-
ফরেক্স মারেক্ত এ চাট কে আপনি যত জতিল করবেন আপনি তত লস করার সম্বাবনা বেশি থাকবে আপনি চাট ফাকা রাখলে আপনি চাট কি বলছে তা বুঝতে পারবেন আর লাভ করতে পারবেন অনেক টেড আর আছে যারা চাট এ এতো ইনডিকেটর ব্যবহার করে যে পরে আর চাট বুঝতে পারে না আর লস করে পরে যখন বুঝে তখন বুঝে সুধু মুভিং এভারেজ দিয়ে ও লাভ করা যাই ফরেক্স মার্কেট এ তাই চাট জটিল করে লাভ নাই চাট সহজ করার চেচটা করুন
-
আমাদের জন্য খুব ভাল একটি পরামর্শ দিয়েছেন। আমাদেরকে উৎসাহ এবং ফরেক্স এ সফলতা অর্জনের যে সাহস দিয়েছেন এইজন্য আপনাবে ধন্যবাদ জানাই। আমি আপনার সাথে একমত। এইজন্য ধৈর্যের সাথে আমাদের মার্কেটে লেগে থেকে ফরেক্স মার্কেট থেকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। সফল হতে হলে একটু দীর্ঘ সময় লাগবেই। হুট করেই কউ সফলতা পায়না।
-
ফরেক্স ট্রেডিংকে ব্যবসা হিসেবে গ্রহণ করুন। স্বাভবিক নিয়ম-কানুন মেনে চলুন। আপনার যদি একটি দোকান থাকে তাহলে প্রতিদিন দোকানটি নিদিষ্ট সময় খুলতে হয়।কোন পণ্যে দাম বাড়বে না কমবে তার খোজ-খবর নেন।আগামী বাজেটে ব্যবসার পরিস্থিতি সম্পকেও খোঁজ-খবর নেন। কোন পণ্য স্টক থাকা অবস্থায় দাম কমে গেলে লস মেনে নেন। ঠিক এই ভাবে ফরেক্স মার্কেট সম্পর্কে খোঁজ-খবর নিয়ে এনালাইসিস করে ট্রেড করলে আপনি সফল হবেন। ফরেক্সে যখন লস মেনে নিতে শিখবেন তখন ধারাবাহিক ভাবে লাভ করতে পারবেন।
-
আসলে কথা হচ্ছে ট্রেড সহজও নয় আবার ট্রেড কঠিনও নয়। ট্রেড ট্রেডের মত। আমরাই একে সহজ করি, আবার কঠিন করি। ট্রেডকে আমরা সহজভাবে ণিয়ে বুঝে শুনে ট্রেডকরলে কোন কটিনর সম্মুখীন হতে হয় না। কিন্তু আমরা ট্রেডকে কঠিন করে ফেলি।
-
আসলে ফরেক্স শিক্ষাটা খুব বেশি সহজও না আবার খুব বেশি জটিলও না। কিন্তু আমরাই এটাকে জটিল করে ফেলি। কারণ, অনেকেই ভালোভাবে স্টাডি না করে শুধু বাই আর সেল করা লাগে এটা জেনেই রিয়েল ট্রেডে নেমে যায়। কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয়। কারণ, ফরেক্স মার্কেটটা অনেক বিশাল, শেয়ার মার্কেটের চেয়েও অনেক বড় মার্কেট এই ফরেক্স। তাই অনেল হিসাব-নিকাষ করে ট্রেড করতে হয় এখানে।
-
ফরেক্স ট্রেডিং আমাদের সহজভাবে গ্রহণ করতে হবে । যে ট্রেডার ঠিকমত এই ফরেক্স ব্যবসা করতে পারবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব বেশী বেশী আমরা ফরেক্স মার্কেটের ট্রেডিং নেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন ফরেক্স ব্যবসা শশিখে লাভবান হতে অবশ্যই সফলকাম হতে পারবেন । কেননা সফলতা রয়েছে পরিশ্রমের ভেতরে ।
-
শুধু একটা কথা বলব, আজ যে ব্যক্তি ফোরেক্সে সবচেয়ে সফল সেও একদিন কিছুই জানতো না। সে যদি সে সময় এটাকে সহজ ভাবে নিতে না পারত আজ সে সফল হতে পারত না।
-
আমরা ফরেক্স মার্কেটকে সহজভাবে গ্রহণ করার চেষ্টা করব । আমরা দক্ষতা ভালোভাবে করার চেষ্টা করব । যে যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা সব সময় মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই আমরা লাভবান হতে পাবর । আমরা ডেমো ট্রেড বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
-
আপনার প্রতিটি কাজ প্রথমে আপনার কাছে কঠিন লাগবে । সেই জন্য আপনাকে হতাশ হওয়া যাবে না । আপনি যদি ঐ কাজ টাকে সহজ ভাবে ঠাণ্ডা মাথায় চিন্তা করেন তাহলে ঐ কাজটাও সহজ লাগবে । আপনি যদি একেবারে এক দিনেই যদি সব কিছু শিখতে চান তাহলে ঐ কাজ টা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে । তাই প্রথম থেকে একটু একটু করে বুঝে শিখলে ঐ কাজটি অনেক সহজ হবে । আপনি যদি ফরেক্স ট্রেডিং সহজ ভাবে নিয়ে শিখেন তাহলে আপনার জন্য শেখাটা অনেক সহজ হবে ।
-
বেসরকারী কোন প্রতিষ্ঠানে এক লাখ টাকা বেতন পাওয়ার জন্য হলেও অনেক বছর লেখাপড়া করতে হয়। তেমনি ফরেক্স থেকে কোটি কোটি টাকা কামাইয়ের জন্যতো কম করে হলেও দুই বা তিন বছর সময় দেয়া উচিত। যারা এই সময় দিতে পারেনা তারাই লোভী প্রকৃতির এবং অধৈর্য লোকেরাই অল্প সময় ডেমো করেই পন্ডিতি করে রিয়েল ফরেক্স করে আর লস করতে থাকে।