স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
Printable View
স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ফরেক্স মার্কেটে ভাই আপনারা যদি ভাল করে ফরেক্স ট্রেড করতে চান তবে আমি মনে করি সবাই স্টপ লস এবং টেইক প্রফীট ব্যবহাত করা উচিত এতে করে আমি মনে করি অনেক অনাকংকিত আপনার লস হতে বাচতে পারবেন। নাহলে আপনার যদি বড় লস হয় তাহলে তা কবার করা সম্বব নয়।
ফরেক্স ট্রেডিংএ স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্ব পূর্ণ একটি বিষয়। স্টপ লস আমাদের খব বেশি লসের হাত থেকে রক্ষা করে এবং টেক প্রফিট আমাদের কাংক্ষিত লাভ প্রদান করে। সর্ব পরি বলা যায়, স্টপ লস ব্যবহারে ঝুঁকির পমিাণ কমে যায়।
অধিকাংশ ট্রেডার এর একাউন্ট 00 হওয়ার মূল কারণ হচ্ছে স্টপ লস ব্যবহার না করা, তাই আমরা যতযতটুকু লস বেয়ার করতে পারব সেই অনুপাতে নির্দিষ্ট প্রাইস এ স্টপ লস সেট করে রাখলে অতিরিক্ত লস এর হাত থেকে রক্ষা পাব। আবার যে পরিমান লাভ করতে চাই সেই অনুপাতে টেক প্রফিট সেট করে রাখলে ঐ প্রাইস এ এসে প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ হয়ে যায়।
একজন সুদক্ষ ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা জানকে হবে । আমি আমার জীবনে অনেক গুলো অ্যাকাউন্ট জিরো করেছি শুধু মাএ স্টপ লস ব্যবহার না করার কারণে । যদি স্টপ লস ব্যবহার করতাম তাহলে হয়তো আমাকে লস করতে হটো না ।
স্টপ লস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার লসকৃত ট্রেডগুলো একটি নির্দিষ্ট প্রাইসে ক্লোজ করতে পারবেন।আর টেক প্রফিট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনি আপনার প্রফিটেভল ট্রেডগুলো একটি নির্দিষ্ট প্রাইসে ক্লোজ করতে পারবেন।এগুলোই টেক প্রফিট এবং স্টপলস নামে পরিচিত।আশা করি বুঝতে পেরেছেন।:p
স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার করে ট্রেড করা ফরেক্স ট্রেডিং এর একটি গুরুত্বপুর্ন অংশ । আপনি যদি স্টপ লস এবং টেক প্রফিট সেট করে ট্রেড করেন তাহলে আপনার ট্রেড সঠিক সময়ে মার্কেত থেকে বের হয়ে আসতে সক্ষম হবে । এমনকি আপনি যদি মার্কেট এ না থাকেন তারপরও । তাই আপনার প্রতিটি ট্রেডে স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করেন আর এটাই বুদ্ধিমানের কাজ । আর এজন্য আপনাকে সঠিকভাবে স্টপ লস ও টেকপ্রফিট সেট করা জানতে হবে যেন আপনার ট্রেড যথেষ্ট প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসতে পারে ।
ফরেক্স মার্কেটে আমরা স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,ফরেক্স মার্কেটে অনেক সময় বড় ধরনের মুভমেন্ট হয়,বেশি লস থেকে বাচার জন্য আমরা স্টপ লস ব্যাবহার করে থাকি,আবার আমরা টেক প্রফিট ব্যাবহার করি যে পরি মান প্রফিট নিব সেই লেভেলে টেক প্রফিট ব্যাবহার করে ট্রেড করে থাকি,।
স্টপ লস ও টেইক প্রফিট খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর । যে যত বেশী এই ইন্ডিকেটর ব্যবহার করবে সে তত বেশী সফলকাম হত পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য এই দুটো ইন্ডিকেটর ব্যবহার করার চেষ্টা করব ।
ফরেক্স মার্কেট এ আপনার ট্রেড এন্ট্রি নেওয়ার পর হয় লাভ হবে না হয় লস হবে।। কিন্তু লস হলে তা আপনি কতটুকু লস দিতে রাজি আছেন তা নির্দিষ্ট করে দেওয়াটাই মূলত স্টপ লস সেট করা বলে।। আর লাভের ক্ষেত্রে ও ।। আপনি লাভের ক্ষেত্রে টেক প্রফিট সেট করবেন।। যদি মনে করেন মার্কেট নির্দিষ্ট পরিমান গিয়ে আবার ট্রেড এর বিপরীতে যাবে তখন টেক প্রফিট সেট করবেন।।