অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ি আমার জানামতে প্রতিদিন ৪০ টার বেশি ফোরামে পোস্ট করা উচিৎ নয়। তবে পোস্ট করার বাধ্যবাধকতা সম্পর্কে ামি সঠিক তেমন কিছু জানিনা কেউ যদি জেনে থাকেন তবে জানান।
Printable View
অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ি আমার জানামতে প্রতিদিন ৪০ টার বেশি ফোরামে পোস্ট করা উচিৎ নয়। তবে পোস্ট করার বাধ্যবাধকতা সম্পর্কে ামি সঠিক তেমন কিছু জানিনা কেউ যদি জেনে থাকেন তবে জানান।
ফরেক্সের এই ফোরামে পোস্ট করার ব্যাপারে একটি নিদিষ্ট লিমিটেশন রয়েছে আর তা হল কোন ট্রেডার চাইলেও প্রতি মাসে এখান থেকে ২৪৫ ডলারে বেশি বোনাস নিতে পারবেন না আর সেই হিসাব করলে দেখা যায় যে একজন ফোরামের সদস্যর দিনে সবোচ্চ ৪৫ টির বেশি পোস্ট ফোরামে কোন অবস্থায়ই করা ঠিক না।তাই সকল ফোরামের মেম্বারেরই এটি অনুসর করে তার পর ফোরামে ট্রেড করা উচিত।
আমাদের প্রতিটি কাজের একটা ধারাবাহিকতা থাকে। এই ফরেক্স বাংলা ফরামেও তাই। এখানে পোস্ট করার জন্য কিছু নিয়ম রয়েছে । আর আমাদের এইসব নিয়ম বুঝে , ফলো করে তারপরে পোস্ট করা উচিত। আমার জানা মতে ফোরাম থেকে আমরা প্রতি মাসে ২৫০ ডলার বোনাস পেতে পারি।
ফরেক্স পোষ্ট মাধ্যমে আমরা প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় করতে পারছি। প্রতিটি কাজের যেমন একটা সীমাবদ্ধতা আছে তেমনি ফরেক্স এর ও সীমাবদ্ধতা আছে। আমি ফরেক্স ফরমে নতুন তাই আমি বিষয়ে তেমন অভিজ্ঞ না । তবে আমার মনে হয় দিনে ৩০পোষ্ট দেওয়া যায়
ফরেক্স ফোরামে একদিনে পোস্ট করার
কোন নিদ্দিষ্ট সীমা সঠিক কত তা
আমার জানা নেই তবে যেহেতু
একমাসে সর্বোচ্ছ ২৫০ ডলার বোনাস
হিসাবে নেওয়া যায় তাই আপনি এই
হিসাবে গড়ে (২৫০ /৩০= ৮.৩৩ ডলার
প্রায়) একদিনে আয় করার জন্য যত পোস্ট
দরকার তা করতে পারেন যেমন ৪১ টি
মত পোস্ট দিনে করতে পারেন । ধন্যবাদ।
ফোরামে দিনে আপনি কতটা পোস্ট দিতে পারেন? সাধারণত ১০/১৫ তার বেশি সম্ভবত অনেকে দিতে পারিনা। তবে আমি যতটুকু জানি যে, ফোরামে সব পোস্টের জন্য বোনাস দেওয়া হয়না। যেই পোস্টগুলো উপযোগী বা মানসম্মত সেই পোস্টগুলোর বোনাস কাউন্ত হয়। তবে আরও জানার জন্য আপনি ফোরামের রুলস এন্ড রেগুলেশন ফলো করতে পারেন।
আমি ফরেক্সের একজন নতুন সদস্য তাই আমিও ঠিক জানিনা যে- আমি দিনে সর্বোচ্চ কয়টি পোস্ট করতে পারব। এছাড়া দিনে কত বার পোস্ট করা যায় তা জানিনা যারা অনেক দিন জাবত ফরেক্সে কাজ করছেন তার যদি সঠিক তথ্য আমাদের জানান তাহলে আমরা জনতে পারব ।তাই আপনাদের কাছে আমাদের এই আবেদন রইল।
আমি ফরেক্স এ নতুন এজন সদ্যস । আমার যত টুকু ধারনা আছে সে খান থেকে বলতে পারি আপনি দিনে ১০ থেকে ৩৫ টি ফরেক্সেএ পোষ্ট করতে পারবেন । তবে এর কিছু নিয়ম কারণ আছে যেমন পোষ্ট গুলো ছোট হলে চলবেনা কম পক্ষে দুই লাইন হতে হবে । আপনি পোষ্ট গুলো তাড়াতাড়ি দিতে যাবেন না কারণ আপনি পোষ্ট গুলো তাড়াতাড়ি দিলে আপনাকে কিছু সময়ের জন্য ব্লাক করে দিতে পারে ।
আমার জানামতে মাসে ২৫০ ডলার ডিপোজিট করা যাবে। সেই ক্ষেত্রে প্রতিদিন কত টা পোস্ট করা যাবে বা যাবেনা বিশয় টা কিন্তু তা না। আমি যদি একদিনে ২৫০ ডলার ডিপোজিট করি তাহলে সারা মাস আমাকে আর ডিপোজিট না করলেও চলবে। এরপর আমি আর কোন পোস্ট করতে পারবনা কিংবা পোস্ট করলেও কোন লাভ হবেনা।
যারা দীর্ঘদিন থেকে এই ফরাম এ আছেন তাদের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে যে আমি দিনে সর্বোচ্চ কয়টি পোস্ট করতে পারব এবং কত গুলো পোস্ট করলে আমাকে বোনাস শিকারী হিসেবে বিবেচনা করা হবে?
দিনে কি পরিমান পোস্টিং করলে কত ডলার আয় করা যায় । এছাড়া দিনে কত বার পোস্ট করা যায় তা জানিনা যারা অনেক দিন জাবত ফরেক্সে কাজ করছেন তার যদি সঠিক তথ্য আমাদের জানান তাহলে আমরা জনতে পারব ।তাই আপনাদের কাছে আমাদের এই আবেদন রইল।