-
ফরেক্স মার্কেট যেহেতু অনলাইন মার্কেট এখানে কারো হাত নেই ফরেক্স মার্কেটে প্রায়ই সুনামি হয়ে থাকে যারা এর কবলে পরে তারা লন্ডভন্ড হয়ে যায় তারজন্য ফরেক্স পূর্বাবাস সকল ট্রেডারদের জনা থাকা অত্যন্ত জরুরী কারন একটা ব্যপার সকলে মাথায় রাখতে হবে। অতিরিক্ত প্রতিকূলে গিয়ে একাউন্ট জিরো হয়ে যেতে পারে। আপনি যদি কারেকশন এর ভেতর ট্রেড করেন আর হঠাৎ করে মার্কেট তার মুল ট্রেন্ড এ ফেরত আসে তবেই আপনার কথা মত সুনামি হওয়া সম্ভব।
-
যে কোন বড় ঝড়ের আগে যেমন পুর্ব সতর্কতা আসে তেমনি ফরেক্স মার্কেট এ বড় মুভমেন্ট এর আগে ও মার্কেট কিছুটা হলেও সংকেত দেয়। তখন আসলে কেউ যদি বাজি ধরতে যান তার মনে রাখতে হবে হয় কোটিপতি না হয় ফকির। তাই আমি মনে করি বড় কোন নিউজ ইভেন্ট এ আমার মত ছোট ট্রেডারদের ট্রেড করার প্রশ্নই আসে না। এটা সম্পুর্ন আমার অভিমত।
-
অনেক ফরেক্স ট্রেডারদের জন্য ওইদিন একটা স্মরণীয় দিন হয়ে থাকবে।আমার দীর্ঘ ৩ বছর ফরেক্স লাইফে এরকম মার্কেট মুভমেন্ট প্রথম দেখলাম।ওইদিন অনেক ট্রেডারের একাউন্ট জিরো হয়েছে আবার অনেক ট্রেডার প্রচুর টাকা আয় করে ফেলেছে।যারা স্টপলস ছাড়া ট্রেড করে থাকেন তাদের জন্য এটা অনেক বড় একটা শিক্ষা।মার্কেট কখন কি হবে তা কেউ বলতে পারে না তাই আপনাদের প্রতি পরামর্শ সব সময় স্টপলস ইউজ করবেন এবং স্টপলস ছাড়া ট্রেড করার কথা চিন্তাও করবেন না।
-
ফরেক্স সুনামি
যারা ফরেক্স এর সাথে জড়িত তাদের এই বিষয়ে ভেঙ্গে বলার দরকার নেই আমি কোন দিনের কথা বলছি, কোন সুনামীর কথা বলছি। পাঠক এটা বলতে পারেন কেন বলছি?
আসলেই কেন বলছি? যে ঘটনা আমার ৩ বছরের ফরেক্স লাইফে কখনো ঘটেনি ফ্লাটফর্ম দেখে জানা যায় ফরেক্স এর লাইফেই এমন ঘটনা ঘটেনি। তাহলে এদিন কেন ঘটল?
ঘটনা কেন ঘটল এটা না জানা থাকলে এটার প্রতিকার করা সম্ভব নয়। অর্থাৎ রোগের উপসর্গের চিকিৎসা করার চেয়ে মূলোৎপাটন করাই বুদ্ধিমানের কাজ।
এক্ষেত্রে যে প্রস্নগুলোর জবাব জানা খুবই জরুরীঃ
১। ফরেক্স কি ম্যানুপুলেট করা যায়?
২। slবা tp দিয়ে রাখার পরও ট্রেড ক্লোজ না করা বা হওয়া কি ব্রোকারের ইচ্ছাধীন? এর কারনে ক্ষতির সম্মুখীন ট্রেডারের ক্ষতিপূরণ কিভাবে হবে?
৩। রেগুলেটেড ব্রোকারও যদি দেওলীয়া হয়ে যায় তাহলে আমাদের দেশের ডিপোজিটরদের কি হবে?
৪। অনেকদিন ট্রেড করে যা জমাকৃত সঞ্চয় এক ঘন্টায় জিরো হয়ে যায় তাহলে এই ব্যবসায় থাকা কি সম্ভব নাকি উচিৎ?
