-
তাড়াহুড়ো করে ট্রেড করা কি ভাল কাজ ? এই প্রশ্নটা শুধু ফরেক্সের ক্ষেত্রে নয় সব ক্ষেত্রেই তাড়াহুড়ো করে করতে গেলে কোন কাজই ভাল হয় না। সেটা ব্যক্তিগত,সামাজিক, রাষ্ট্রীয় বা ধর্মীয় কাজই হোক না কেন । আর ফরেক্স যেহেতু অনলাইনভিত্তিক আন্তর্জাতিক বিজনেস,সেখানে তাড়াহুড়ো করতে গেলে বড় ধরণের ক্ষতি হয়ে যেতে পারে বা লস হওয়ার সম্ভাবনা খুব বেশী। এজন্য ফরেক্সে তাড়াহুড়ো না করে দীর্ঘ্যসময় টিকে থাকার জন্য আস্তে আস্তে ট্রেড করতে হবে।
-
আমরা মনে করে থাকি যে এই বুঝি মার্কেট এখান থেকে চলে গেলো কিন্তু না মার্কেট আমাদের অনেক সময় ট্র্যাপ করার জন্য মুভমেন্ট করে থাকে। তাই মার্কেট প্লেসে এসেই দ্রুত একটি ট্রেড নিয়ে নেয়া উচিৎ নয়। আগে মার্কেটে এসে ফান্ডমেন্টাল কোন নিউজ আছে কিনা সেটার দিকে লক্ষ করতে হবে। ফান্ডামেন্টাল এনালাইজ করা হয়ে গেলে আবার চলে আসতে হবে টেকনিক্যাল এনালাইজ করতে। টেকনিক্যাল এনালাইজ আর ফান্ডামেন্টাল এনালাইজ শেষ করে একটি সুন্দর ট্রেডের জন্য আপনাকে ওয়েট করতে হবে যেটি আপনাকে লাভ এনে দিতে পারে
-
ফরেক্স ট্রেডিং ব্যসাতে তারাহুরো করে কোন ট্রেড এ্যান্টি দেওয়া উচিত নয়।আপনি যদি তারাহুর করে ট্রেড দেন তাহলে সেই ট্রেড থেকে আপনি ভালো কিছু না পাওয়ার সম্ভাবনা আছে।তাই আমি মনে করি ফরেক্স ট্রেডিং ব্যবসাতে খুব ভেবে চিন্তে তারপর ট্রেড দিতে হবে।
-
ফরেক্স একটি চিন্তা, এ্যানালাইসিস নির্ভর ধীল গতির ব্যবসা। এখানে তাড়াহুড়ো করতে গেলে হিতে বিপরীত হয় । কারণ এখানে প্রতিটি পদক্ষেপ নিতে গেলে অনেক কিছু এ্যানালাইসিস করে যেমন- মার্কেট এ্যানালাইসিস (ফান্ডমেন্টাল, টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল) , বিভিন্ন চার্ট এ্যানালাইসিস ( ক্যান্ডেলস্টিক, বার, লাইন চার্ট ইত্যাদি), নিউজ আপডেট ও নিজের ট্রেডগুলো এ্যানালাইসিস করে করে ট্রেড করতে হয়। সেখানে কোন ভাবেই তাড়াহুড়ো করা যাবে না। অনেক ধৈর্য্য প্রয়োজন হয় এখানে টিকে থাকতে গেলে। আর টিকে থাকার মাধ্যমেই সফলতা আসে ফরেক্স ট্রেডিংয়ে।
-
ফরেক্স মার্কেটে তাড়াহুড়া করে ট্রেড করার কোন মানেই হয় না এটা খুবই ঝুঁকিপূর্ণ। তাড়াহুড়া করে ট্রেড ওপেন করার মানে হচ্ছে মার্কেট ভালভাবে না আনাল্যসিস করেই ট্রেড দেয়া । যেটা আপনার ট্রেডিং এর জন্য সবচেয়ে ক্ষতিকর। অভিজ্ঞতা থেকে দেখেছি যে বেশি লাভের আশায় বা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে আমরা যখন ট্রেড করি তখন আসলে আমরা এনালাইসিস না করেই ট্রেড করি । ফলে মার্কেট এ শুধু আমরা লসের পর লস করে জাই । তাই এনালাইসিস না করে ট্রেড করা যাবেনা।
