ফরেক্স ব্যবসা করার জন্য কখনোই আমরা রিক্স নেব না । কারণ যে ট্রেডার যত বেশী রিক্স নিয়েছে সে তত বেশী লসে পড়েছে । সুতরাং অামরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য রিক্স নেবই না তাহলেই আমরা সফল ব্যবসায়ী হতে পারব ।
Printable View
ফরেক্স ব্যবসা করার জন্য কখনোই আমরা রিক্স নেব না । কারণ যে ট্রেডার যত বেশী রিক্স নিয়েছে সে তত বেশী লসে পড়েছে । সুতরাং অামরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য রিক্স নেবই না তাহলেই আমরা সফল ব্যবসায়ী হতে পারব ।
ফরেক্স ট্রেড করা যেমন লাভজনক তেমনি অনেক ঝুঁকিপুর্ন। কারন হল যে কোন সময়ে মার্কেট মুভমেন্টের কারনে লাভ হতে পারে আবার লস হতে পারে। তবে ট্রেড করার সময় রিস্কের পরিমাণ কম নিলে লসের পরিমাণও কম হয়। ফলে পরবর্তি ট্রেড করে ক্ষতিপুরন উত্তোলন করা সম্ভব হয়। মানি ম্যনেজমেন্ট করার সময় রিস্ক রেশিয় কম নিয়ে ট্রেড করাই ভালো বলে মনে করি।
ফরেক্স একটি রিস্কি বিজনেস। আসলে একথা শুধু নতুনদের জন্যেই। যারা ফরেক্সে দীর্ঘ দিন ট্রেড করে আসছেন তাদের জন্যেে এটা হাস্যকর। কেননা তারা অনেক লস দিয়ে এখন আয় করছেন। সবচেয়ে কঠিন ব্যাপার হলো তারা তাদের আয়ের কৌশল কখনো কারও সাথে শেয়ার করেন না। আর এ কারনেই আমাদের মত নতুন ট্রেডাররা সহজে এই মার্কেটে সফল হতে পারি না। আমাদেরকেও লস দিয়ে ট্রেড শিখতে হয়। যা একটু কষ্টকর হয়ে ওঠে।
ব্যবসা বলতেই রিস্ক। তেমনি ফরেক্স ও একটি ব্যবসা যেখানে সর্ব্অদা ঝুকি বিদ্যমান। ঝুকি ছাড়া পৃথিবীতে কোন ব্যবসা নেই। ফরেক্স এ ঝুকি আপনি নিয়ন্ত্রন করতে পারেন। আপনি আপনার বিজনেরস কিভাবে পরিচালনা করবেন সেটা আপনি ভাল জানেন।
বেশি রিক্স ভালো নয়। আমরা সব সমই কম লট এ ট্রেড করার চেষ্টা করব। আমি নতুন ফরেক্স তবুও আমার এক বড় ভাই আমাকে আইটা বলেছে।
আমি আখুনু ফরেক্স শুরু করি নাই।
ফরেক্স এমনিতেই খুবই রিস্কি ব্যাবসা।। সেখানে আরো অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেড করা মানে বুকামি করা ছাড়া আর কিছুই না।। ফরেক্সে করতে হলে আমাদের অবশ্যই ফরেক্স রিস্ক কমিয়ে ট্রেড করা উচিৎ ।। আমি নিজেও অনেক দিন রিস্ক নিয়ে ট্রেড করার কারনে অনেক সময় একাউন্ট খালি করে ফেলেছি।।
অনেকেই বেশি লাভের আশায় অতিরিক্ত রিস্ক নেয়, কোন মানিম্যানেজমেন্ট মেনে চলে না ফলে কিছু দিনের মধ্যেই অ্যাকাউন্ট জিরো করে ফেলে। তবে ব্যবসার কলাকৌশল শিখে ব্যবসা শুরু করলে রিক্স হয় না।
ফরেক্স থেকে টাকা আয় করা সহজ তেমনি আবার কঠিন ও । ফরেক্সে কাজ করতে গেলে বুঝে শুনে ফরেক্সে কাজ করতে হয় তা নাহলে ফরেক্সে লস হতে পারে । ফরেক্সে রিক্স অনেক বেশি । লাভের ক্ষেত্রে যেমন একবারে অনেক ডলার লাভ হয়ে যায় তেমনি আবার ফরেক্সে ভুল ট্রেড করা হলে তার থেকে বেশি ডলারও লস যেতে পারে । তাই ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান ধারনা রাখা খুব দরকার । ফরেক্স সম্পর্কে ভালো জানা থাকলে ফরেক্সে ট্রেড করতে সুবিধা হয় । তাই রিক্স কমাতে হলে ফরেক্স সম্পর্কে ভালো করে জানতে হবে ।
যেকোন ব্যবসাই অত্যন্ত ঝুকিপূর্ন। ফরেক্স এ ঠিক তেমনি ঝুকিপূর্ন ব্যবসা। আর যে কোন ব্যবসা করতে গেলে যেমন মূলধন দরকার তেমনি ফরেক্স করতে গেলেও প্রথমে মূলধন লাগবে। আর রিস্ক সব ব্যবসায় আছে। তারপর ও রিস্ক মেনেজেমেন্ট করে ট্রেড করতে হবে।
আসলে যেকোন ব্যবসায় রিক্স থাকবেই।তথাপি ফরেক্স হলো পৃথীবির সবচেয়ে বড় আন্তর্জাতিক মুদ্রাবাজার আর এখানে অনেক রিক্স রয়েছে।তবে ব্যবসা করতে হলে রিক্স তো নিতেই হবে।তবে আমি মনে করি যেকোন ব্যবসায় রিক্স নেওয়ার আগে সে ব্যাবসা সম্পর্কে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে।তাহলে সফলতা আসতে পারে।