ফরেক্স মার্কেটে ৯৫% ফরেক্স ট্রেডার লস করে তবে এই লসের মধ্যে জারা ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করে তাড়া বেশির ভাগ ট্রেডার লস করে তাই এই ৯৫% ট্রেডার লস করার পরও ফরেক্স অনেক জনপ্রিয় ।
Printable View
ফরেক্স মার্কেটে ৯৫% ফরেক্স ট্রেডার লস করে তবে এই লসের মধ্যে জারা ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করে তাড়া বেশির ভাগ ট্রেডার লস করে তাই এই ৯৫% ট্রেডার লস করার পরও ফরেক্স অনেক জনপ্রিয় ।
আমি আপনার সাথে এই ব্যাপারে পুরোপুরি ভাবে দ্বিমত পোষন করছি আমি জানি না আপনি কোন তথ্যের উপর ভিত্তি করে এই কথাটি বললেন।ফরেক্স ট্রেডিংয়ে বর্তমানে লক্ষ লক্ষ লোক তাদেরকে সংযুক্ত করছে দিনে দিনে এর সংখ্যা আরও বেড়ে চলেছে কিন্তু আপনার তথ্য মতে তাদের ভিতর শতকরা ৫% লোক প্রফিট করছে এবং বাকিরা লস করছে বিষয়টা যদি এমন হয় তা হলে এত মানুষ কেন প্রতিদিন প্রতিক্ষনে ফরেক্স ট্রেডিংয়ে আসছে। আসলে ফরেক্স ট্রেডিং করে কিছু লোক লস করছে এটি ঠিক কিন্তু খোজ নিলে জানতে পারবেন তাদের অধিকাংশই ফরেক্স ট্রেডিংয়ে অদক্ষ এবং অনভিজ্ঞ যার দরুন তারা লস করছে কিন্তু আমি মনে করি যারা ট্রেডিং জানে না,ট্রেডিং কেৌশল জানে না তাদেরকে কিভাবে ট্রেডার বলা যায়?
আসলে লাভ লস সব ব্যবসায়ে আছে ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার ঠিক মত সফলতা পায় না এর কারণ হল ফরেক্স সম্পর্কে তাদরে জ্ঞানের অভাব আর এত লস করার পরেও ফরেক্স মার্কেট সবার কাছে জনপ্রিয় এর কারণ হচ্ছে ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে খুব ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারলে এ থেকে খুব সহজেই অনেক টাকা আয় করা সম্ভব
ফোরেক্স জনপ্রিয় হবার কারন হলো এটা থেকে মানুষ অনেক সহজে ইনকাম করার চিন্তা করতে পারে এবং অল্প কিছুদিন সে বেশ নহদ টাকার গন্ধও পায় তাই আমাদের এটার দিকে অনেক বেশি ঝোথাকে। কিন্তু বার বার লস করার পর সে হারিয়ে যায়। এর জন্য লসের পরিমান ৯৫% হয়। ভালো করে শিখে এই মার্কেটে এলে এটির উল্টো চিত্রও দেখা যায়।
যে কথাটি ভুল , ৯৫% ট্রেডার লস করেনা বরং ৯৫% বিগিনার লস করে । এর কারণ হল আপনি যদি চান যে এক লাফে গাছের আগায় উঠবেন তাহলে হঠাত করে গাছ থেকে পড়ে যাবেন । তেমনি আপনি যদি বেশি লাভের আশায় ভালভাবে না জেনে ট্রেড করেন তাহলে আপনি নিশ্চয় লস করবেন । আর তাই আপনাকে প্রথমে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে । আর জানার অনেক উপায় আছে । তা থেকে জানতে পারবেন । এরপর আপনি একটু একটু করে ইনভেস্ট করেন এবং অল্প অল্প করে ট্রেড করেন ।
ফরেক্স লস এর প্রধান কারন হচ্ছে আমরা মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করি না । আর এ জন্যই আমাদের এত লস হয় । আমরা যদি সবাই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি তাহলে কেউই আর লস করবে না , আমি নিশ্চিত বলতে পারি । কিন্তু আমরা এই বিষয়টি জানার পরও মানতে পারি না । ভুল করলেই থাকি , লোভ মন থেকে সরাতে পারি না । আমি যত গুলো লস করেছি সব গুলোর ওই একি কারন বেশি লট এ ট্রেড ওপেন করা আর বাঁশ ।
ফরেক্স এ লস করার পরও কেন এত জনপ্রিয় হয়ে ওঠতেছে যার কারন ফরেক্স যদি লস করার জায়গা কিন্তু বেশির ভাগ ট্রেডার লাভ করে এবং ফরেক্স ব্যবসা অন্য কোন সমস্যা ছাড়া ঘরে বসে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে আয় করা যায়।আর বলা হয়েছে ৯৫% ট্রেডার লস করেও ফরেক্স কেন জনপ্রিয় কথা হচ্ছে যারা না বুজে ফরেক্স করে তারা লস করে ,যারা বুজে ফরেক্স করে তারা কখনও লস করেনা,বরং লাভ বেশি করে।
ফরেক্স মার্কেটে আসলে ৯৫% ফরেক্স ট্রেডার দেখা জায় যে লস করে তবুও ফরেক্স ট্রেড করে লস করে তাও ফরেক্স অনেক জনপ্রিয় কারন ফরেক্স মার্কেটে জারা নতুন ফরেডার বেশি লস করে আর এখন জারা লস করে তারা পরে অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স মার্কেটে তারা লাভ করে এই জন্য ফরেক্স জন্নপ্রিয় ।
ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।ফরেক্স এ অভিজ্ঞতা অর্জনের অনেক গুলো মাধ্যম আছে যার মধ্যে অনলাইনে ডিডিও লার্নিং অন্যতম।আপনি ডেমোতে ট্রেডিং না করে রিয়েলে ট্রেড করলে আপনি আপনার মূলদন হারিয়ে ফেলতে পারেন। কিন্তু এর মধ্য যারা আবার ধৈর্য্য ধরে লসকে মেনে নিয়ে ট্রেডিং করে তারাই ফরেক্স কে জনপ্রিয় করে তুলেছে।এজন্য বলা হয়ে থাকে ৯৫%ট্রেডার লস করে কিন্তু তবুও ফরেক্স জনপ্রিয়।