কারো মনে আরো যদি প্রশ্ন থাকে সেসব প্রশ্ন এবং উত্থাপিত প্রশ্নের উত্তর, পরামর্শ, মতামত আমি সকল ট্রেডারদের কাছ থেকে আশা করছি। যে আলোচনা আমাদের ভবিষ্যতের পাথেয় হয়ে থাকবে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
ফরেক্স ব্যবসায় মাঝে মাঝে সুনামী ঘটে এটাই স্বাভাবিক । এর কারণ হল ফরেক্স ব্যবসাতো বিভিন্ন দেশের মুদ্রার ওঠা নামার উপরে । এক দেশের মুদ্রার দাম এক এক সময় এক এক রকম থাকে । সুতরাং আমরা যে সময় ট্রেড করব তখনই বুঝে শুনে ট্রেড করব তাহলে এই সমস্যায় আর পড়তে হবে না ।
-
ফরেক্স মার্কেট সবচেয়ে বেশি মুভ করে যখন দুটি সেশনের ওভার লেপিং হয় । এসব মুভমেন্টে কার জন্য সুনামি আবার কার জন্য ছোট ঝড় বলা যায় । আপনি যদি বড় লটে ট্রেড দেন তবে অল্প মুভমেন্টকেই সুনামি মনে হবে ।
-
আপনি যেসকল প্রশ্ন করেছেন তার সম্পর্কে আমি
একটু বলছি, ফরেক্সে মানি পুলেট করা যায় না,
স্বয়ং বিল গেটস ও এতে সক্ষম নন, স্টপ লস আর টেক
প্রফিট এর ক্ষেত্রে যদি ব্রোকারের যান্ত্রিক
ত্রুটি না থাকে তবে ক্ষতি হওয়ার কারণ নেই,
রেগুলার কোম্পানির কর্তৃক দেওলিয়া হওয়া সচরাচর
হবে না আর আপনার অজ্ঞতার কারনে লস বা
একাউন্ট জিরো করলেও ব্যবসা চালিয়ে যাওয়া
শ্রেয়।
-
আপনি যেসকল প্রশ্ন করেছেন তার সম্পর্কে আমি একটু বলছি, ফরেক্সে মানি পুলেট করা যায় না, স্বয়ং বিল গেটস ও এতে সক্ষম নন, স্টপ লস আর টেক প্রফিট এর ক্ষেত্রে যদি ব্রোকারের যান্ত্রিক ত্রুটি না থাকে তবে ক্ষতি হওয়ার কারণ নেই, রেগুলার কোম্পানির কর্তৃক দেওলিয়া হওয়া সচরাচর হবে না আর আপনার অজ্ঞতার কারনে লস বা একাউন্ট জিরো করলেও ব্যবসা চালিয়ে যাওয়া শ্রেয়।
-
ফরেক্স আন্তর্জাতিক অনলাইন ফিন্যান্স মার্কেট। এই ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় আপনাকে অবশ্যই মানিম্যানেজমেন্ট এর দিকে লক্ষ্য রাখতে হবে।প্রতিটি ট্রেড ওপেন করার পূর্বে আপনাকে অবশ্যই একাউন্টের ডিপোজিট এর উপর ভিত্তি করে মানিম্যনেজমেন্ট করতে হবে।এবং প্রতিটি ট্রেডে স্টপ লস ও টেক প্রফিট সেট করতে হবে।তাহলে আপনি আপনার একাউন্টকে ফরেক্স সুনামি হতে রক্ষা করতে পারবেন।
-
ফরেক্স আসলেই সুনামি।তবে সবার জন্য না।যারা না বুঝে ট্রেড করে,অতিরিক্ত লোভ করে,অনেক বেশি রিস্ক নেই তাদের জন্য এটা সুনামির মত। ফরেক্স সুনামি সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই কিন্ত আমার জানার কৌতূহল আছে যদি কারো ফরেক্স সুনামি সম্পর্কে জানা থাকে অব্যশই জানান তা হলে আমরা যারা নতুন আছি আমাদে অনেক উপকার হবে।