সম্পুর্ন সহমত কেননা আপনি যে বিষয়গুলো তুলে এনছেন তা খুবই দরকারি। কিন্তু ট্রেড করতে গেলে কিছুই মাথায় থাকে না। দেখা যাক শিখে উঠতে পারি কিনা। চেষ্টা করছি নিজের কিছুটা উন্নতি করার। তবে কতটুকু পারব জানি না।
Printable View
সম্পুর্ন সহমত কেননা আপনি যে বিষয়গুলো তুলে এনছেন তা খুবই দরকারি। কিন্তু ট্রেড করতে গেলে কিছুই মাথায় থাকে না। দেখা যাক শিখে উঠতে পারি কিনা। চেষ্টা করছি নিজের কিছুটা উন্নতি করার। তবে কতটুকু পারব জানি না।
ভালো ট্রেডাররা ইন্ডিকেটর বেসড ট্রেড করেন না। তারা সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করেন। সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করেন। ওভার ও রিভেঞ্জ ট্রেড করেন না। দুই একটা ট্রেডে লস হলে হতাশ হন না। মাস বা বছর শেষে লাভ লস হিসেব করেন।
আপনার কথা গুলো আমার মনের মত হয়েছে কারন আমার জন্য কথাগুলো খুবই প্রয়োজস ছিল। আমি লস হলে মেনে নিতে অনেক কস্ট হত। তাই আপনার কথাগুলো শিক্ষানিয় হয়ে থাকবে।
একজন ভালো ট্রেডার এর অনেক গুলো বিষয় আছে। যা তাদের ভালো ট্রেডার হতে সাহায্য করে। একজন ভালো ট্রেডার সব সময় সকল ভালো মন্দ টা বিবেচনার মাধ্যমে ট্রেড করে। কি ভাবে ট্রেড করলে সে একজন সফল ট্রেডার হতে পারবেন সবটাই সে বিবেচনা করে। সঠিক এনালাইস করে। অন্যের কথাতে নয়, নিজের আত্মবিশ্বাস এর মাধ্যমে সে ট্রেড করে। প্রতিটি নিয়ম কানুন মেনে চলে। যেমন, অধিক লোভ না করে ট্রেড করা। বিভিন্ন ধরনের সিগ্যাল মেনে ট্রেড করা ইত্যাদি।
আসলে ফরেক্স মার্কেটে ভাল ট্রেডার হতে হলে অনেক ভাল দক্ষতা অর্জন করতে হবে ফরেক্স সম্পর্কে। ফরেক্স এ ভাল ট্রেডারে প্রথম লক্ষন হল মানিমেনেজমেন্ট অনুযায়ী ফরেক্স ট্রেডে ট্রেড ওপেন করা। যারা ভাল তারা কম ট্রেড করে।
ফরেক্স মার্কেটে যারা ভাল ট্রেডিং প্ল্যান নিয়ে ঠান্ডা মাথায় ট্রেড করে যাবে তাদের ফরেক্স মার্কেটে স্থায়িত্ব অনেক বেশি তাই বেশির চিন্তা না করে অল্প প্রফিট করার চিন্তা এটা ভাল ট্রেডারেরর লক্ষন হতে পারে কারন যে প্রকৃত ট্রেডার না সে চিন্তা করবে কিভাবে একদিনেই অনেক প্রফিট করতে পারি সে জন্য সে রিস্কি ট্রেড করবে হইলে লাক না হইলে ফাক
ভালো ট্রেডারের একটি অন্যতম গুন হলো ভুল থেকে শিক্ষা নেয়া । আসলে কোন ট্রেডে ব্যর্থ হলে অর্থাৎ লস করলে শুরুতেই মনে একটা হতাশা কাজ করে। তারপর আমি খোজার চেষ্টা করি ভুল টা কোথায় হলো। আমার মনে হয় কোন ট্রেডে ব্যর্থ হলে প্রথমেই ভুল খুজে বের করা উচিত। তারপর সেই ভুল শোধরান উচিত বা ভুল থেকে শিক্ষা নেয়া উচিত যাতে ভবিষ্যতে এই ভুল আর না হয়
ফরেক্স মার্কেট এ ভাল ট্রেডারের লক্ষন হল এরা ফরেক্স মার্কেট এ অনেক কম ট্রেডিং করে, বেশি ট্রেড ওপেনিং করে না,তারা ভাল টট্রেডিং করে ফরেক্স মার্কেট এনালাইসিস করে, ফরেক্স মার্কেট এর নিউজ দেখে,তারা অভার ট্রেডিং করে না তার টার্গেট মুতাবেক প্রফিট করে,ট্রেডিং করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে।
একজন ভালো ট্রেডারের বেশ কিছু ভালো লক্ষণ থাকে আর সেই লক্ষণ গুলিই বলে দেয় উনি একজন ভালো ট্রেডার।যেমন
একজন ভালো ট্রেডার কখনোই শক্ত এনালাইসিস ছাড়া ট্রেড করেনা
সবসময় মানি ম্যানেজমেন্ট মেনে চলে।
একজন ভালো ট্রেডার কখনোই যুক্তি ছাড়া ট্রেড করেনা।তাদের প্রতিটা ট্রেডের পিছনে যুক্তি থাকে
দৈনিক একটা টার্গেট নিয়ে ট্রেড করে।তাদের টার্গেট পূরন হয়ে গেলে যতো ভালো সুযোগই পাক না কেন তারা নতুন কোন ট্রেড করেনা।
একজন ভাল ট্রেডারের কিছু লক্ষন রয়েছে যেমন:
১)ভাল ট্রেড়ার সব সময় মার্কেট অ্যনালাইসিস করে ট্রেড করে।
২)লস হলে কখনও মাথা গরম করে ট্রেড করে না।
৩)মানি ম্যনেজমেন্ট ফলো করে ট্রেড করে।
৪) সে কখনও লোভ কেরে ট্রেড করে না।
৫)সে সব সময় নিউজ ফলো করে।