-
যে কোন সময়ে ফরেক্স ট্রেড করা যায়।এর কোন নিদি'ষ্ট নিয়ম নাই। তবে যাদের পুজি কম তাদের জন্য নিউজ টাইম ব্যাতিত অন্য কোনসময়ে ট্রেড করা ভাল।আর যাদের পুজির মোটামুটি অনেক তাদের জন্য নিউজ টাইম ট্রেড করা যাবে বলে আমি মনে করি।তবে নিউজ ট্রেড করতে অনেক অভিঙ্গতার প্রয়োজন হয়। তা ছারা নিউজ ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
-
ফরেক্স এ বসার কোণ নিদিষ্ট সময় নেয । তবে আমার মনে হয় দপুর ২ টা থেকে রাত ১০ বেস্ট টাইম ।
-
একজন মানুষ চাকুরী করার পাশাপাশি কিংবা অন্য কাজ করার পাশাপাশি যে ব্যবসাটি করতে পারে সেটি হচ্ছে ফরেক্স । ফরেক্স এমন একটি ব্যবসা যেটি করতে পারেন আপনি যে কোন সময় যেকোন যায়গা থেকে । এর মাধ্যমে একজন মানুষ বাড়তি কিছু টাকা রুজি করতে পারে । আর এজন্যই সারা বিশ্বে ফরেক্সের প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।
-
আপনি যদি day trader হয়ে থাকেন তাহলে ফরেক্স এর পাশাপাশি আপনি অন্ন যে কোন কাজ করতে পারেন। ফরেক্স মার্কেট যেহেতু ২৪ ঘণ্টা খল;আ থাকে তাই আপনি আপনার পছন্দ মত শময় বের করে এখানে ত্রেদ করতে পারেন।
-
ফরেক্স মার্কেটই একমাত্র মার্কেট যা ২৪ ঘণ্টা খোলা থাকে। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময় এর প্রয়োজন হইনা। কারম আমরা যখন ইচ্চা তখন ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে পারি। মনেকরেন আপনার কাছে দিনে সময় নাই তাই আপনি রাতে ট্রেড কোরতে পারবেন। আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য রাতকেই বেসি প্রাধান্য দিব। কারন আমরা রাতে ফরেক্স মার্কেট এ ঠাণ্ডা মাথাই ট্রেড কোরতে পারি এবং সফল হতে পারি।
-
ফরেক্সে বসার কোন নিদ্দিষ্ট টাইম নেই যে যার সুবিধামত এখানে বসে তবে যখন একজন ট্রেডার খুব অভিজ্ঞ হয়ে যান তখন তিনি বুঝেন কোন টাইমে ট্রেড করলে তার জন্য লাভজনক হবে তাই আমি মনে করি যার যার নিজস্ব ট্রেডিং স্টাইল আছে আর এর মাধ্যমে প্রত্যেক ট্রেডারই নিজের পছন্দ অনুসারে ট্রেড করে থাকেন তবে এত করে কোন সমস্য হবে বলে আমি মনে করি না
-
ফরেক্স মার্কেট সপ্তাহের ৭ দিনের মধ্যে ২ দিন অথ্যাত শনিবার এবং রবিবার বন্ধ থাকে তাছাড়া বাকি ৫ দিনই ফরেক্স মার্কেট সকল ট্রেডারদের ট্রেড করার জন্য উন্মক্ত থাকে। এখন এই সময়ের মধ্য থেকে আপনার সুবিধা মত সময়ে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করতে পারেন।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইনে মুদ্রা কেনাবেচার বাজার এই ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে এবং এই মার্কেট ২৪ ঘন্টাই ট্রেড করা যায় আমরা যারা চাকরিজীবি এবং বেকার তারাও পার্ট টাইম ফুলটাইম হিসাবেও কাজ করতেও পারেন ফরেক্সকে বর্তমানে পেশা হিসেবেও আপনি বেছে নিতে পারেন এজন্ন ফরেক্সে সবসময়ই বসে কাজ করার শুবিধাটাও আছে বলে আমি মনে করি।
-
একজন ফরেক্স ট্রেডার যখন খুশি তখন ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে , আমরা যার অন্য কাজে ব্যস্তু আমরা সন্ধ্যা কাজ করতে পারি । যারা যে সময় ফ্রী থাকেন তারা সে সময় কাজ করতে পারেন ।ফরেক্স এই সুবিধাটা ভাল । অাশা করি আপনারা পার্ট টাইম থেকে ফুল টাইমে উন্নিত হবেন ।
-
ফরেক্স মার্কেটে ২৪ ঘন্টা খলা থাকে এর মধ্যে মাঝে মাঝে মুভমেন্ট অনেক কম থাকে তাই আমাদের দেশের জন্য ফরেক্স মার্কেটে বসার সবচেয়ে ভাল সময় হল বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সবচেয়ে ভাল সময় এই সময় মার্কেট মুভমেন্ট বেরে জায়।