-
বোনাস দিয়ে ট্রেড করার যেমন সুবিধা রয়েছে পাশাপাশি তেমনি রয়েছে কিছু অসুবিধা যেমন ফোরামের বোনাস দিয়ে আপনি ট্রেড করতে পারছেন এবং ঐ ট্রেড থেকে যে প্রফিট হচ্ছে ত উঠাতে পারছেন ফলে আপনাকে নিজের পকেটের টাকা ফরেক্স মাকেটে ইনভেস্ট করতে হচ্ছে না অন্যদিকে মনে করুন আপনি ফোরামের ১০০ ডলার দিয়ে ট্রেড করছেন এমন সময় দেখা গেল আপনি ট্রেডে লস করে ৫০ ডলার হারিয়ে ফেলেছেন এখন আপনাকে আপনার ব্যালেন্সের অবশিষ্ট ৫০ ডলার দিয়ে ট্রেড করে ঐ হারানো বা লসকৃত ৫০ ডলারের ঘাড়তি পূরন করতে হবে তার পরই আপনি আবার ফোরম থেকে আপনার লাভের অংশ উঠাতে পারবেন।
-
আমি এখন পর্যন্ত আমার একাউন্ট ব্যলান্স জিরো করে আবার ডলার জমা করার চেষ্টা করছি। জমা হলে আগামী মাস থেকে আবার ট্রেড নিয়মিত হব। যদি নিয়মিত হতে পারি তবেই বলতে পারব যে এখান থেকে টাকা উঠানো যায় কিনা। আমি আমার একাউন্ট দ্বিতীয় লেভেল পর্যন্ত ভেরিফাইড করি নি।
-
বেনাস দিয়ে ট্রেড করার সুবিধা হলো আপনাকে নিজে থেকে ইনভেষ্ট করতে হচ্ছে না, আপনি অতিরিক্ত লসেও কোন কষ্ট করতে বা পেতে হয় না। আপনাকে স্বাভাবিক ভাবে প্রতিদিনের লাভের অ্যামাউন্ট তুলো নিতে পারবেন। আস অসুবিধা হলো যেকোন সময় ডিজঅ্যাবল হয়ে যেতে পারে, ১০ ডলারের উপর উইড্র নেয় না। উইপ্র অ্যামাউন্ট প্রসেস হতে অনেক সময় লাগে ইত্যাদি। তব সব মিলিয়ে ফোরাম কিন্তু একদম খারাপ নয় নতুনদের জন্য অনেক উপকারীও বটে।
-
বোনাস নিয়ে ট্রেড করার সব থেকে বড় সুবিধা হল আপনার নিজের পকেটের টাকা ডিপোজিট করা লাগে না। ব্রোকারের কাছ থেকে পেলেন কিছু ডলার যা দিয়ে প্রফিট করা গেলে সেটা উইথড্র করা যাবে। সব থেকে বড় অসুবিধা হল লিভারেজ কম। মাত্র ১:৫০।আবার একাউন্ট ২য় লেভেল পর্যন্ত ভেরিফাইড হতে হবে। না হলে কোন সুবিধা পাওয়া যাবে না।
-
বোনাস দিয়ে ট্রেড করলে নগদ টাকা এর ঝুকি নিতে হয় না । এতে কাজ করার গতি বেড়ে যায় । বোনাস পাইলে কাজ করতে অ মজা লাগে । ঝুকি না থাকায় কাজ করতে ভয় করে না ।
-
বোনাস দিয়া ট্রেড করলে অনেক শুবিধা পাওয়া যায় । কেননা ফোরাম থেকে পাওয়া ডলার থেকে ইন্সটাফরেক্স এর মাদ্দমে রিয়াল ট্রেড করতে পারি। এথেকে আমাদের যেমন অভিজ্ঞতা বারে তেমনি আমাদের লস হওয়ার সম্ভাবনা অনেক কম ।
তাই বোনাস দিয়ে ট্রেড করলে অনেক সুবিধা পাওয়া যায় ।
-
বোনাস দিয়ে সুবিধা ছাড়া অামি অসুবিধা মনেকরি না। এটাকে আমাদের সৌভাগ্য মনে করি উচিত। কেননা এই পোস্ট আমরা পেসবুক ও টুইটারে করে থাকি এতে আমাদের কে বলে না টাকা ব্যবসা কর। এতে আমাদের কিছু সময় যায়। এই টাকা দিয়ে আমরা আয় তরগে পারি।
-
বোনাস দিয়ে ট্রেড করার সুবিধাই সবটুকু ইনভেসট ছাড়া ট্রেড করতে পারবেন, ফরেক্স অ্যাকাউন্ট এ টাকা ডুকানোর জন্য কারোকাছে যেতে হবে না, আমি মনে করি... এবং ভঅসুবিধা হল ফোরাম বোনাসের ট্রেডিং একাউন্ট যেকোন সময় হোল্ড হতে পারে।
-
বোনাস দিয়ে ট্রেড করলে যেমন সুবিধা আছে তেমন অসুবিধা ও আছে সুবিধা হল এতে আপনার ফরেক্স মার্কেটে কোন টাকা ইনভেস্ট করতে হয় না বোনাস দিয়ে ট্রেড করে অর্জিত টাকা আপনি খুব সহজে এখান থেকে আপনি তুলতে পারবেন আর অসুবিধা হল যেকোন সময় ডিজঅ্যাবল হয়ে যেতে পারে, ১০ ডলারের উপর উইড্র নেয় না অনেক সময় অর্জিত অর্থ উত্তলনে ঝামেলা করে
-
ফরেক্স মার্কেটে বোনাস দিয়ে ট্রেড করলে অনেক সুবিদা পাওয়া জেতে পারে তাই যেমন আপনি ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে প্রফিট করে লাভ করা জায় কিন্তু কোন টাকা ইনভেস্ট করা লাগে না ভাল সুবিদা তবে অসুবিদা হল অনেক সময় লস করলে জতখন ওই লস আবার পুরন না করা জায় টাকা উঠান জায় না।