-
নিজের উপর আত্নবিশ্বাস থাকাটা অবশ্যই ভালো আত্নবিশ্বাস না থাকলে কোন কাজে সফল হওয়া যায় না ভয় সব সময় আপনাকে ঘিরে রাখবে আপনি সব সময় তাই কোণ কাজে সফল হতে হলে আপনাকে আগে নিজেকে আত্নবিশ্বাসী হতে হবে কিন্তু একটা কথা কোন কিছুই বেশি বেশি ভালো নয় ভাল কিছু করতে হলে নিজের উপরে অনেক আত্নবিশ্বাস থাকাটা অনেক যরুরি যেখানে নিজের আত্নবিশ্বাস নাই সেখানে সফলতা তো অনেক দুরের কথা ফরেক্স ট্রেডিং সম্পর্কে আপনার যদি ভালো জ্ঞান থাকে তাহলে আপনি সফলতা হতে পারবেন।
-
আত্মবিশ্বাস না তাক্লে কোন কাজ এ ভাল করা সম্ভব না আর ফরেক্স এমন একটি বিনেসস যা আত্মবিশ্বাস ছাড়া ভাল করা সম্ভব না্*............।
-
এনালাইসিস ছাড়া ট্রেড করলে ফরেক্স থেকে হয়তো আপনি লাভ করতে পারবেন কন্তুু আপনি ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন না। আপনি যা লাভ করবেন তার চাইতে বেশি লস করবেন। কারন আপনি এনালাইসিস ছাড়া ট্রেড করছেন মানে আপনি কিছু না বুঝেই ঝুঁকি নিলেন। এভাবে আপনি অনেক ট্রেডারকে লস করতে দেখেছি। তারা অনেক বার অ্যাকাউন্ট ০ করেছে। তাই নিজের আত্মবিশ্বাস বাদ দিয়ে এনালাইসিস করা শিখুন। তারপর ট্রেড করুন।
-
ফরেক্স এ ট্রেড করতে হলে নিজের উপর খুব বেশি আত্নবিশ্বাস রাখতে হবে। কারন প্রতিটি ব্যবসাই আত্নবিশ্বাসের প্রয়োজন হয় আর ফরেক্স ব্যবসা একটি আন্তর্জাতিক ব্যবসা এখানে বিভিন্ন দেশের ডলার কেনা-বেচা হয়ে থাকে। আর এ ব্যবসাটা বিশ্বের একটা বড় ব্যবসা তাই এ ব্যবসায় নিজেন আত্নবিশ্বাস আর প্রচেষ্টার কোন অভাব রাখলে হবেনা। আর এই ফরেক্স ব্যবসার উপর আপনার অনেক অভিজ্ঞতাও দরকার এবং অনেক কিছু জানা দরকার।
-
ফরেক্স মার্কেটে বেশি আত্তবিশ্বাস হওয়া ভালো কারন বেশি আত্মবিশ্বাস হলে সমস্যা হয় কারন বেশি আত্মবিশ্বাস থাকলে ফরেদ করার সময় ফরেক্স নিয়ম কানন না মেনে নিজের উপর আত্মবিশ্বাস রেখে ট্রেড করে তখন লস করে তাই ফরেক্স মার্কেটে অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা উচিৎ নয়।
-
ফরেক্সের কাজ করিতে হইলে নিজের উপর বেশি আত্মবিশ্বাস অর্জন করিতে হইব। নিজের উপর আত্মবিশ্বাস অর্জনকরিতে না পারিলে ফরেক্সের কাজ করিয়া সফলতা অর্জন করা সম্ভাব নহে। তই ফরেক্সের কাজ করিয়া আয় উপার্জন বৃদ্ধি করিতে হইলে নিজের উপর আত্মবিশ্বাস অর্জন করিতে হইবে। নিজের উপর আত্মবিশ্বাসই সফলতার চাবিকাঠি।
-
নিজের উপর খুব বেশি আত্নবিশ্বাস খুবই ক্ষতিকর একটা দিক ফরেক্স ট্রেডারদের জন্য। আত্নবিশ্বাস থাকা ভাল কিন্তু বেশি থাকা ভাল না। প্রচলিত একটা কথা আছে এক্সেস ইজ দ্যা ভেরি ব্যাড।
-
আমার মনে হয় যে ফরেক্স ট্রেডা এর বেলায় আমাদের জতা সম্ভব মার্কেট এনালাইসিস করা উচিত। আগে সব কিছু বুজে তারপরে নিজের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া ভাল। ফরেক্স মার্কেটে আত্নবিশ্বাস থাকা ভালো তবে খুব বেশি আত্নবিশ্বাস ভালো।কারন আপনি যখন খুব বেশি আত্নবিশ্বাসি হয়ে যাবেন তখন কোনো প্রকার অ্যানালাইসিস ছাড়াই ট্রেড করবেন যা কিনা লসেরই কারন। তাই বলা যায় যে আত্নবিশ্বাস ভালো তবে বেশি আত্নবিশ্বাস ভালো নয়।
-
নিজের উপর বিশ্বাস থাকা ভাল তাতে সব জায়গায় সফলতা পাওয়া যায় আবার নিজের উপর অনেক বেশি আত্নবিশ্বাসী হওয়টা ক্ষতির কারন যেটাকে বলে ওভার কনফিডেন্স সেটার কারনে ফরেক্স মার্কেটে যেমন লসের স্বিকার হতে হয় বাস্তব জীবনে ও পরিলক্ষিত হয় তাই আমার মনে হয় আমাদের এটা বর্জন করা উচিৎ এটার উপর ফরেক্স মার্কেটে সফলতা অনেকাংশে নির্ভর করে এটাকে আমরা বর্জন করব।
-
অতি সবময়ই ক্ষতি কোন কিছুই অতিরিক্ত ভালো নয় আমাদের নিজের উপর বিশ্বাস থাকতে হবে তাই বলে অতিরিক্ত আত্নবিশ্বাস আমাদের জন্য খুবই ক্ষতিকর এই ফরেক্স মার্কেটে অতিরিক্ত আত্নবিশ্বাস এর চেয়ে মার্কেট এর অবস্থাকে বেশি গুরুত্ব দিন কারন মার্কেট তার নিজের গতিতে চলে কারো বিশ্বাস অবিশ্বাস এর উপর চলেনা তাই , নিজের উপর পরিমিত বিশ্বাস রেখে মার্কেটের পারিপাশ্বিক অবস্থাকে গুরুত্ব দিন