দক্ষ ট্রেডারা নিম্নউক্ত বিষয় ণ্ডলো মাথায় রেখে ট্রেড করে থাকে তা হল সাপোর্ট এবং রেসিসটেন্ট লেভেল সঠিক ভাবে নির্নয় করা,এনালাইসিস করা,ট্রেন্ড নির্ধারন করা,অতিরক্ত ট্রেড করেনা,ধৈর্য,লোভহীনতা এবং সুযোগের অপেক্ষা করা ইত্যাদি।আর এণ্ডলো যারা মেনে চলেনা অযাথা আন্দাজ এর উপর ট্রেড করে তারাই হল অদক্ষ ট্রেডার।
-
ফরেক্স এ ভাল ট্রেডার না হওয়ার অনেক কারন আছে সর্বপ্রথম কারন হল ফরেক্স সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম এছাড়া আর অনেক কারন আছে তা হল ফরেক্স এ ট্রেড করার সময় মাথা গরম হয়ে যাওয়া তারপর ফরেক্স এর বিভিন্ন নিউজ এনালাআইসিস না করতে পারা অতিরিক্ত লোভ ভাল গাইড লাইনের অভাব ইত্যাদি
-
ভাল ট্রেডার হতে হলে অবশ্যই আপনাকে ধর্জ শীল হতে হবে। আমি শুরুতে অনেক আশা নিয়ে শুরু করি এর পর ধিরে ধিরে ফরেক্স কে আরও মনোযোগ সহকারে শিখছি। আশাকরছি খুব সিগ্রই ভাল মানের ট্রেডার হতে পারব। আসলে ফরেক্স মানে শেখার বিকল্প নাই। যত বেশি শিখা যাবে তত বেশি সফল হবার সম্ভবনা থাকে। তাই ধর্য ধরে শিখতে হবে তবেই সফলতা আসবে।
-
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যে খানে আপনি যদি আপনার মূল্যবান মেধা দিয়ে ট্রেড কোরতে পারেন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। ফরেক্স মার্কেট এ একজন ভালো ট্রেডার হতে হলে আমাদের কে কিছু বিষয় খিয়েল রাখতে হবে। ফরেক্স মার্কেট আমরা শুধু মাত্র আমাদের কিছু ভুল এর কারনে আমরা ফরেক্স মার্কেট এ লস দিয়ে থাকি। আমরা যদি আমাদের লভকে সামলাতে পারি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ সফল হব।
-
একজন অদক্ষ ট্রেডার কখনই ভাল ট্রেডিং কেৌশল জানে না যার কারনে তার ইচ্ছা খুশি অনুযায়ী ওপেন করা ট্রেড লসের দিকে চলে যায়। অদক্ষ ট্রেডাররা ট্রেডে লস করে কারন তারা মার্কেট অ্যানালাইসিস,মানিম্যানেজমেন্ট,ট্রেডিং কেৌশল, জটিল ট্রেড ইত্যাদি সম্পর্কে অজ্ঞ থাকে আর এই কারনেই তারা ট্রেডে লস করে মার্কেট থেকে বিদায় নেয়।
-
ফরেক্স ট্রেডার
ফরেক্স মার্কেট সম্পর্কের অনেকেই অনেক ধরনের কথা বলে। কেও বলে ফরেক্স মার্কেট এ ভালো ট্রেডার এর লপক্ষন কি আবার কেও বলে ফরেক্স মার্কেট এ ভালো ট্রেডার না হওয়ার লক্ষন কি। ফরেক্স মার্কেট এ আমরা যদি ভালোভাবে ট্রেড কোরতে পারি তাহলে আমরা সব্বাই ফরেক্স মার্কেট এ সফল হতে পারবো। তা ফরেক্স মার্কেট এ আপনি ভালো ট্রেডার হবেন না খারাপ ট্রেদার হবেন তা ডিপেণ্ড করবে আপনার উপর আপনিই করবেন।
-
ভালো ট্রেডার না হওয়ার অন্যতম কারণ হল অতি লোভ করা অতি লোভের কারণে এই মার্কেটে অসংখ্য ট্রেডার এর পতন ঘটছে এছাড়াও আরো কিছু কারণ হল অধৈর্য হওয়া আমরা যখন ট্রেড করি তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ধৈর্য হারিয়ে ফেলি তাছাড়া ভালো ট্রেডার না হওয়ার অন্যতম কারণ হল অল্পতে হতাশ হয়ে পড়া অর্থ্যাৎ আমরা খুব অল্প কোন কারণেই হতাশ হয়ে পড়ি
-
আসলে ফরেক্স মার্কেট এ শিক্ষার শেষ নেই, আপনি ভাবতে পারেন না যে এমন কোনো ত্রেদার রয়েছে কিনা যে কিনা লস খান না, আপনি সবচেয়ে ভালো ত্রেদার এর উদাহরণ টানতে পারেন, কিন্তু বলতে পাই, সেও লস এ ট্রেড নন, কিন্তু এসব স্বাভাবিক, আপনাকে খেয়াল রাখতে হবে কিসের জন্য বিফল হচ্ছেন এবং তার থেকে পরিত্রানের উপায়.
-
একজন ভাল ট্রেডার হওয়ার জন্য অবশ্যই উপরে উল্লিখিত গুণ গুলো থাকতে হবে । এবং একই সাথে দোষ গুলো পরিহার করতে হবে । তাহলে আপনি ও নিজেকে ভাল ট্রেডার হিসেবে দাবী করতে পারবেন । তা না হলে কখনওই আপনি নিজেকে ভাল ত্রেডার বলতে পারবেন না ।