-
ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানতে বা শিখতে হলে ফোরামের বিকল্প হয় না। এখানে সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পায়। ফলে আমরা খুব সহজেই কি করণীয় কি করণীয় নয় তা বুঝতে পারি। ফোরামে অনেক সিনিয়র মেম্বারা আছেন যারা অনেক কিছু জানেন, তাদের সাথে আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাই।
-
অনেকর কাছ থেকে শুনে ছিলাম এই ফোরামটি অনেক ভালো। তাই এই ফোরামে যোগ দিয়েছিলাম। এখন তা প্রমাণও পাচ্ছি। এখানে যে সকল পোস্ট দেয়া হয় তা সকলের জন্য উপকারি, সবাই এর থেকে কিছু না কিছু শিখতে পারে। এখানের সকল মেম্বাররা বেশ আন্তরিক।
-
ফোরামে যোগ দেবার মূল কারন হল ফোরেক্স নিয়ে যেখানেই কোন কথা বার্তা দেখি সেখানে আমি একটু নজর দেই দেখতে দেখতে আমি এটা পেয়ে গেলাম। আর সাথে সাথে জয়েন হলাম। আর এখানে প্রতিদিনই দেখি নতুন নতুন মানুষের দেয়া তথ্য আলো চনা ইত্যাদি। এ সব দেখে নিজের অভিজ্ঞতা সেয়ার করতে ভালোই লাগে তাই যোগ দেয়া।
-
আমি একজন নতুন ফরেক্স ট্রেডার। অনেকদিন ধরেই স্বপ্ন দেখতাম ফরেক্স করবো।এজন্য আমিতো স্টুডেন্ট হওয়ায় ডিপোজিট করে ফরেক্স করার সামর্থ্য নেই।আর তাছাড়া ফরেক্সে নতুন হওয়ায় ফরেক্স বিষয়ে আমি পরিপুর্ন নয়।এজন্য চেষ্টা করছি ফোরামের মাধ্যমে ফরেক্স ভালোভাবে শিখতে, জানতে এবং ফোরামের ব্যালেন্স দিয়ে ট্রেড করে দুর্দশার লাঘব করতে।
-
আমি ফোরাম এ যোগদান করেছে কারন ফোরাম থেকে আমি অনেক কিছু শিখতে পারি অনেক কিছু যানতে পারি। আর ফোরামে যোগ দেয়ার পর আমি ট্রেড করার জন্য নতুন নতুন কৌশল শিখতে পেরেছি এবং ফোরাম থেকে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। নতুন দের জন্য ফোরাম অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস নতুন দের উচিত ফরেক্স এ ট্রেড করার আগে ফোরামে যোগদান করার আর ফোরামকে ঠিক ভাবে ব্যাবহার করা।
-
ফরেক্স কাজ সিখতে হলে ফোরাম এর বিকল্প নেই । আপনি জত বেশি ফোরাম পস্টিং করবেন তত বেশি ফরেক্স মার্কেট সম্পরকে জানতে পারবেন । ফরেক্স ফোরাম পস্টিং করলে আপনি ফরেক্স থেকে পস্টিং এর জন্য বোনাস পাবেন ।
ফরেক্স পস্টিং এর বোনাস সরাসরি তুলা জাই না কিন্তু বোনাস দিয়ে ট্রাড করে প্রফিট পেতে পারেন । ফরেক্স পস্টিং আপনি আপনার বিজনেস এর কাপিটাল হিসেবেইউজ করতে পারবেন ।
-
ফরেক্স কে একটি বিশাল সমুদ্রের সাথে তুলনা করা যায়। এখানে শেখার শেষ নেই। বাংলাদেশ ফরেক্স ফোরামে যোগ দেওয়ার মূল কারণ হল আমি এখনো শিক্ষানবীশ। তাই আমার যাবতীয় ফরেক্স কৌতুহল সম্পর্কে জানার জন্য ফোরামে যোগ দিয়েছি। এখানে ফরেক্স সম্পর্কে অনেক বিষয়ে আলোচনা করা আছে যা থেকে আমি শিখতে পারি। এছাড়াও এখানে প্রতিদিন কিছু কিছু নতুন সদস্য যোগদান করছি, আমি এতদিন যা শিখেছি তা দিয়ে সম্ভব হলে ওদের জিজ্ঞাসা মেঠানোর চেষ্টা করি। এখানে যোগদানের আরেকটি সুবিধা হল, মাস শেষে প্রাপ্ত বোনাস দিয়ে আমি রিয়েল ট্রেডের অভিজ্ঞতা অর্জন করতে পারবো।
-
ফরেক্স বর্তমানে খুবি জনপ্রিয় একটা ট্রেড বাবশা আর আই খানে যুগ দেয়ার কারন হল আমি ট্রেড সম্পর্কে তেমন কিছু জানি নাহ আর এই না জানা কথা গুলো জানার জন্য এবং ঘোড়া বসা জাতে করা টাকা উপার্জন করতা পারি এবং সময় টাকে কাজে লাগিএ জীবনে কিছু করতে পারি।
-
আমি এই ফরামে যোগ দিয়েছি যাতে করে আমি ট্রেড করার কৌশল শিখত পারি এবং ভাল ট্রেড করতে পারি । আর ফরম করলে নগত ডলার ইনভেস্ত করতে হয় না । এখানে ফরেক্স সম্পর্কে অনেক বিষয়ে আলোচনা করা আছে যা থেকে আমি শিখতে পারি।
-
এই ফোরামে যোগ দেয়ার অন্যতম কারণ ছিল ফরেক্স সম্পর্কে জানা পাশাপাশি যারা নতুন তাদেরকে বিভিন্ন প্রকার তথ্য দিয়ে সহায়তা করা। উভয় ক্ষেত্রেই সফল হয়েছি বলা চলে। এখানে যেহেতু বাংলায় লেখা হয় তাই তা সহজেই সবার বোধগম্য হয়। তাছাড়া সিনিয়র মেম্বার যারা আছেন তারা অনেক সহায়াতা প্রবণ। যেকোনো সমস্যার ক্ষেত্রে আপনি তাদের সহায়তা পেতে পারেন। এখানে যেসব পোষ্ট দেয়া হয় তা কম বেশি সবারই কাজে আসে।