-
পোস্টে বোনস কম আসে এর উত্তর একমাত্র মডরেটর দিতে পারে। আমরা বাংলা ফোরামে পোস্ট লিখি তারা কেউ এর সঠিক উত্তর দিতে পারবো না। কোন কারণে কি জন্য বোনস কম আসছে তার জন্য মডারেটরের সাথে যোগাযোগ করতে হবে। তবে তিনি বলে দিতে পারবেন কেন বোনাস কাম আসছে। মডারেটেরর পরামর্শ মোতাবেক পোস্ট লিখতে পারলে বোনাস কম আসবে না বরং বেশিই আসবে।
-
পূর্বেকার কথা কি বলব মাসে ২০০ ডলার করে বোনাস পেতাম অল্প কষ্ট করে কিন্তু এখন আর বেশি কষ্ট করে ভাল ভাল পোষ্ট করার চেষ্টা করি এবং লাইক এর পরিমানও বেশি পায় কিন্তু বোনাসের বেলায় অনেক কম পায় ফলে ট্রেড করার জন্য আমাদের অনেক কষ্ট হয়ে থাকে। তাই বুঝতে পারছি না কিভাবে আমাদের কাজ করলে বেশি বোনাস পাব। যদি নিয়মগুলি ভাল করে জানা যেত তাহলে বেশি বোনাস পেতে পারতাম। এ জন্য আমি ফোরামের সম্মানিত মডারেটর এর দৃষ্টি আকর্ষক করছি যে, কিভাবে আমরা পোষ্ট থেকে বেশি বোনাস পেতে পারি সে বিষয়ে নির্দেশনা প্রদান করার জন্য।আমার করা পোস্টের তুলনায় অনেক কম পেয়েছি । আর আমি ও যখন আমার এই বিষয়টি নিয়ে আমার বন্ধুর সাথে কথা আলোচনা করলাম,,, সে তখন আমার এই বিষয়টির উপর আমাকে এটাই বল্লো যে,,, তোমার করা পোস্টগুলির মধ্যে হয়তো বানান ভুল ছিলো,,, তা না হলে তোমার করা পোস্টগুলি অনেক বেশি ছোট হয়ে গেছিলো এবং লেখার ভাষায় মধ্যে কোনো প্রকার মাধুর্য ছিলো না । সে কারনে ব্রোকার তোমাকে তোমার করা পোস্টগুলির তুলনায় অনেক কম বোনাস দিয়েছে । আমি তারপর বুঝতে পারলাম যে,,, ভুল হয়তো আমারি ছিলো,,, সে জন্য আমি আমার নেজ্য প্রাপ্য পায়নি । তাই এখন আমাদের উচিত পোস্ট করার সময় সঠিকভাবে বানান ভুল না করে এবং সর্বনিম্ন ৮ লাইনের পোস্ট লেখা।