আমি জানুয়ারী মাসের দিকে প্রায় ৫০ ডলার এর মত লাভ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এই যে আমি মার্কেট থেকে লাভ উত্তোলন করতে পারিনি। স্টপ লস ছাড়া ট্রেড করার কারনে মার্কেট থেকে আউট হয়ে যাই। সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড দেওয়া উচিত।
Printable View
আমি জানুয়ারী মাসের দিকে প্রায় ৫০ ডলার এর মত লাভ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এই যে আমি মার্কেট থেকে লাভ উত্তোলন করতে পারিনি। স্টপ লস ছাড়া ট্রেড করার কারনে মার্কেট থেকে আউট হয়ে যাই। সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড দেওয়া উচিত।
প্রায় সময় লস করে থাকি । কিন্তু লস করলেও তা পরবতীর্তে তা আবার পুষিয়ে নেওয়ার চেষ্টা করি।গত মাসেও লস করেছি।তবে ফরেক্সে লস করাটা খুব কঠিন কিছু নয় ।
লস আমি প্রতিদিনই করি। আমার লস এর সব চাইতে প্রধান কারন হলো ফ্রি টেলিগ্রাম গ্রুপের সিগনাল ফলো করে টেড করা। বেশি লট ব্যাবহার করা। লস করলেও তা পরবতীর্তে তা আবার পুষিয়ে নেওয়ার চেষ্টা করি।গত মাসেও লস করেছি। আমরা যখন একটি ব্যাবসা খুলবো তখন অবশ্যই সেখানে আমাদের ক্ষতির একটি সিমা নির্ধারন করে দিবো এতে আমরা অনেক ক্ষতি থেকে মুক্তি পাবো
এটা কেমন প্রশ্ন? ফরেক্স মানি হচ্ছে লাভ
লোকসানের ভিত্তিতে বিজনেস। তবে দক্ষ
ট্রেড্রার দের বেলায় এভারেজ প্রফিট হয়। যদি
টিপি হিট করে ২০ টা আর স্টোপ লস হিট করে ১ টা।
তাই আমি বলতে চাই জে মারকেট ট্রেন্ড বুজে শুনে,
মারকেট এনালাইসিস করে প্রতিটি ট্রেড ওপেন
করা উত্তম কাজ।
প্রতিদিন ট্রেড করে তারা প্রতিদিন ই লস করে থাকে। আমি যদি প্রতিদিন ৫ টা ট্রেড নিয়ে থাকি তাহলে কখনো কখনো আমার ৪ টা ট্রেড ই লসে চলে যায় আর একটা ট্রেড লাভে যায় আবার কখনো কখনো ৩ টা লসে যায় আর দুইটা লাভে যায়। আমি এখন ডেমো করে করে আমার স্কিল বাড়াচ্ছি আর কি।
কিছুদিন আগেই লস করেছিলাম প্রায় ৫০ ডলারের মত তবে তা অনেকটাই রিকোভার করে ফেলেছি। আসলে বেশি রিস্ক নেয়ার কারনেই বেশি লস করে ফেলেছিলাম তবে এখন ধীরে ধীরে তা রিকোভার করে তোলার চেষ্টা করে চলেছি।
আমি গত মে মাসে আমি ৫টি ট্রেড এর মধ্যে আমি ৩টিতে লস করেছিলাম। আর বাকি দুইটাতে লাভ করেছিলাম। আমার ব্যালেন্স বাড়ে নি বরং আমার আর ১৩ ডলার এর লস এ ছিল। । ঐ সময়তে লস হওয়ার কারন হল আমি সাপোর্ট ও রেসিসটেন্ট ফলো না করে আামি মুভিং এভারেজ ফলো করে ট্রেড করেছিলাম আমার টার্গেট অনুযায়ী সঠিক দিকে হিট করে নি। তার জন্য আমার লস হয়েছিল। এখন ঐ লস গুলো উঠাতে একটু সময় নিতেছে আর সেই লস গুলো পূরন না হওয়া পর্যন্ত আমি নতুন কোন ট্রেড করব না।
আমি সর্বশেষ লস করেছি গত মাস অর্থাৎ জুন মাসে। এসময় আমি লস করে পুরো ব্যালেন্স হারিয়ে ফেলেছি। এই লস করার মূল কারণগুলো হলো স্টপ লস অর্ডার ব্যবহার না করা এবং মানি ম্যানেজমেন্ট ফলো না করা। মার্কেট ফিরে আসবে এই আশায় আশায় অপেক্ষা করতে থাকি। কিন্তু মার্কেট অনুকূলে ফিরে না আসার কারণে একসময় ব্যালেন্স শেষ হয়ে যায়। তাছাড়া মানি ম্যানেজমেন্ট ফলো না করে অতিরিক্ত লটে ট্রেড নিয়া ছিলো অনেক বড় বোকামি। আসলে আমাদের ছোট ছোট লস মেনে নেয়ার মানসিকতা তৈরি করতে হবে। ছোট ছোট লস সহজে মেনে নিতে না পারলেও বেকায়দায় পড়ে কিন্তু অনেক সময় বড় লস করতে হয়। যার পেছনে মূল কারণ হলো স্টপ লস অর্ডার ব্যবহার না করা। মনে রাখবেন লস ট্রেডের একটি অংশ। তাই অবশ্যই প্রতিটি ট্রেডে এন্ট্রি নেয়ার আগে আমাদেরকে প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করে স্টপ লস ও টেক প্রফিট অর্ডার ব্যবহার করে ট্রেডিং করা উচিত। তাতে করে মাঝে মাঝে ছোট ছোট লস হলেও অন্তত ব্যালেন্স জিরো হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
আমি সর্বশেষ গত মার্চ মাসে gbp/usd পেয়ার এ লস করেছিলাম। লস হওয়ার কারন হল আমি ভুল এনালাইসিস করেছিলাম। আমার এই পেয়ার এ প্রায় ১৪ ডলার এর মত লস হয়েছিল। সেই লস গুলো উঠাতে আামি অন্য পেয়ারে অনেক ভেবে চিন্তে মার্কেট এনালাইসিস করে ট্রেড করে প্রফিট করেছিলাম। এখন লস উঠিয়ে আমি অন্য পেয়ার এ লাভে আছে। আজকে সেই ট্রেডটি ক্লোজ করে দিব।
কিছুদিন আগে মার্জিন কল খেয়েছি সেজন্য কয়েকদিন ট্রেডিং বন্ধ রাখসি । কারণ আমার অ্যাকাউন্ট এর মূলধন নেই বললেই চলে , গত মাসে ৫০ টার মত পোষ্ট করে বোনাস পাইছি মাত্র ২ ডলারের মত যেটা ছিল অকল্পনীয় । তাই এই মাসে একটু বেশি পোষ্ট করে দেখি কত ডলার পাই । সেজন্যই ভাই শেষ কবে যে আমি লস করেছি তার সঠিক সময় বলতে পারছি না তবে কারণটা ছিল ওভার ট্রেডিং এবং মানি ম্যানেজমেন্ট এর অভাব ।