ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে আপনার ব্যালেন্সের প্রতি দৃষ্টি রাখতে হবে।আর সে জন্য সঠিকভাবে মার্কেট বিশ্লেষন করে তার পর স্বল্প পরিমান ট্রেড ওপেন করা ভাল এতে করে ঝুকি সর্বনিম্ন হয় ও মার্কেটে সফলতার সাথে টিকে থাকা যায়।
Printable View
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে আপনার ব্যালেন্সের প্রতি দৃষ্টি রাখতে হবে।আর সে জন্য সঠিকভাবে মার্কেট বিশ্লেষন করে তার পর স্বল্প পরিমান ট্রেড ওপেন করা ভাল এতে করে ঝুকি সর্বনিম্ন হয় ও মার্কেটে সফলতার সাথে টিকে থাকা যায়।
হ্যা অবশ্যই আমিও একমত আপনি অল্প রিস্ক নিয়ে ট্রেড করুন কখনই আপনি অতিরিক্ত ঝুকি নিয়ে ট্রেড করবেন না। কারন ফরেক্স মার্কেটে ১০০% বলে কোন কথা নেই। এখানে যা কিছু হতে পারে তাই অতিরিক্ত ঝুকি নিলে আপনি ফরেক্স মার্কেটে বড় ধরনের লস এর সম্মূখিন হতে পারেন তাই কখনই অতিরিক্ত ঝুকি নিবেন না।
একটা ব্যবসা শুরু করা সহজ কিন্তু টিকে থাকা কঠিন। তাই সকলের উচিত আগে ফরেক্স সম্পরকে জ্ঞান অর্জন করা তারপর ফরেক্স শুরু করা এবং রিস্ক কম নেওয়া।
ফরেক্স ব্যবসা হচ্ছে একটি অনলাইন শেয়ার ব্যবসা । অন্য যে কোন শেয়ার ব্যবসার থেকে এটা অন্যরকম । তবে সব ব্যবসায় ঐ ঝুঁকি থাকে । ঝুঁকি না নিয়ে কোন ব্যবসায় তেমন কেও সফল হতে পারছে না । তবে সব কিছুতে ঝুঁকি নিতে হবে সেটা কিন্তু নয় । আপনি যত কম ঝুঁকি নিয়ে ফরেক্সে ট্রেড করবেন, এতে বেশি সময় মার্কেটে টিকে থাকা যেতে পারে । কিছু ঝুঁকি আর ভাল বেসিক নিয়ে ফরেক্সে ট্রেড করলে সফলতা অর্জন করা যায়।
অবশ্যই অল্প রিক্স নিয়ে ট্রেড করা উচিত। আমার মতে রিক্স ফ্রি হয়ে মার্কেটের মুভমেন্ট, ট্রেন্ড দেখে, মার্কেটের আপনার টোটাল ডিপোজিটের উপর ভিত্তি করে তারপর ট্রেড করা উচত। এতে মোটামুটি আপনার সর্বোচ্চ ভলিউমকে ৩/৪ ভাগ করে মার্কেট করতে হবে। তাহলে আপনার লাভের পরিমান অ্যাভারেজে বেড়ে যাবে।
ফরেক্স মার্কেটে অল্প রিক্স নিয়ে ট্রেড করা মানে হচ্ছে ফরেক্স মার্কেটে টিকে থাকার অন্যতম চাবিকঠি।ফরেক্স মার্কেটে অল্প রিক্স নিয়ে ট্রেড করা অভিজ্ঞ ট্রাডার দের কাজ।যারা ফরেক্স মার্কটে নতুন তারা না বুঝেই বেশি রিক্স নিয়ে ট্রেড করে ফলশ্রুতে তারা খুব দ্রুত লসের সম্মুখিন হয়।তাই আমি নতুন ট্রেডার একটা কথা বলবো অল্প রিক্স নিয়ে ট্রেড করুন ফরেক্স মার্কেটে টিকে থাকুন এবং ট্রেড করার মাধ্যমে ফরেক্স মার্কেটে প্রফেশনাল মান অর্জন করুন।
ফরেক্স মার্কেট এ অনেক মানুষ আসে কিন্তু সবাই টিকে থাকতে পারেনা ।ফরেক্সচ মার্কেট এ ১০০ মানুষ থেকে ১০% মানুষ জরে যাই। কারন তারা বেসি লোভ করে অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেড করে। তাই তারা ফরেক্স মার্কেট এ টীকে থাকতে পারে না। ফরেক্স মার্কেট এ আপনি যদি বেসি লোভ করেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ টীকে থাকতে পারবেন্না। ফরেক্স মার্কেট এ লোভ ,লালসা, উত্তেজনা ইত্যাদির কোন স্থান নেই তাই ফরেক্স মার্কেট সফল।
অল্প রিস্ক নিয়ে ট্রেড করা সবচেয়ে ভাল বেশি রিস্ক নিয়ে যদি ৫০ ডলার আয় করেন আবার আরেক ট্রেডে দেখাগেল আপনার ৬০ ডলার চলে যাবে এতে করে দেখা যাবে আপনার ব্যালেন্স একদিন জিরো তখন হয়ত আপনি বুযতে পারবেন বেশি রিস্ক নিয় ট্রেড করা আপনার উচিত হয়নি কিন্তুু তখন বুযে আপনার তেমন কোন লাভ হবে বলে আমার মনে হয় না তাই অল্প রিস্ক নিয়ে ট্রেড করাই সবচেয়ে ভাল।
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনি যদি টীকে থাকতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। তবে এর জন্য আপনার প্রয়জন হবে আপনার কাজ করার ধক্ষতা এবং আপনার ধরজ। আপনি যদি ফরেক্স মার্কেট এ আপনার লোভ কে কন্ট্রোল কোরতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে ভালো আয় কোরতে পারবেন। তাই আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় অল্প রিস্ক নিয়ে ট্রেড করুন ।
আসলে সব ট্রেডার চায় অল্প রিক্সে প্রফিট করতে। কিন্তু আসলে কি তা হয়। আপনাকে কিছু না কিছু রিক্স নিতেই হবে। কারণ মার্কেট এর পরবর্তী মুভ কোথায় হবে তা কেউ জানে না। আমরা শুধু প্রেডিকট করতে পারি। যদি ভূল প্রেডিকট করেন তো লস। আর সঠিক ভাবে ধরতে পারলে প্রফিট। তবে কিছু কিছু সময় মার্কেট এর মুভ হয় কনফার্ম। এগুলোই হল অল্প রিক্স এ ট্রেড।