ভাল করে আনাল্যসিস করে ট্রেড করা উচিত । টেকনিকাল বিষয় গুলো ভাল করে বুঝে নিতে হবে । ফরেক্স এ লাভ আর লস নিওন্ত্রন করার কিছু বেপার আছে সেগুলো অবশ্যই ভাল করে রপ্ত করে নিতে হবে। তাহলে ইতিবাচক কিছু আশা করা যাবে ।
Printable View
খুব দুঃখ পেয়েছেন তাইত । দুঃখ পাওার কিছু নেই ভাই । আপনি কি জানেন না যে ফরেক্স মার্কেট এ লস করে ৯৫% মানুশ এর এই খান থেকে লাভ করে মাত্র ৫% মানুশ । যদি আপনি আইতা জেনে থাকেন তবে আপনার ভিত হওার কিছুই নাই । বরং আপনার ভুল খুজে বের করুন । কারন জতখন পর্যন্ত আপনি আপনার ভুল খুজে পাবেন না । ততখন পর্যন্ত আপনি একই ভুল বারবার করতে থাকবেন । আর এমন ভাবে ভুল করতে থাকলে আপনার বাবশার মুল ধন অছিরাই সেশ হয়ে যাবে । তাই আপনার ছরছা বারান ।
ফরেক্স এ লাভ করা কঠিন কিন্তু ভাল করে ফরেক্স শিখলে ভাল পরিমান ডলার লাভ করা যায় তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারবেন।তা ছাড়া অনেক ভালো দক্ষ ট্রেডারের সাহায্য নিতে পারেন আরও ভালো অভিজ্ঞতা অর্জন করুন।আমাদের উছিত ধৈর্য ধরে ট্রেড করা এবং লাভ করার জন্য অপেক্ষা করা। নয় ডলার এর লস থেকে মানুস আর অনেক টাকা আয় করতে পারবে।
আমরা জানি ফরেক্স মার্কেটে লাভ লস দুটোই আছে আজকে লস হয়েছে কালকে লাভ হবে এটা কোন ব্যপার না আজ হইত আপনার ফরেক্স মার্কেট ভালো করে এনালাইসিস না করার কারনে ৯ ডলার লস হয়েছে কাল যদি খুব ভালো করে মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে পারেন তাহলে এখান থেকে ৯০ ডলার লাভ করা সম্ভব বলে আমি মনে করি
বিজনেস এ লাভ ও লস দুইটাই থাকে । আপনাকে চিন্তা করতে হবে আপনি কোনটা করতে চান ? ভাল ট্রেডার হলে আপনি লস হাত থেকে কিছু টা হলেও নিস্তার পাবেন । কিন্তু একদম যে লস হবে না তার কোন গেরান্টি নাই ।
ভাই টেশন করবেন না । লাভ লস মিলিয়েই ফরেক্স । আপনাকে এই লস টা স্বাভাবিক ভাবেই মেনে নিতে হবে । আপনি যদি এই লস মেনে নিতে না পারেন তাহলে দেখা জযাভে যে আপনার লস এর পরিমান আরও বেড়ে গেছে । কারন মাথা ঠীক না থাকলে আপনি ঠিকমত এনালাইসিস করতে পারবেন না । ফলে আরও ভুল হবে । তাই আপনি ধৈর্য্য ধরুন আর আস্তে আস্তে এগিয়ে যান আর মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করুন তাহলে লস হলেও সেটা সীমিত থাকবে ।
অদক্ষতার কারনে মানুশ ফরেক্স এ লস করে। আপনাকে ফরেক্স এ দক্ষ হতে হবে। এর জন্য আপনাকে অনেক ডেম ট্রেড করতে হবে। আপনাকে আপনার লোভও বরজন করতে হবে। তাহলে আপনি ফরেক্স এ লাভ করতে পারবেন।
লাভ লস সব বিজনেস এই থাকবে লাভ ও হবে আবার লস ও হবে এ নিয়েই বিজনেস আপনি লস করছেন তাই বলে ইমোশনাল হয়ে পরলে চলবে না আপনি কি জন্য লস করসেন তা খুজে বের করুন আগে তারপর তার সমাধান করান তবেই আর নেক্সট এ আই লস করবেন না
আমি অনেক দিন থেকে ট্রেড করছি কিন্তু আমার অনেক সময় জেছে যে আমার এক দিনে ৯ ডলার এর বেশি লস হয়েছে কারন লস হলে কোন ভাবে লসের দিনে আর ফরেক্স মার্কেটে না থাকা ভাল আর সেই দিন আর ফরেক্স মার্কেটে ট্রেড না করা ভাল তাহলে বেশি ক্ষতি হতে পারে ।
না বুজে ট্রেড করবেন না,মানিমেনেজমেন্ট করে চলবেন।দেখবেন খুব একটা লস করবেন না।