ফরেক্স মার্কেটে লিভারেজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি কত টা লিভারেজ নিবেন তবে আমার মতে লিভারেজ ১.২০০ নেয়ায় ভাল কারণ তাহলে মার্কেটে এনালাইসিস করতে খুব ভালো হয় এবং এতে লসের তেমন কোন সম্ভাবনা থাকে না
Printable View
ফরেক্স মার্কেটে লিভারেজ একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি কত টা লিভারেজ নিবেন তবে আমার মতে লিভারেজ ১.২০০ নেয়ায় ভাল কারণ তাহলে মার্কেটে এনালাইসিস করতে খুব ভালো হয় এবং এতে লসের তেমন কোন সম্ভাবনা থাকে না
আমি সাজেস্ট করি সর্বোচ্চ লিভারেজ কারণ এটা আপনাকে অল্প ডলারে অনেক ট্রেড করার সুযোগ করে দেয়। আমাদের অনেকের ব্যলান্স একশত ডলারের কাছাকাছি বা কম হয় সেজন্য আমরা যদি বেশি লিভারেজ ব্যবহার করি তবে তাতে আমাদের মার্জিন কম ব্যবহার হয়। এটা সম্পুর্ণ আমার নিজের অভিমত। কেউ আরো ভাল জানলে শেয়ার করতে পারেন। সবাই উপকৃত হবে।
আসলে লিভারেজ মার্কেটে টিকে থাকতে আপনাকে সাহাজ্য করবে। এবং এর জন্যই লিভারেজ নিতে হয়। ভলিউম বড় না হলে এটি নেয়া লাগেনা। যেগেতু আমরা গরিবদেশের গরিব মানুষ তা এটা আমাদের জন্য বেশ দরকার। আমার লিবারেজ১:১০০।
এটা আপনার উপর নির্ভর করে তবে এটা অাপনাকে মার্কটে টিকিয়ে রাখার জন্য কাজ করে তাই এটা আপনার উপর নির্ভর করে তবে বেশির ভাগ ভাই দের দেখেছি ১:১০০ এবং ১:২০০ রিভারেজ এ কাজ করে
আমার মতে ১ঃ৫০০ লিভারেজ নিয়া উচিত । ফরেক্স ট্রেডাদের জন্য লিভারেজ একটি ভাল সুভিদা ।কারন লিভারেজ না থাকলে বড় ভলিওম দিয়া ট্রেড করা যেত না । তাই ভলিওম যার যার ইচ্ছা মত নেয়া যায় । তাই সুবিধা মত ভলিওম নিয়ে ট্রেড করা ভাল ।
আপনার ব্যালেন্সের চাইতে বেশি ইনভেষ্ট করার সুযোগ কে বলা হয় লিভারেজ।আমার মতে ট্রেড করার জন্য ১ঃ১০০০ লিভারেজ নেওয়াই সবচাইতে ভাল।তবে লিভারেজ বেশি নিলে প্রতিটি ট্রেড সাবধনতার সাথে করা উচিত এবং লিভারেজ ব্যবহারে সবসময় সর্তকতা অবল্বমন করতে হবে।এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আপ্নিও কত লিভারেজ নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করবেন তবে আমার মতে ১:১০০০ লিভারেজ নেওয়াটাই ভাল এতে ফরেক্স মার্কেটে লস জাওয়ার তেমন কোন সম্ভাবনা থাকে না আর আপনি যদি ফরেক্সয মার্কেটে খুব বেশি ভালো হন তাহলে বেশি লিভাএরজ নিয়ে ট্রেড করতে পারেন।
ফরেক্স সব সময় অল্প পুজি নিয়েই করাটা ভাল। আমার মনে হয় সর্বনিন্ম ১:৫০ লিভারেজ নিয়ে ফরেক্সে ট্রেড করা ভাল এতে লস কম হবে । ব্যবসাও ভাল ভাবে চলতে থাকবে।আর বেশি লিভারেজ বিভিন্ন সময় অনেক বড় ক্ষতির কারন হয়ে দারাই তা্ই আমার মতে কম লিভারেজ নিয়ে ট্রেড করা ভাল।
কি বলেন ভাই ফরেক্সে ১ঃ৫০০ আর ১ঃ১০০০ লিভারেজ নিয়ে ট্রেড করতে গেলে একাউন্ট শূন্য হতে বেশী সময় লাগবে না । কারন এই লিভারেজে অল্প ভুলেই অনেক বড় ক্ষতি হতে পারে এইভাবে এখানে টিকে থাকার সম্ভাবনে প্রায় 5%, আমার মতে ১ঃ৫০ বা ১ঃ১০০ নিয়ে ট্রেড করাই ভালো ।
আপনি যদি নতুন অবস্থায় ফরেক্স এ একাউন্ট করে থাকেন তাহরে আপনি ১:৫০ লেভারেজ নিন এটি সবচায়তে ভালো কারুন আপনি প্রথম অবস্থায় লোভ করতে পারেন আর এই জন্য আপনি যদি লেভারেজ কম নেন তাহলে আপনি লোভ করলেও আপনাকে ব্রকার ওপেন করতে দিবে না। তা্ই আপনি কম লেভারেজ দিয়ে শুরু করুন তাহলে আপনি লাভ করতে পারবেন বেশি এবং লস করলেও সল্প পরিমান লস করবেন।
এক এক ব্রোকার এক এক ধরনের লিভারেজ দিয়ে থাকে। তবে আপনি যদি ইনস্টা ফরেক্স এ থাকেন তাহলে ১ঃ৫০ নিতে হবে আপনাকে।