-
এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা বিদায় তারা আর বেশী লস করে । এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা তাই তারা আর বেশী লস করে ।
-
ফরেক্স মার্কেটে সব গুল ট্রেডে লস হয় এটা সত্যি নয় ফরেক্স মার্কেটে লস হয় এটা সত্যি কিন্তু সব ট্রেড গুলতে যে লস হবে তা নয় ট্রেড করতে করতে কিছু ট্রেডে লস হতে পারে ।ফরেক্স মার্কেটে অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ লক ট্রেডে লস করে ।
-
অতি বাস্তব একটি কথা যে লস সব ট্রেডারের ক্ষেত্রে হয়।অনেক সময় দেখা যায় অ সাবধানতার কারনেই লস হয়। আবার অতি লোভের কারনেই লস হয়ে থাকে। এবং ভাল ভাল ট্রেডারের ক্ষেত্রেও তা হয়ে থাকে। তাই আমি বলব আপনারা একটু সিরিয়াস হয়ে ট্রেড করুন লোভ লালসা ত্যাগ করুন দেখবেন আপনি লস এর হাতে থেকে নেহায় পাবেন।ধন্যবাদ।
-
ফরেক্স এমন একটি জায়গা যেখানে লাভ লস দুটোই থাকবে। প্রতি ট্রেডারের ক্ষেত্রে এটা অবরসই হয়। প্রতি ট্রেডার এর এটা মেনেই ট্রেড করতে হয়। কিন্তু যারা নতুন তাদের লাভ এর থেকে লস এর পরিমান বেশি হয় তাই বলে তাদের কখন ট্রেড করা বন্ধ করা উচিত না।
-
লস মানেই যে ফরেক্স তা আমরা সরাসরি বলতে পারি না ।তবে বড় থেকে শুরু করে নতুন ট্রেডারেরা কোন না কোন সময় ফরেক্স থেকে লসের সম্মূখীন হয়েছেন।
-
ফরেক্স মার্কেটে লস করে না এমন কেউ আছে কিনা আমার জানা নাই তবে আমি জেতুকু জানি ফরেক্স মার্কেটে সবার কম বেশি লস করে কারন ফরেক্স ট্রেড এমন একটি বিসয় যেখানে ট্রেড করলে কেউ বলতে পারে না যে আমার এই ট্রেড লাভ হবেই তাই আমি বলবো লস সব ট্রেডারদের কম বেশি করে হয়ে থাকে।
-
বিজনেস করতের হলেই লস বা লাভ এর মুখে পরতে হবে। লাভ লস ছাড়াতও আর বিজনেস হইনা। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড এর ক্ষেত্রে লাভ লস উভইটি রয়েছে। ফরাক্স মার্কেট এ ট্রেড কোরতে হোলে আমাদেরকে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে। ফরেক্স মার্কেট এ সব্বাই কম বেসি লস করি। কারন আমরা লস করি আমাদের কিছু সাধারন ভুল এর কারনে। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হোলে এবং ট্রেড করে সফল হতে হোলে ফরেক্স মার্কেট সম্পর্কে জানুন।
-
এটা একটা চিরন্তন সত্য কথা। আপনাকে লস মেনে নিতে হবে যদি লাভ করতে চান। শুধু লাভ করা আর যাই হোক ফরেক্স এ অসম্ভব। তবে আপনি দক্ষ হলে লসের পরিমান কমাতে পারবেন কিন্তু লস একেবারে খাবেন না এই গ্যরান্টি দিতে পারবেন না।
-
সব ব্যবসায়ে লাভ লস আছে তার মানে এই নয় যে লাভ হবে না তাই আপনাকে ভেঙে পড়লে চলবে না আপনাকে ধৈর্য রাখতে হবে এবং পুনরায় নতুন উদ্দম নিয়ে ট্রেডিং করতে হবে। আপনাকে বেশী বেশী ডেমো ট্রেডিং করতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেটে ট্রেডিং করে সফল হবেন।
-
ব্যবসায় যেমন লাভ লস আছে. তেমনি ফরেক্সেও লস আছে। আর এখানে লাভ লস আছে। এখানে প্রায় সব ট্রেডার দের লাভের পাশাপাশি লসের অংশীদার হতে হয়।