বর্তমান বিশ্বায়নের যুগে অনেক রকমের ব্যাবসা রয়েছে তার কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাবসা হল শেয়ার ব্যাবসা আর অন্যটি হল ফরেক্স ব্যাবসা। আমার মতে ফরেক্স ব্যাবসা সম্পর্কে জানা থাকলে তাহলে না আসাই ভাল শেয়ার বাজারে একাউন্ট জিরো হওয়া সম্বাভনা কম।
Printable View
বর্তমান বিশ্বায়নের যুগে অনেক রকমের ব্যাবসা রয়েছে তার কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাবসা হল শেয়ার ব্যাবসা আর অন্যটি হল ফরেক্স ব্যাবসা। আমার মতে ফরেক্স ব্যাবসা সম্পর্কে জানা থাকলে তাহলে না আসাই ভাল শেয়ার বাজারে একাউন্ট জিরো হওয়া সম্বাভনা কম।
ফরেক্স মার্কেট একটি আন্তরজাতিক ফরেক্স মার্কেট বা ব্যবসা প্রতিস্টহান তাই এই মার্কেট আর পুজিবাজার অনেক ব্যবধান কারন পুজিবাজার এর চেয়ে ফরেক্স মার্কেট অনেক উন্নত একটি মার্কেট বা ব্যবসা তাই ফরেক্স মার্কেটের সাথে পুজিবাজারের তুলনা করা ঠিক না তাই ফরেক্স মার্কেট পুজিবাজার না একটি ব্যবসা ।
ফরেক্স মার্কেটের সাথে পুজিবাজারের মূল পার্থক্য হলো ফরেক্স হলো দ্বিমুখি মার্কেট আর পুজিবাজার হলো এক মুখী মার্কেট। পুজিবাজারে শুধু দাম বাড়লেই লাভ করতে পারবেন। কিন্তু ফরেক্সে দাম কমা বা বাড়া উভয় ক্ষেত্রে লাভ করতে পারবেন। আমার মতে ফরেক্সই বেস্ট।
ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে হলে আপনি এই মার্কেট সম্বন্ধে স্টাডি করতে হবে নাহলে আপনি সাইন করতে পারবেন না পুজিবাজার বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাতে দেখা যায় কয়েকটা পদ্ধতি আছে বা ধাপ আছে যেমন প্রাইমারি শেয়ার এটাতে রিস্ক কম প্রফিট কম বা আরও পদ্ধতি আছে কিন্তু ফরেক্স সম্পর্কে স্টাডি না করলে ফরেক্স এ ইনভেস্ট করলে লস হবে।
এই ব্যবসাটাকে বাংলাদেশের পুজিবাজারে সাথে তুলনা করলে ভুল হবে। শুধু বাংলাদেশ নয় কোন দেশের পুজিবাজারে সাথেও তুলন করা যাবে না। কারন ফরেক্স ব্যবসা হচ্ছে আন্তর্জাতিক মানের একটা ব্যবসা আর পুজিবাজার নির্দিস্ট দেশের ব্যবসা।
ফরেক্স ট্রেডিংকে আমি সব সময় ব্যাবসা মনে করি আর আমার কাছে মনে হয় এটিই যেৌক্তিক কারন এখানে লাভ এবং লস দুটিই ওতোপ্রোতভাবে একে অন্যের সাথে জড়িয়ে রয়েছে। যাদের ফরেক্স ট্রেডিংয়ে অনেক ভাল ধারনা এবং অভিজ্ঞতা রয়েছে তারা এখানে এসে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে ট্রেড করে অনেক ভাল আয় করে নিতে সক্ষম হয়।
দুনিয়ার কোন ব্যবসাতেই ক্ষুদ্র সময়ে বেশি লাভবান হয়া যায় না।অধিক পরিমান লাভবান চাইলে আপনাকে অধিক পরিমানে পরিশ্রম করতে হবে।চাই এটা ফরেক্স ব্যবসা হোক, চাই এটা পুজি বাজার হোক,আপনাকে পরিশ্রম করে,সাধনা করে অর্থ ওপারজন করতে হয়।
পুজিবাজার এর সাতে ফরেক্স মার্কেট কে ইয়ুলনা করা থিক হবে না কারন ফরেক্স মার্কেট এ পুজিবাগার এর মত কোন সিন্ডিকেট হয় না । এই খান হল স্বাধীন বেবসা আপনার ইচ্চে মত আপনি চলতে পারলেন । বর কোন লস এর সম্ভবানা নাই জা আছে তা একবান্রে অল্প । এটা ও হয় না আপনি যদি এক্তু সতক থাকেন তাই বলচি পুজিবাগার থেকে ফরেক্স মার্কেট অনেক অনেক ভাল বেবসা।
আপনির প্রশ্নটা করা ঠিক হয়েছে কি না জানিনা।কারন বর্তমানের পৃথিবীর কোথাও ব্যবসা করে সহজে বড়লোক হওয়া যায় বলে আমার মনে হয়না।আপনি যদি ফরেক্সে ব্যবসা করে বড়লোক হতে চান তবে আপনাকে আগে ভালোভাবে ফরেক্স শিখতে হবে যা অনেক কঠিন কাজ, আর পুজিবাজারে পুজি খাটিয়ে বড়লোক হওয়ায় কঠিন। সুতরাং আমার মতে ব্যবসা যেখানে করুন না কেন সহজে বড়লোক হওয়া যাবে এমন চিন্তা করবেন না।
পুজিবাজরে ধস নামলে পথের ফকির হতে হয় , একই ভাবে ফরেক্স এ ট্রেনড এর বিপরীতে ট্রেড করলে পথের ফকির হতে হয়। যারা হঠাৎ কোটিপতি হতে চান তাদের জন্য ফরেক্স নয়। যারা ধিরে ধিরে টাকা ইনকাম করতে চান ফরেক্স তাদের জন্য।