-
রিয়েল একাউন্টে টাকা মা নে ব্যালেন্স তোলার বিভিন্ন উপায় আছে। এর মধ্যে ব্যাংক ওয়্যার টা হয়ত করতে পারবেন না। স্ক্রিল, নেটেলার এইরকমের পেমেন্ট প্রসেসর যা আপনার ব্রোকার একসেপ্ট করে তার মধ্য থেকে যেটা সাশ্রয়ী, ডলার কেনাবেচা করতে সুবিধা এবং মাস্টারকার্ড দিয়ে টাকা তোলার খরচ কম সেটা বেছে নিন। টাকা দিয়ে কারো কাছ থেকে ওই একাউন্টে ডলার কিনুন। তারপর ব্রোকারে ডিপোজিট করুন।
-
রিয়েল এ্যাকাউন্টে টাকা ঢুকাতে গেলে আগে আপনাকে যে কোন অনলাইন মেথডে এ্যাকউন্ট করতে হবে। হতে পারে- স্কিল, পাইজা, নেটেলার কিংবা মাষ্টার কার্ড বা অন্য কোন ম্যাথড। যে ম্যাহডই হোক না কেন ডিপোজিট করার আগে আপনাকে প্রথমে সেই ম্যাথডে ডলার ঢুকাতে হবে। তারপরে আপনার এ্র্যাকাউন্টের ডিপোজিট অপশনে গিয়ে নিয়ম অনুযায়ী ডলার ডিপোজিট করতে হবে।
-
আপনি প্রত্যেক ব্রোকারে ডিপোজিট অপশন পাবেন।যেমন ইন্সটা ফরেক্সে ডিপোজিট অপশনে যাওয়ার পর সেখানে আপনাকে বিভিন্ন ডিপোজিট মেথড শো করবে ।সেখানে ব্যাংক ওয়্যার ট্রান্সফার থেকে শুরু করে প্রায় নেটেলার,স্ক্রীল,পেপাল সহ আরো অনেক পেমেন্ট মেথড দেখতে পাবেন।আপনি যেকোন একটিকে বেছে নিয়ে ডিপোজিট করতে পারেন।ডিপোজিট করতে হলে আপনাকে অবশ্যই আপনার পেমেন্ট মেথডে টাকা রাখতে হবে।
-
ফরেক্স মার্কেটে দুই ভাবে বিনিয়োগ করা যায় প্রথমে ফোরামের মাধ্যমে এবং ডলার দিয়ে ট্রেড করা যায় । সরাসরি ডলার দিয়ে ট্র্রেড করতে হলে অনলাইন পেমেন একাউন্টে একাউন্ট খুুলতে হবে যেমন নটেইলিার বা স্কীল তারপর যার থেকে ডলার আছে তার থেকে নিতেত হবে ।
-
আমি আপনার ফরেক্স এর রিয়েল অ্যাকাউন্ট এ বিভিন্ন অনলাইন পেমেন্ট প্রসেসর এর মাধ্যমে মুনাফা ডিপোজিট করতে পারেন । যেমন - নিটেলার , স্ক্রিল , পে পাল বিভিন্ন অনলাইন পেমেন্ট প্রসেসর এর মাধ্যমে আপনার রিয়েল অ্যাকাউন্ট এ ডিপোজিট করতে পারেন । এছাড়া আপনি মাস্টার কার্ড এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ডিপোজিট করতে পারেন ।
-
ফরেক্সের রিয়াল একাউন্টে সরাসরি টাকা ভরার জন্য আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন। তা না হলে আপনি কোন একটি পেমেন্ট প্রসেসরের মাধ্যমে টাকা ভরতে পারেন। পেমেন্ট প্রসেসরের মধ্যে মানিবুকার্স, স্ক্রিল, নেটেলার খুবই ভাল।
-
রিয়াল একাউন্ট এ টাকা নেবার অনেক উপাই আছে। বর্তমান বাংলাদেশে সরাসরি ফরেক্স এ বিনিয়োগ করা যায় না। ফরেক্স এ বিনিয়োগ করার জন্য আপনাকে যে কোন অনলাইন ব্যাংকের সহয়তা নিতে হবে। আমার কাছে নেটেলার অনেক ভাল লাগে। মানি বুকার ও অনেকটাই ভাল সেবা প্রদান করে থাকে।
-
রিয়াল একাউন্ট এ যে ভাবে টাকা ঢুকাবেন:
# আপনি অন্যকোন সাইট থে্কে ইনকাম করে।
# অনলাইনে যারা ইনকাম করে তাদের কাছে থেকে কিনতে পারেন।
# আপনার কেউ দেশের বাইরে থাকলে তার কাছে থেকে নিতে পারেন।
-
ফরেক্স মার্কেট হল আন্তঃজাতিক ব্যবসা তাই এ মার্কেট এ টাকা ঢুকানো সহজ কারন অনলাইন এ ফরেক্স মার্কেট এর সাইডগুলোতে দেওয়া আছে,য়েমন মানিবুকরস, পে পাল,নেটলার,অয়েব মানি,মাস্টাড কাড, ইত্যাদির মাধ্যমে টাকা ঢুকাতে পারি।রিয়েল একাউন্টস করার পর তা ভ্যারিফায় করার পর টাকা ঢুকানো ভাল কারন টাকা উঠাতে সমস্যা হবে না।
-
রিয়াল একাউন্ট এ টাকা ঢুকাবো যেভাবে। ফোরাম পোস্টিং এর মাধ্যমে আমরা রিয়েল আকাউন্টে টাকা ঢুকাতে পারি। এছারও আমরা ডেভিড কার্ড এর মাধ্যমে রিয়েল আকাউন্টে টাকা ঢুকাতে পারি। এছারও বিভিন্ন বাংক কার্ড এর মাধ্যমে।