-
তাড়াহুড়ার কোন কাজই ভালো ফলাফল বয়ে আনে না। প্রতিটি কাজে সময় নিয়ে ধৈর্য সহকারে বিশ্লেষণ করে করা উচিত। ফরেক্স এর ক্ষেত্রে প্রতিটা ট্রেড সময় নিয়ে এনালাইসিস করে, মার্কেট স্ক্যান্ডেল মুভমেন্ট বিশ্লেষণ করে ট্রেড করা উচিত। সকল বিষয়ে বিষয়ে যাচাই করে ট্রেড করার সিদ্ধান্ত নেওয়া উচিত। সময় নেয়া ব্যতিত ট্রেড করলে লস হওয়ার সম্ভাবণা বেশী থাকে।
-
সত্যি বলতে আমাদের ধৈর্য্য খুবই কম। অনেক সময় দেখা যায় মার্কেট ভালো করে এনালাইসিস না করেই আমরা ট্রেড দিয়ে বসি। কিন্ত একটু সময় নিয়ে আমাদের মার্কেট নিয়ে এনালাইসিস করা উচিত। চার্ট ওপেন করেই ট্রেড করা বোকামী। এতে লস হওয়া সম্ভাবনা থাকে বেশি।
-
ফরেক্স হল কাজের এমন এক্তি মাধ্যম যেখানে অনেক সময় নিয়ে ধৈর্য ধারন করে কাজ করতে হয় । ফতেক্স মার্কেট এ যে ধৈর্য ধরতে পারে সেই একমাত্র টিকে থেকে সফল হতে পারে । আর তাড়াহুড়া করে ট্রেড দিলে বেশিরভাগ ক্ষেত্রেই সেটাতে লস হওয়ার সম্ভাবনা থাকে । ফরেক্স মার্কেট থেকে যদি আপনি অর্থ উপার্জন করতে চান সেক্ষেত্রে আপনার ধিরস্থিরভাবে মার্কেট বুঝে আনাল্যসিস করে ট্রেড করতে হবে , আন্দাজে ট্রেড করলে হবে না । তাই আপনি যদি তাড়াহুড়ো করে ট্রেড করেন তাহলে আমার মনে হয় আপনার লস ছাড়া লাভ অসম্ভব ।
-
তারাহুরোর কোনও কাজই ভাল নয়, একটি প্রচলিত কথা আছে যে বিয়ে এবং জমির কিনার সময় তারাহুরো করতে নাই,কারন এটা সারাজীবনের ব্যাপার।তেমনি যেকোনও কাজই যেটা তারাহুরো করা হয়,সেটা থেকে কখনও ভাল ফল পাওয়া যায় না।ট্রেডিং এর বেলাতেও তাই।কখনও তারাহুরা করতে নাই,এনালাইসিস ছাড়া তারাহুরো করলেই ধরা খেতে হবে।তারাহুরো করলে কখনও ঐ ট্রেড থেকে ভাল ফল পাওয়া যায় না।তাই সঠিকভাবে এনালাইসিস করে আমাদের ধীরে ধীরে ট্রেন্ডের দিকে ট্রেড ওপেন করতে হয়।ফরেস্কে লোভে পড়ে অনেকেই বড় ক্যান্ডেল হেতে দেখলে সাথে সাথে ট্রেড ওপেন করে ফেলে এতে একাউন্ট ধ্বংস হবার সম্ভবনা থাকে।
-
ফরেক্স মার্কেট সব সময় ট্রেড করার জন্য উপযোগী থাকে না। মার্কেট কখন ট্রেড করার উপযোগী এটা বোঝা যায় এনালাইসিস করলে। তবে এনালাইসিসটা অবশ্যই সঠিক হতে হবে। ভূল এনালাইসিসের কারণে ট্রেডে লস হতে পারে। তাই এটা স্পষ্ট যে এখানে তাড়াহুড়ো করে ট্রেড করলে ট্রেডিং এ ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। তাই ট্রেড করার সময় অবশ্যই মাথা ঠান্ডা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই ট্রেড করার জন্য অস্থির না হয়ে ধৈর্য্যশীল হওয়া বাঞ্চনীয়।