-
ফান্ডামেন্টোল এনালাইসিস হল আপনাকে জানতে হবে কোন দেশের অবস্থা কি রকমের আছে যদি দেশের অবস্থা খারাপ থাকে তাহলে এউ দেশের কারেন্সি ভেলু কম আর যদি ঐ দেশের অবস্থা ভালে থাকে তাহলে ঐ দেশের কারেন্সি ভেলু বেশি। আবার ফরেক্সে টেকনিক্যাল আনালাইসিস ছাড়া সাক্সেস হওয়া যাবে না ।তাই এ দুইটিকে সম্বনয় করে আমাদেরকে ট্রেড করতে হবে ।তাহলে আশা করা যায় আমরা লাভ করতে পারব ।
-
আমার জানা মতে বিশ্বের সকল ট্রেডারগণ তিনটি পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷সবগুলোই গুরুত্ত্ব দিতে হবে৷ঠিক যেন তিন পা বিশিষ্ট একটা টুলের মতো৷তার একটি পা কম হলেই আপনি সেখানে বসতে পারবেন না৷
-
ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুইটাই গুরুত্তপূর্ন। এখানে শুধু টেকনিক্যাল করে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব না। কারন ফান্ডামেটাক নিউজ এর কারন মার্কেট পরিবর্তন হয় যায়। তাই ফান্ডামেন্টাল কে কাজে লাগিয়ে টেকনিক্যাল এর সাথে মিলিয়ে ট্রেড করতে হবে।
-
আমি ফরেক্স মার্কেট এ টেকনিক্যাল আনাল্যসিস করে ট্রেড করতে ভাল লাগে কারন আমি ফরেক্স মার্কেট এ ফান্ডামেন্টাল এনালাইসিস ভাল করে বুঝিনা তাই আমি টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করি আমি জানি বাংলাদেশ এর বেশির ভাগ ট্রেডার টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করে থাকে আপনি ও টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করতে পারেন আপনি যদি নিয়ম মেনে টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করতে পারেন তা হলে আপনি ও ভাল লাভ করতে পারবেন
-
শুধু মাত্র টেকনিক্যাল এর উপর ফরেক্স এ ট্রেড করা যায় ঠিকই। কিন্তু মার্কেট লং টার্ম টিকে থাকার জন্য আমদের টেকনিক্যলাএর পাশাপাশি ফান্ডামেন্টাল জানা প্রয়োজন। তাই আমি বর্তমানে ফান্ডমানেটাল নিউজ এর দিকে নজর দেই।
-
ভাই আমি সাধারণত টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করে থাকি এবং এটাই আমার কাছে অনেক ভাল মনে হয় ও ভাল লাগে বলা যায় । আর একেক জনের পছন্দ একেক রকম হয়ে থাকে, কাজেই যার যেটা ভাল লাগবে সে কিন্তু সেটা দিয়েই ট্রেড করবে । সুতরাং আমার কাছে ফান্ডামেন্টাল এনালাইসিসের তুলনায় টেকনিক্যাল এনালাইসিস বেশি পছন্দের এবং এটাকেই অবলম্বন করে আমি ট্রেডিং এর নিশ্চয়তা পাই ।
-
ভাই আমি সাধারণত টেনিনিক্যাল এ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করি। এবং এর অনেকগুলো সুবিধা রয়েছে যে আপনি সবকিছু বিচার বিবেচনা করে তারপর একটা ট্রেড নিবেন এটাই হলো এখানে টেকনিক্যাল এ্যানালাইসিসের একটা সুবিধা। সুতরাং আমার মতামত হলো আপনি যে পদ্ধতিই অবলম্বন করেন না কেন এখানে আপনাকে অনেক সাবধাণতা অবলম্বন করে ট্রেড করতে হবে এটাই হলো মূল কথা।
-
ফরেক্স ব্যবসায় সফল হওয়ার জন্য আমাদের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস দুইটাই করা উচিৎ। এই দুইটা এনালাইসিস করে আমরা অনেকটা মার্কেটের গতিবিধি সম্পর্কে ধারনা দিবে যা প্রোয়োগ করে আমরা ফরেক্স ব্যবসায় সফলতার দিকে যেতে পারবো। আমি ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করার ক্ষেত্রে সব সময়ই টেকনিক্যাল অ্যানালাইসিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমার কাছে এটিকেই বেস্ট অ্যানালাইসিস পদ্ধতি বলে মনে হয়।
-
আমি মনে করি ফান্ডামেন্টালের গুরুত্ব খুবই কম। যদিও অনেকে নিউজ ট্রেড করে ভাল আয় করেন তবে সেটা অনেক অভিজ্ঞতার বিষয়। আরও বলতে চাই কেউ যদি ডেইলি চার্ট দেখে ট্রেড করেন তার জন্য নিউজ না দেখলেও চলে। কারণ যত নিউজ আসে সেগুলো একদিনের ক্যান্ডেলস্টিক এর মধ্যেই থাকে। তাই যদি ভালভাবে সাপোর্ট এন্ড রেজিট্যান্স দেখে নিয়ে ট্রেড করা যায় তাহলে নিউজ খুব একটা কিছু করতে পারে না। আর অভিজ্ঞ ট্রেডারদের মতামত নিউজ হলো ইনডিসিশন তৈরী করে। তাই যত সহজভাবে মার্কেট বুঝতে চেষ্টা করবেন ততই ভাল।
-
আমি যতটুকু ফরেক্স মার্কেট সম্পর্কে বুঝি তার উপর নির্ভর করে বলতে পারি ফরেক্স মার্কেট সাধারণত তিনটি বিষয়ের উপর নির্ভর করে অধিক বেশি। ১। টেকনিক্যাল এনালাইসিস, ২। ফান্ডামেন্টাল এনালাইসিস এবং ৩। সেন্টিমেন্টাল এনালাইসিস। আর এই তিনটি বিষয় আপনাকে অবশ্যই গুরুত্বসহকারে দেখতে কোনটাকে বাদ দিয়ে দেখলে চলবে না। যদি কোনটাকে ছোট বা নরমাল ভাবে দেখেন তাহলে আপনি এই মার্কেটে কখনই সফল হতে পারবেন না।