-
ফরেক্স ট্রেডিং আমার অনেক ভালো লাগে ।। আমি ট্রেড করতে খুব মজা পাই প্রাই একবছর যাবত আমি দেমো ট্রেড এর পাশা পাশি রিয়াল ট্রেড ক করে আসছি ।। কিন্ত ধিরে ধিরে ফরেক্স মার্কেট আমার কাছে কেমন নেশা হয়ে গাছে ।। যে দুইদিন মার্কেট বন্ধ থাকে সে কইদি আমার খুব অস্থির লাগে খুব একা এখা লাগে ।। মনেহই কখন মার্কেট খুলবে ট্রেড করবো ।। এক কথা মার্কেট এর প্রেম এ পরেগ্যাছি ।। তবে ফরেক্স মার্কেট আমার সপ্ন আমার ভবিস্যত।। আমি ফরেক্স মারকেরট এর দারাই জিবনে প্রতিষ্ঠিত হতে চাই।।
-
এটা আমার ভালো লাগা কারণ আমি ফরেক্স ট্রেডিং করতে খুব ভালোবাসি আমি ফরীক্স মার্কেট সম্পর্কে যত বেশি জাঞ্চি আমি ততবেসি ভালোবেসে ফেলচি ফরেক্স মার্কেট কে
-
আমি অবসর সময়ে বাড়িতে বসে গেমস খেলতাম গান সুনতাম। আমার এক ভাই এর কথা অনুযায়ি আমি ফরেক্স করছি। এতে আমার অবসর সময়ও কেটে যাচ্ছে আর আমি পরালেখার পাশাপাশি কিছু অরথো উপারজন করতে পারছি। ফরেক্স ট্রেডিং আমার কাছে ভাল লাগে। বলতে গেলে ফরেক্স আমার বন্ধু।
-
আসলেই প্রসংঙ্গটা যুক্তি সংগত। আমার জানামতে অনেকেই আছেন যে, মাদকের নেশার মত ফরেক্স ট্রেডিং এ আসক্তি হয়ে পড়েছেন। বার বার লস করছেন তবু ও ট্রেডিং এ যুক্ত হয়ে আছেন। এখন আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে আপনি কি ফরেক্স এ লস করেন নি? যদি লস করেই থাকেন তাহলে আপনি কেন ফরেক্স নিয়ে পড়ে আছেন। তারমানে আপনার ও কি ফরেক্স নেশা? আমি বলব না, ফরেক্স আমার নেশা না। আমি লস করেছি ঠিকই। কিন্তু যখন লস করেছি? তখন তার কারন খুজে বের করার চেষ্ঠা করেছি। তারপরে অনেক দিন ডেমো ট্রেডিং করেছি। তারপর ডেমো ট্রেডিং এ যখন ধারাবাহিক ভাবে সফলতা অর্জন করেছি। তখনই আবার রিয়েল ট্রেডিং শুরু করেছি। ফরেক্স কে আমি আমার পার্ট টাইম জব হিসেবে নিয়েছি।
-
ফরেক্স ব্যবসায় হচ্ছে অনলাইন ভিত্তিক মার্কেট এটা জুয়া খেলা মূলক বিজনেস নয়।ফরেক্স মার্কেট থেকে আপনাকে অনেক পরিশ্রম করে ডলার আয় করতে হয়।আর আমি ফরেক্স বিজনেসের প্রতি আমি একটু আসক্ত।আমি ফরেক্স বিজনেসকে পেশা হিসেবে নিয়েছি।আমি মনে করি দক্ষতা এবং অবিজ্ঞতা দিয়ে ট্রেড করতে পারলে অনেক টাকা আয় করা সম্ভব।
-
ফরেক্স এর জন্য আসক্তি শব্দটা ঠিক মানায় না । কারণ আসক্তি বলতে কোন কিছুর প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়াকেই বুঝায় । ফরেক্স এমন একটা ব্যবসায় যেখানে আপনাকে একটা শৃংখল এর মধ্য থাকতে হবে । কারণ শৃংখলা না থাকলে আপনি শুধুই লস করতে থাকবেন । এখানে আমরা ট্রেড করি খুবই কম । কিন্ত একজন মানুষ যদি অধিক আসক্তি হয় তবে তিনি একত্রে অনেক ট্রেড ওপেন করবেন এবং পাশাপাশি লস হতে থাকলে মানষিকভাবে ভেঙ্গে পড়বেন । তবে ফরেক্স এর প্রতি ভালবাসা কিংবা ভালা লাগা থাকাটা অধিক উচিত যদি আপনি এখানে ট্রেড করে থাকেন ।
-
ফরেক্স ট্রেড আমার কাছে ভাল লাগা ।আমি দিনে ৪-৫ ঘণ্টা ফরেক্স এ দেই আমি এই টাইম এ ফরেক্স দিয়ে ৪-৫$ ইনকাম করি আমি ঘরে বসেই অনেক টাকা ইনকাম করতে পারি ফরেক্স দিয়ে তাই ফরেক্স আমর কাছে ভাল লাগার কারন
-
ফরেক্স ট্রেডিং কখন আসক্তি হয়া উচিত না কারন ফরেক্স একটি ভাল ব্যবসা এই ব্যবসা করে ফরেক্স মারকেট থেকে টাকা আয় করা জায় এই ব্যবসা ইনভেস্ট করে করতে হয় তাই ফরেক্স একটি ভাল ব্যবসা অন্য জেকন ব্যবসা থেকে ভাল ব্যবসা বলা ।
-
ফরেক্স ট্রেডিং আমার আসক্তি না ভালো কারন ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা এই ব্যবসা কে কখন আসক্তি হতে যাবে কেন ফরেক্স একটি উন্নত মানের ব্যবসা এই ব্যবসা করে ফরেক্স মার্কেট থেকে আয় করতে হয় তাই ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা আয় করা জায় ফরেক্স একটি ভালো ব্যবসা ।
-
আমি ফরেক্স ট্রেডিং আসক্তি নয়, এটা আমার ভলো লাগা। কারণ আমি যতটুকু বুঝেছি ও জেনেছি ফরেক্স শিখে ট্রেড করলে লস হওয়ার চেয়ে লাভই বেশি হয়। তাই আমি ফরেক্স এ ট্রেডিং করতে ভাল বাসি ।