ফরেক্স এর বাইনারি অপশন ট্রেডিং করতেও ফরেক্স এর মত এনালাইসিস করতে হয়। এনালাইসিস মিলে গেলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমান প্রফিট করা যায়। বাইনারি অপশন ট্রেডিং এর নিয়ম, স্টাট্রেজি, সতর্কতা, মানি ম্যানেজমেন্ট মেনে চললে প্রফিট করা সম্ভব।
Printable View
ফরেক্স এর বাইনারি অপশন ট্রেডিং করতেও ফরেক্স এর মত এনালাইসিস করতে হয়। এনালাইসিস মিলে গেলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমান প্রফিট করা যায়। বাইনারি অপশন ট্রেডিং এর নিয়ম, স্টাট্রেজি, সতর্কতা, মানি ম্যানেজমেন্ট মেনে চললে প্রফিট করা সম্ভব।
হাঁ আমি আপনার সাথে একমত। বর্তমানে ফিনান্সিয়াল মার্কেটে বাইনারি অপশন পধতির জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে। আপনি যদি সহজ উপায়ে স্বল্প সময়ে যুকি নিয়ন্ত্রন করে প্রচুর মুনাফা করতে চান। তাহলে আপনাকে বাইনারি অপশন বেছে নিতে হবে। আমি বাইনারি অপশন দিয়ে ট্রেড করি এবং ভালই প্রফিত পাচ্ছি।
বাইনারি অপশনের সুবিধা গুলি আলোচনা করেছেন কিন্তু কিভাবে বাইনারি পদ্দতিতে ট্রেড করতে হবে বা এর এনালাইসেস কি হবে তা কিন্ত বলেন নাই । দয়া করে যদি বলেন তবে উপকার হবে ।
আমরা জানি বাইনারি ট্রেড করার জন্য একেক ব্রোকার আমাদের একেক রকম কমিশন দেয় । কোন ব্রোকার ৬০, কোণ ব্রোকার ৭০% আবার কোন ব্রোকার ৮০% পর্যন্ত কমিশন দিয়ে থাকে । তবে ইন্সটাফরেক্স ব্রোকার আমাদের ৮০% কমিশন দেয় । বাইনারী বা অপশন ট্রেডিং এর নিয়ন হচ্ছে আপনি যদি ১০ ডলার দিয়ে একটি বাইনারী ট্রেড করেন তাহলে আপনি যদি সফল হন তাহলে ব্রোকার আপনাকে ১৮ ডলার ব্যাক দিবে বা আপনি যদি লস করেন তাহলে আপনার ১০ডলার লস হবে ।
কোন একটা ব্রোকারে বোনাস পাইছিলাম ১০ ডলার তা দিয়া কয়েকদিন বাইনারি ট্রেড করেছি। খুবই রিক্সি একটা জিনিস। পাইলে পাইলেন নাইলে শুন্য। অনেকটা বাজির মত। কিন্তু ছোট টাইমের যেমন ৩ মিনিটের খুব বেশি মানসিক চাপ তৈরী করে। তাই আমি বাদ দিছি। শখ নাই বাইনারি করার। এমনিতেই ভাল আছি।
ফরেক্স মার্কেটে আপনাকে সফলতা খুজার জন্য অনেক কিছু জানতে হবে তাহলে সফলতা পাবেন কারন ফরেক্স মার্কেটে অনেক রকমের ট্রেডিং পদ্দতি রয়েছে যে গুলোতে ট্রেড করে আপনি অনেক লাহবান হতে পারেন।
বাইনারি অপশন ট্রেডিং এর কোন বিকল্প নেই। আপনারা এই সম্পর্কে আপনাদের জ্ঞান শেয়ার করবেন আর আমার ভুল হলে ক্ষমা করবেন । সারাক্ষন আপনারা লাইভ দেখতে পাবেন অধিকাংশ ব্রোকাররা এই মুহূর্তে কি ভাবছেন । বাইনারি অপশন ট্রেডিং শুরু করতে পারে এক্কেবারে কম পুজি নিয়ে । ট্রেডিশনাল ফরেক্স ট্রেডিং এর তুলনায় এই হার একেবারেই কম ।
আমি বাইনারী অপশন এর কথা শুনেছি এবং দেখেছি বিভিন্ন সাইট এ এড দেয়। এটা অনেকটা ফরেক্স এর মত। তবে যাই বলি ফরেক্স এর মত অন্য কোন ব্যবসা নেই যেখানে সব ধরনের সুব্দিহা নেই। অন্যান্য মারকেট নানা ধরনের সমস্যা রয়েছে।
আমি আমার নিজের বাস্তব ট্রেডিং অভিজ্ঞতায় দেখেছি ফরেক্স মার্কেটে -'সহজে ,স্বল্প সময়ে,ঝুঁকি নিয়ন্ত্রন করে প্রচুর প্রফিট করা কখোনোই সম্ভব হয় না'৷বাইনারি অপশন সাংঘাতিক রিস্কি এবং খুব দ্রূত আপনার একাউন্ট শুন্য হয়ে যেতে পারে৷ কারন আপনি যখনই লস করবেন ঠিক তখনই তার দ্বিগুণ প্রফিট করতে চেষ্টা করতে থাকবেন৷তাই বাইনারি অপশন খুবই রিস্কি৷
প্রতিটি ট্রেডিং পদ্ধতিরই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে । যেসব বৈশিষ্ট্যের জন্য অনেকের কাছে অনেক রকম পদ্ধতি ভাল বলে মনে হয় । তবে আপনি যে পদ্ধতি ব্যবহার করেন না কেন । আপনাকে অবশ্যই সেসব পদ্ধতি সম্পর্কে অবশ্যই ভালভাবে জানতে হবে বলে আমি মনে করি । আমি বাইনারি অপশনের পক্ষপাতি না কেননা তা বেশ মানসিক চাপ তৈরী করে । আমি দু একদিন বাইনারি অপশন ট্রেড করেছিলাম ।এটা এক প্রকারের বাজি বা জুয়ার মত । কেননা এখানে আপনি একটা পজিশন ধরলেন যদি আপনার পক্ষে যায় তবে আপনি গেইনার আর বিপরীতে গেলে আপনি লুজার ।