-
বিভিন্ন পেশাজীবির লোক ফরেক্স করার মাধ্যমে পার্ট টাইম ও ফুল টাইম ইনকাম করে থাকে।এই ইনকাম করার একমাত্র উদ্দেশ্য হল অর্থিক ভাবে স্বচ্ছল হওয়া অর্থাৎ অর্থিক ভাবে নিজেকে স্বাবলম্বী করে তুলা।বর্তমানে বেশি ভাগ ট্রেডার ফরেক্সকে প্রধান পেশা হিসাবে বেছেনিচ্ছে।কারন ফরেক্স একটি স্বাধীন ব্যবসা যা ঘড়ে বসে অনাআশে আয় করা যায এবং ফরেক্স মার্কেট হতে দক্ষতার সাথে ট্রেড করে যে পরিমান অর্থ আয় করা সম্ভব তা অন্য কিছু করে সহজে আয় করা সম্ভব নয়।
-
অনলাইনে সহজে আয় করার অন্য নাম হচ্ছে ফরেক্স। ফরেক্সের মাধ্যমে আমরা অবশ্যই সবলম্বী হতে পারি। কিন্তু সে জন্যে অবশ্যই ফরেক্সের কাজ জানতে হবে। যেহেতু ফরেক্স একটি বিশ্বাসযোগ্য অনলাইন ভিত্তিক কর্মক্ষেত্র সেহেতু ফরেক্সের যথাযত ব্যবহারের মাধ্যমে খুব সহজেই আমরা সাবলম্বী হতে পারি।
-
অবশ্যই ফরেক্স করে আপনি সাবলম্ভী হতে পারবেন।তবে শুরুতে আপনাকে সাবলম্ভী হওয়ার চিন্তা করা যাবে না।দীর্ঘ দিন ভালভাবে শিখে ট্রেড় করার টর সাবলম্ভী হওয়ার চিন্তা করতে হবে।
-
নিজেকে ভালভাবে ফরেক্স এর উপযোগী করে গড়ে তোলা । ফরেক্স এ ভালো অর্থ উপার্জন করতে হলে আগে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এনং আপনাকে সময় দিতে হবে ফরেক্স মার্কেট এনালাইসিস করার জন্য । ফরেক্স করার মাধ্যমে পার্ট টাইম ও ফুল টাইম ইনকাম করে থাকে।এই ইনকাম করার একমাত্র উদ্দেশ্য হল অর্থিক ভাবে স্বচ্ছল হওয়া অর্থাৎ অর্থিক ভাবে নিজেকে স্বাবলম্বী করে তুলা।বর্তমানে বেশি ভাগ ট্রেডার ফরেক্সকে প্রধান পেশা হিসাবে বেছেনিচ্ছে।কারন ফরেক্স একটি স্বাধীন ব্যবসা যা ঘড়ে বসে অনাআশে আয় করা যায।
-
ফরেক্স একটি নির্রভর যোগ্য ব্যবসা।ফরেক্স ব্যবসা দিনে দিনে জনপ্রিয়তা বাড়ছে।এই ব্যবসা করে আপনিও সাবলম্বী হতে পারবেন। তবে এর জন্য আপনাকে হতে হবে একজন দক্ষ ট্রেডার।ফরেক্স এ সফলতা পেতে হলে ফরেক্স এর সাথে লেগে থাকতে হবে। তা না হলে ফরেক্স এ সফলতা সম্ভব নয়। অনেকে ফরেক্স এ আসে কিন্তু যখন লস হয় তখন আবার চলে যায়। ফরেক্স ব্যবসায় লস হবেই, তাই বলে হাল ছেড়ে দিলে চলবে না।
-
ফরেক্স করে আমরা সবাই সাবলম্বী হতে পারি ,তার জন্য দরকার চেষ্টা করা দরকার মন থেকে হাল ছাড়া যাবে না ধরে রাখতে হবে ..তাহলে একটা সময় লাভ করা সম্ভব ..ফরেক্স কি ফরেক্স কি ভাবে করতে হয় তা ভালভাবে জানতে হবে ...এভাবে একদিন আপনি ও সাবলম্বী হতে পারবেন আশাকরি,,
-
হা ভাই আমরা যদি ভাল করে ট্রেড করতে পারি তাহলে ফরেক্স করে আমরা সাবলম্ভী হতে পারব কারন আমি মনে করি ফরেক্স হচ্চে টাকার গাছ।আমাদের যদি ভাল অভিজ্ঞতা ও কওশল থাকে তবে ফরেক্স ট্রেড করে আমরা আমাদের ভবিসসত উজ্জ্বল করতে পারি।
-
ফরেক্স করে স্বাবলম্বি হওয়ার প্রধান শর্ত হল যে দক্ষতা অর্জন করতে হবে অর্থ্যাৎ ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখতে হবে ফরেক্স বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ নতুন একটা সেক্টর এবং আমি ব্যাক্তিগতভাবে মনে করি যে ফরেক্স এর প্রচুর সম্ভাবনা আছে এই ফরেক্স এর মাধ্যমে হাজরো বেকার তরুণ তাদের বেকারত্ব ঘুচানোর পাশাপশি স্বাবলম্বিও হতে পারবে
-
ফরেক্স করে সাবলম্বি হওয়া যায় কারন ফরেক্স মার্কেট থেকে প্রচুর পরিমানে টাকা আয় করা যায় এখান থেকে টাকা আয় করে জিবঙ্কে সফল হরে সাবল্মবি হওয়া সম্ভব তাই ফরেক্স মার্কেটে ট্রেড করে জিবঙ্কে সাবলম্বি করা যায়।
-
যে কোন বিজনেস এ সাবলম্বী হওয়া যাইয় । আর ফরেক্সও অনলাইন বিজনেস । তাই আপনি ফরেক্স করে সাবলম্বী হতে পারেন । ফরেক্স এ ভালো অর্থ উপার্জন করতে হলে আগে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এনং আপনাকে সময় দিতে হবে ফরেক্স মার্কেট এনালাইসিস করার জন্য । ফরেক্স করার মাধ্যমে পার্ট টাইম ও ফুল টাইম ইনকাম করে থাকে।