-
ট্রেডিং করার জন্য এসব সাধারন নিয়ম ফলো করা বেশ গুরুত্বপূর্ন । লং টাইম ট্রেড । সবচেয়ে কম h4 টাইম ফ্রেম এ ট্রেড করা । আমি অবশ্য ১ ঘন্টার ফ্রেমও দেখি ।অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করা । আমি স্টপ লস ব্যবহার করিনা । একটা ট্রেড চালু থাকলে আরেকটা ট্রেড ওপেন করা যাবে না।
-
ফরেক্স বলে কথা নেই, যেকোন কিছুতেই সফল কিংবা দক্ষ হতে হলে এর জন্য উক্ত বিষয় সংক্রান্ত সাধারণ নিয়মাবলী মেনে চলা উচিত।ট্রেড করার জন্য বিভিন্ন নিয়ম তৈরি হচ্ছে আবার মার্কেট এর পরিবর্তনের সাথে সাথে সেই নিয়ম পরিবর্তন ও হচ্ছে। সবসময় ট্রেড করার জন্য বড় টাইম ফ্রেম ইউজ করা ভাল। বড় টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেট থেকে লস কম হয়।
-
ট্রেড করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয়া এবং মনকে স্থির রাখা প্রয়োজন,ট্রেড কোন ধরণের করবে তা আগে থেকে নিরধারণ করে মার্কেটকে ভালভাবে এনালাইসিস করে ট্রেড ওপেন করা উচিত।ট্রেডের সময় স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা উচিত। এতে ঝুকিঁমুক্ত ট্রেড করা সম্ভব হয়।সর্বোপরি নিজের উপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন।
-
ট্রেড করার সাধারণ কিছু নিয়ম হলো তা হচ্ছে । আমরা মনে করি যে যারা ফরেক্র মারকেট সম্পরকে ভাল যানে তারাই ট্রেড করে লাভবান হয় । কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে তারা লুভে পরে এমন লস খায় যে কাউকে মুখ দেখানো অবস্তা থাকে না। তবে ট্রেড করতে হবে ফরেক্র ইকনমিকছ কেলেন্ডার ফল করে । আর কেন্ডেলিস্ট ফল করে। আপনি কয়েক ভার ট্রেড করার পর দেখবেন যে কুন ট্রেড এ কেন লস খাইলেন। দেখবেন আপনার ভুল আপনি ঠিক করতে পারবেন।
-
ভাই আপনি সুন্দর পরামর্শ দিয়েচেন । আমি মনে করি ট্রেড করার সাধারন নিয়ম গুলো মেনে চলা উচিত যারা ট্র্রেড করার সাধারন নিয়ম গুলো মেনে চলতে পারলে ফরেক্স মার্কেট থেকে আয় করা সম্বভ । ফরেক্স মার্কেট থেকে কখনো ধৈর্যহারা হযে আয় করাা সমম্বব না ।
-
ফরেক্সে ট্রেড করারর সাধারন কিছু নিয়ম রয়েছে যেগুলো মানে চললে স্বাভাবিক ভাবে প্রফিট করা সম্ভব। যেমন -
১. ধৈর্য্য ধরে মানি ম্যানেজমেন্ট করে লং ট্রেড করতে হবে
২. ইমোশন, ভয়, লোভ সকল বাজে গুনাবলী পরিহার করতে হবে
৩. ওভারট্রেডিং কখনই করা যাবে না
৪. অ্যানালাইসিস ছাড়া কোনো ট্রেড করা যাবে না।
-
আপনার নিয়মগুলো একজন ফরেক্স ট্রেডারের আদর্শ কর্তব্য ও করণীয় বলে ধরে নেওয়া প্রত্যেক নতুন ট্রেডারের জন্য সহায়ক। এই রুলগুলি আমাদেরকে ফরেক্স মার্কেটে অনেক উপরের ধাপে এক লাফে নিয়ে যেতে পারে। আমাদের প্রত্যেককে নিয়ম মেনে ট্রেড করলে আমরা সফল তো হবই বরং কখনোই মার্কেট থেকে আউট হব না। ফরেক্স আমাদের জীবনে উপহাসের কারণ না হয়ে সম্পদ হয়ে উঠবে।
-
আমরা যারা নতুন ট্রেডার সবাই এই জিনিসগুলো মেনে চলি না অথবা জানি না। যারা জানি না তারা একটু জেনে নিন কিভাবে ফরেক্স থেকে আয় করা যায়। আমাদের অবশ্যই লক্ষ রাখতে হবে ডিফল্ট ইন্ডিকেটর এর এগুলো এর মধ্যে স্টকাশটিক, আর এস আই এগুলো দেখে মার্কেট এর মুভমেন্ট দেখা। তারপর ট্রেড ওপেন করার আগে একটা ক্যান্ডেল শেষ হওয়ার পর ট্রেড আরম্ব করা। লং টাইম ফ্রেম দেখে ট্রেড ওপেন করা। একটা ট্রেড ওপেন থাকা অবস্থায় ট্রেড ওপেন করা যাবে না।
-
ধন্যবাদ পোষ্টটির জন্য। তবে আমি মনে করি কে কি করল, তা না দেখে আপনি কি করলেন সেটাই দেখা উচিত। অন্যের টেডিং ফলো না করে নিজেই নিজের ট্রেড করা উচিত। তাহলে আজ হোক বা কাল হোক আপনি সাকসেস হতে পারবেন। তাই মার্কেট নিয়ে নিজে নিজে এ্যানালাইসিস করা উচিত।
-
ফরেক্স মার্কেট এর ট্রেডিং করতে হলে আমাদের কিছু নিয়ম মেনে যদি ফরেক্স ট্রেডিং করতে পারলে অনেক প্রফিট করা যায়,যথা,ট্রেডিং করার পুর্বে মার্কেট এনালাইসিস করা,ফরেক্স নিউজ দেখা,ফরেক্স ট্রেডিং করার সময় লং টাইম ফ্রেম ব্যাবহার করা,তার পরে মানি ম্যানেজমেন্ট অনুসরন করা,স্টপ লস ব্যাবহার করা।